aj somokal-ar pachall a amar lakha 16-2-2015
বিশ্বকাপ চলাকালে যা করবেন এবং যা করবেন না
সোহানুর রহমান অনন্ত
হেলমেট ব্যবহার করুন : ভাবছেন বিশ্বকাপের সঙ্গে হেলমেট পরার কী সম্পর্ক? একটু ঠাণ্ডা মাথায় চিন্তা করলেই এর উত্তর পেয়ে যাবেন। বিশ্বকাপ মানেই টান টান উত্তেজনা। আর এই উত্তেজনার মাঝে কেউ কেউ আবার বেজায় রেগে যান। দেখা যাবে টিভি, চেয়ার, ফুলদানি, খুন্তি_ হাতের কাছে যা পাচ্ছেন তাই ছুড়ে মারছেন। আপনি যদি হেলমেট না পরেন, তবে এ ধরনের ক্রিকেট ভক্তের কবলে পড়ে গুরুতর আহত হতে পারেন।
বউকে ঘুষ দিন : আপনি যতই কাজ পাগল হোন না কেন, এই এক মাস অন্তত আপনি সব কিছু রেখে খেলাটাই দেখতে চাইবেন। তবে খেলা দেখতে গেলে আপনাকে বিভিন্ন সমস্যায় পড়তে হবে। বিশেষ করে ঘরে বসে খেলা দেখতে হলে আগে বউকে খুশি করতে হবে। খেলা যেহেতু আপনাকে দেখতেই হবে সেহেতু বউকে আগে পটানোর ব্যবস্থা করুন। নইলে তার হাত থেকে রিমোট উদ্ধার করতে পারবেন না। দরকার হলে ঘুষ দিন। আজকাল ঘুষে সব কিছু হয়। বউকে ঘুষ দিয়ে সাইলেন্ট করে ফেলুন। তারপর আরামে বসে খেলা দেখুন।
গার্লফ্রেন্ডকে খেলা দেখতে উৎসাহিত করুন : যেহেতু খেলাগুলো দিনে পড়েছে, তাই খেলা রেখে বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। বিশেষ করে ডেটিংয়ে যাওয়ার তো চিন্তাই করা যায় না। তাই প্রেমিকার হাত থেকে বাঁচতে তাকে খেলা দেখতে উৎসাহিত করুন। খেলা যেহেতু দিনে, তাই আপনার গার্লফ্রেন্ডকে বেশি বেশি খেলা দেখতে উৎসাহী করুন। আর তাতেও কাজ না হলে, এই এক মাসের জন্য কোনো বাচাল বন্ধুর কাছে আপনার প্রেমিকার ফোন নম্বরটি হস্তান্তর করুন। দেখবেন সে কথা বলার ফাঁদে ফেলে আপনার গার্লফ্রেন্ডকে বিজি রাখছে।
বসকে তেল মারার কৌশল জানুন : যেহেতু প্রতিটি খেলাই দিনে পড়েছে, তাই বসকে তেল মারার কৌশলটা আপনাকে জানতে হবে। দরকার হলে বাসা থেকে বসের জন্য কয়েক পদের রান্না করা খাবার নিয়ে যান। বসের চেহারার প্রশংসা করে অমুক-তমুক নায়কের সঙ্গে মিলিয়ে দিন। নইলে লেট করে অফিসে আসার কারণে চাকরিটা নিহত হতে পারে।
বিশ্বকাপ চলাকালে যা করবেন এবং যা করবেন না
সোহানুর রহমান অনন্ত
হেলমেট ব্যবহার করুন : ভাবছেন বিশ্বকাপের সঙ্গে হেলমেট পরার কী সম্পর্ক? একটু ঠাণ্ডা মাথায় চিন্তা করলেই এর উত্তর পেয়ে যাবেন। বিশ্বকাপ মানেই টান টান উত্তেজনা। আর এই উত্তেজনার মাঝে কেউ কেউ আবার বেজায় রেগে যান। দেখা যাবে টিভি, চেয়ার, ফুলদানি, খুন্তি_ হাতের কাছে যা পাচ্ছেন তাই ছুড়ে মারছেন। আপনি যদি হেলমেট না পরেন, তবে এ ধরনের ক্রিকেট ভক্তের কবলে পড়ে গুরুতর আহত হতে পারেন।
বউকে ঘুষ দিন : আপনি যতই কাজ পাগল হোন না কেন, এই এক মাস অন্তত আপনি সব কিছু রেখে খেলাটাই দেখতে চাইবেন। তবে খেলা দেখতে গেলে আপনাকে বিভিন্ন সমস্যায় পড়তে হবে। বিশেষ করে ঘরে বসে খেলা দেখতে হলে আগে বউকে খুশি করতে হবে। খেলা যেহেতু আপনাকে দেখতেই হবে সেহেতু বউকে আগে পটানোর ব্যবস্থা করুন। নইলে তার হাত থেকে রিমোট উদ্ধার করতে পারবেন না। দরকার হলে ঘুষ দিন। আজকাল ঘুষে সব কিছু হয়। বউকে ঘুষ দিয়ে সাইলেন্ট করে ফেলুন। তারপর আরামে বসে খেলা দেখুন।
গার্লফ্রেন্ডকে খেলা দেখতে উৎসাহিত করুন : যেহেতু খেলাগুলো দিনে পড়েছে, তাই খেলা রেখে বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। বিশেষ করে ডেটিংয়ে যাওয়ার তো চিন্তাই করা যায় না। তাই প্রেমিকার হাত থেকে বাঁচতে তাকে খেলা দেখতে উৎসাহিত করুন। খেলা যেহেতু দিনে, তাই আপনার গার্লফ্রেন্ডকে বেশি বেশি খেলা দেখতে উৎসাহী করুন। আর তাতেও কাজ না হলে, এই এক মাসের জন্য কোনো বাচাল বন্ধুর কাছে আপনার প্রেমিকার ফোন নম্বরটি হস্তান্তর করুন। দেখবেন সে কথা বলার ফাঁদে ফেলে আপনার গার্লফ্রেন্ডকে বিজি রাখছে।
বসকে তেল মারার কৌশল জানুন : যেহেতু প্রতিটি খেলাই দিনে পড়েছে, তাই বসকে তেল মারার কৌশলটা আপনাকে জানতে হবে। দরকার হলে বাসা থেকে বসের জন্য কয়েক পদের রান্না করা খাবার নিয়ে যান। বসের চেহারার প্রশংসা করে অমুক-তমুক নায়কের সঙ্গে মিলিয়ে দিন। নইলে লেট করে অফিসে আসার কারণে চাকরিটা নিহত হতে পারে।
No comments:
Post a Comment