আপনি না বললেন ভোটের পর ডোবা সংরক্ষণ করবেন, এখন আপনিই সেটা ভরাট করে পাঁচ তলা বাড়ি বানাইতাছেন?
চিন্তা কইরা দেখলাম এইসব ডোবায় মশা বংশবিস্তার করতে পারে। তাই ভরাট করে ফেললাম। আমি তো আবার আপনাগো ভালোটাই চাই।
আব্বা বিয়া তো আরও দুইদিন পর। এখনি আমরা বরযাত্রী নিয়া রওনা হইতাছি কোন দুঃখে?
ওরে নালায়েক, ঢাকার যানজট একবার পড়লে বিয়ে তো দূরের বিবাহ বার্ষিকীতেও পৌঁছাতে পারবি না।
আপনার এলাকা এত নোংরা, রাস্তার পাশে ময়লা ফেলতে ফেলতে পাহাড় বানিয়ে ফেলেছে তারপরও কোনো উদ্যোগ নিচ্ছেন না?
এটাই তো সিস্টেমের খেইল, মানুষ পয়সা দিয়ে মাটির পাহাড় দেখতে যায়, কয়দিন পর ময়লার পাহাড় দেখতে আমার এলাকায় আইব। কী বুঝলেন!
নেতা আপনার ছোট ভাই তো রাস্তার পাশের সব গাছ কাইট্টা ফালাইছে, আপনি কিছু একটা করেন।
ও ঠিকই তো করছে, যে পরিমাণ ঝড়-তুফান হইতাছে তাতে কহন কার উপর গাছ ভাইঙা পড়ে... আমার ভাই তো দিল দরদি।
আমাদের শেষ প্রশ্ন ভাঙাচোরা রাস্তা নিরসনে আপনার ভবিষ্যত্ পরিকল্পনা কী?
কোনো পরিকল্পনা নাই, আপাতত আমি পরিবার-পরিকল্পনা নিয়ে ব্যস্ত।
No comments:
Post a Comment