join facebook page

Wednesday, 28 September 2016

৬-৩-২০১৬ দৈনিক ইত্তেফাকের ঠাট্টায়....টি ২০ আইডিয়া

এশিয়া কাপ ধামাকা



চলছে এশিয়া কাপ। চলুন দেখি, এর পাশাপাশি আর কী কী খেলা চলছে পাবলিকের মধ্যে। সঙ্গে আছেন সোহানুর রহমান অনন্ত ও কার্টুন এঁকেছেন রবিউল ইসলাম সুমন

ঘুমের মধ্যেও ছয় সেলিব্রেশন করলে এমন হতেই পারে—

কী ব্যাপার আবুল সাহেব, আপনার মাথায় এমন বড় সাইজের আলু হইল কেমতে, কাউরে গুঁতা মারছেন নাকি?

গতকাল রাইতে ঘুমের মইধ্যে ভুল করে ‘ছয়’ বলে চিক্কার মাইরা উঠতেই বউ রেগে রিমোট দিয়ে এমন বাড়ি দিল যে সাথে সাথে আলু ডেলিভারি হয়ে গেল!

টাইগার বাঁশ আনলিমিটেড চলছে

দোস্ত, তুই হুট করে বাঁশের ব্যবসা চালু করবি বলে চিন্তা করলি... ঘটনা তো কিছুই বুঝতাছি না?

টাইগাররা যেমনে বিপক্ষ দলকে বাঁশ দিতাছে তাতে এই ব্যবসা করলে রাতারাতি লাখপতি হওয়ার চান্স আছে বন্ধু।

সবাই কিন্তু খেলা দেখতে

যায় না

তোরা ফ্যামেলির সবাই তো খেলা দেখতে মাঠে যাস... নিশ্চয় তোরা খেলাপ্রেমী?

খেলা দেখতে যাই কে কইল, আমরা তো পাত্রী খুঁজতে যাই, আব্বার একটা ম্যারেজ মিডিয়া খুলার ইচ্ছা আছে কিনা।

চিক্কর শুনে কানে তুলা দিলে তো এমনই হবে

কন কি কাগু? আপনার ঘর থেইক্কা সব কিছু চোরে নিয়া গেছে আপনি কিছুই টের পেলেন না!

বদমাইশ পোলাপান ছয় হলেই যেমনে চিল্লাইয়া উঠে, তাই কানে তুলা দিয়া একটু ঘুমাইতে গেছিলাম, এই সুযোগে...

সিম্পল টিপস্

বিপক্ষ দলের ব্যটসম্যানরে কীভাবে সহজে আউট করা যায় বলে তুই মনে করিস?

এইটা তো খুবই ইজি, বলের উপর সানি লিওনের ছবিযুক্ত স্টিকার লাগাইয়া বল করলেই দেখবে কেমনে পানির মতো উইকেট পড়া শুরু করছে!

সেলফি রোগী

একটু আগে না দেখলাম তুই টিভির সামনে বসে খেলা দেখার ছবি আপলোড করলি, তাইলে আমার কাছে কোন টিম জিতল এটা জানতে চাস কেন?

খেলা দেখছি কে বলল, আমি তো টিভির সামনে সেলফি তুলছি, ফেসবুকে আপলোড করার জন্য!

http://www.ittefaq.com.bd/print-edition/tahtta/2016/03/06/106130.html

No comments:

Post a Comment