join facebook page

Wednesday, 28 September 2016

আজ ২১-৬-২০১৬ দৈনিক যুগান্তরের যুগান্তর রঙ্গ-তে.....................

বাগধারাকে যদি সত্যি ধরে নিই...
বাগধারাকে যদি আমরা সত্যি ধরে নিই তাহলে সেই দৃশ্যগুলো কেমন হতো? চলুন জেনে নেয়া যাক। লিখেছেন- সোহানুর রহমান অনন্ত

খাল কেটে কুমির আনা

১ম জন : বুঝলাম না নেতা, আপনি বাড়িটা দখল না করে উল্টা বাড়ির পাশে খাল কেটে দিলেন কেন?

নেতা : আরে বেকুব, খাল কাটলেই তো কুমির আসবে, আর কুমিরের ভয়ে ওরা পালালেই তো বাড়িটা আমার। দখল করার কী দরকার!

চোখে আঙুল দিয়ে দেখানো

১ম জন : চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি তারপরও তুই দেখতে পাচ্ছিস না, আসলেই তুই দিনকানা।

২য় জন : বদের হাড্ডি! তুই আমার চোখে আঙুল দিয়ে রাখলে আমি কী করে দেখব!

চোর পালালে বুদ্ধি বাড়ে

১ম জন : চোরটা তোর সামনে দিয়ে চুরি করে পালাল আর তুই কিছুই করলি না?

২য় জন : আরে, আমি তো বুদ্ধির জন্য ওয়েট করছিলাম। জানিস না, চোর পালালে বুদ্ধি বাড়ে!

আঙুল ফুলে কলাগাছ

১ম জন : ভাই, আপনার আঙুল ফুলে তো কলাগাছ হয়ে গেছে! তা ডাক্তারের কাছে যাচ্ছেন না কেন?

২য় জন : দূর মিয়া, উল্টা বুদ্ধি দেন কেন? ডাক্তারের কাছে গেলে যদি আমার কলাগাছ কেটে রেখে দেয়।

অর্ধচন্দ্র দেয়া

১ম জন : আজ বউ আমাকে অর্ধচন্দ্র দিয়েছে। লাইফটা পুরাই জীবন হয়ে গেল রে, কেবলা!

২য় জন : ওরে ব্যাটা, এজন্যই তো বলি, চন্দ্রের বাকি অর্ধেক গেল কই? তাড়াতাড়ি বের কর, নইলে কিন্তু চাঁদমামারে বলে দেব।
- See more at: http://www.jugantor.com/oneday-everyday/2016/05/21/33337/বাগধারাকে-যদি-সত্যি-ধরে-নিই...#sthash.GCYqd91a.dpuf

No comments:

Post a Comment