join facebook page

Wednesday, 28 September 2016

আজ ১৬-৬-২০১৬ দৈনিক সমকালের প্যাঁচআল এ

পাস করা ছেলেদের ছবি যেভাবে মিডিয়ায় আসবে
প্রতি বছরই ফল প্রকাশের পর মেয়েদের ছবি পত্রিকা এবং চ্যানেলগুলোয় আসে। এ ক্ষেত্রে ছেলেরা একেবারেই বঞ্চিত থাকে। কী করলে ছেলেদের ছবিও আসতে পারে, সেটাই জানিয়েছে সোহানুর রহমান অনন্ত

-ফটোগ্রাফারকে কুকুরের ভয় দেখিয়ে

১ম ছাত্র : ছবি তুলবেন কি-না বলেন, নইলে আমাদের পাগলু ডগি ছাইড়া দিলাম, কামড় দিলে কিন্তু আমগো দোষ নাই, ছো ছো ছো...!

ফটোগ্রাফার : ভাই ডর দেখায়েন না, আমি তো মেয়েদের ছবি তুলি না, কুত্তাটারে নিরাপদ দূরত্বে রাইখা পোজ দেন, ছবি তুলতাছি।

-ফেসবুক সেলিব্রেটি প্রস্তাব

১ম ছাত্র : কেউ আমার গাইরালা পেইজের অ্যাডমিন কিন্তু আমাদের ভাইব্রেদার, আপনারে ফেসবুক সেলিব্রেটি বানানো তো ওয়ান-টুর ব্যাপার।

ফটোগ্রাফার : আগে বলবেন না, আইজকা সারাদিন কেবল আপনাদের ছবিই তুলুম, আমার আইডি লিংকটা কেবল পেইজে শেয়ার দিয়েন।

- ১ম ছাত্র : আমি হইলাম ট্যাঙরা সামসু, তোর ক্যামেরায় যদি কোনো মাইয়া মানুষের ফটো দেখি তাইলে কিন্তু লেন্স আর তোরে তামাতামা কইরা দিমু।

ফটোগ্রাফার : আপনি কিচ্ছু চিন্তা কইরেন না ট্যাঙরা ভাই, দরকার হইলে আরও দু'জন ফটোগ্রাফার ভাড়া কইরা ছবি তুলুম। মোট কথা, বাদ যাবে না একটা ছেলেও।

-ছবি তোলা নিয়ে পত্রিকা অফিসের সামনে অনশন করা যেতে পারে

১ম ব্যক্তি : ছাত্র ভাইয়েরা, আপনারা তো ছবি দেওয়া নিয়ে আমরণ অনশন করতাছেন। তাইলে এমন খাওন উৎসব চলতাছে কেন?

ছাত্র : দূর বেকুব, আমরাই যদি না খেয়ে মরে যাই তাইলে ছবি কি ভূতের তুলবে! একটা শিঙ্গাড়া খাইয়া কাইট্টা পড়েন।

-টাকলু হয়ে সারপ্রাইজ দিন। পুরাই বিরল দৃশ্য!

ফটোগ্রাফার : এত এ পল্গাস পাওয়া টাকলু তো আমার দাদার জন্মেও দেখি নাই, পুরাই লুল হয়ে গেলাম।

ছাত্র : এইবার চিন্তা করেন, এই ছবি আপনার পেপারে ছাপা হলেই হিট খাইবো, কেবলার মতো দাঁড়াইয়া না থাইক্কা ছবি তুলেন।

No comments:

Post a Comment