join facebook page

Wednesday, 28 September 2016

আজ ৬জুন ২০১৬ দৈনিক সমকালের প্যাঁচআল এ

মৌসুমি ফলের ভিন্ন ব্যবহার
সোহানুর রহমান অনন্ত

পুরস্কার হিসেবে কাঁঠাল : খেলায় পুরস্কার হিসেবে ট্রফি দেওয়া হয় বিজয়ী দলকে। যেহেতু কাঁঠাল আমাদের জাতীয় ফল, আবার সাইজেও হেবি্ব বড়। তাই খেলার ট্রফির বদলে এই মৌসুমে বিজয়ী দলকে কাঁঠাল দেওয়া যেতে পারে। এতে যেমন ভিন্নতা আসবে আবার বিজয়ী দল চাইলেই কাঁঠাল খেয়ে পেটের ক্ষুধা মেটাতে পারবে।

বাড়ির বাউন্ডারিতে তারের বদলে আনারস : যেহেতু চোর বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি যেন বাড়িতে ঢুকতে না পারে, তাই আমরা বাড়ির বাউন্ডারির দেয়ালে কাচ অথবা কাঁটাতার দিয়ে রাখি। এ ক্ষেত্রে কাঁটাতারের বদলে আনারস ব্যবহার করা যেতে পারে। কারণ আনারসের পাতাতেও কাঁটা আছে।

ক্রাইম কমাতে তরমুজ থেরাপি : সন্ত্রাসীকে রিমান্ডে নিলে যেমন ডিম থেরাপি দেওয়া হয়, তেমনি এই সিজনে ডিমের বদলে তরমুজ থেরাপি দেওয়া যেতে পারে। এটি সাইজেও ডিমের চেয়ে অনেক বড়। তাই তরমুজ থেরাপির ভয়ে অধিকাংশ ক্রাইম যে কমে যাবে এতে আমরা একশো পার্সেন্ট সিউর।

লিপস্টিকের বিকল্প হিসেবে জামের ব্যবহার : জাম দিয়ে লিপস্টিকের কাজ করতে পারে মেয়েরা। সবসময় লিপস্টিক সঙ্গে নাও থাকতে পারে। এই সিজনে পথের পাশেই জাম পাওয়া যাচ্ছে। যেহেতু জামে গাঢ় লাল রঙ হয়, তাই এটি ব্যবহার করা যেতেই পারে।

গেণ্ডারি দিয়ে সেলফি স্টিক : ইদানীং সেলফি রোগে ভুগছে পুরো জাতি। আর তাই সেলফি আরও সুন্দর করে তুলতে আপনার দরকার ভালো একটা সেলফি স্টিক। সে কারণেই সেলফি স্টিক হিসেবে গেণ্ডারি ব্যবহার করা যেতে পারে। অল্প খরচে শক্ত স্টিক দিয়ে আরামে কাজ চালিয়ে নিন।
- See more at: http://bangla.samakal.net/2016/06/06/216521#sthash.rBQdGRkr.dpuf

No comments:

Post a Comment