২৯-৬-২০১৬ দৈনিক ইত্তেফাকে.....
মৌসুমী ফল with ফরমালিন
চলছে ফলের মৌসুম। সেই সাথে ফরমালিনের কিঞ্চিত্ ভয়, চলুন দেখি ফলের বাজারের কী অবস্থা? সাথে আছেন সোহানুর রহমান অনন্ত
ফরমালিনের বিকল্প এমন স্প্রে তৈরি হতেই পারে
কী ব্যাপার তোমার আমের গা থেকে কাঁঠালের গন্ধ আসতাছে কেন?
স্যার মনে হয় স্প্রে করার সময় ভুল কইরা ফেলছি, লইয়া যান এক দামে দুই ফলের স্বাদ পাইবেন।
কথার প্যাঁচে আটকে যেতেই পারেন
তুমি বললা লিচু একেবারে রসগোল্লার মতো মিষ্টি, এখন দেখতাছি পুরাই টক, ধান্দাবাজি শুরু করছ?
আপনি তো দেখতাছি পুরাই আবুল, রসগোল্লা কি চিনি ছাড়া মিষ্টি হয় নাকি, লিচুর সাথে চিনি মিক্স করে খাইয়া দেখেন হাছা কইছি না মিছা কইছি।
ফরমালিন যুক্ত ফল দিয়ে হতে পারে ছিনতাই
সবকিছু বাইর কর কইতাছি নইলে কিন্তু ফরমালিন দেওয়া ফল তোরে যাইত্তা খাওয়াইয়া দিমু...
ওরে বাবারে... আন্ডারওয়্যার ছাড়া সব লইয়া যান, তবুও এই ফল খাওয়াইয়েন না।
ফল আছে আরও অনেক
বুঝলে নাতি আমাদের সময় একেবারে ফ্রেশ ফরমালিনমুক্ত ফল পাওয়া যেত, আফসোস তোমাদের সময়...
আমাদের সময়ও তো ফরমালিনমুক্ত ফল পাওয়া যায়, এই যেমন ধরেন পরীক্ষার ফল।
মৌসুমী ফল with ফরমালিন
চলছে ফলের মৌসুম। সেই সাথে ফরমালিনের কিঞ্চিত্ ভয়, চলুন দেখি ফলের বাজারের কী অবস্থা? সাথে আছেন সোহানুর রহমান অনন্ত
ফরমালিনের বিকল্প এমন স্প্রে তৈরি হতেই পারে
কী ব্যাপার তোমার আমের গা থেকে কাঁঠালের গন্ধ আসতাছে কেন?
স্যার মনে হয় স্প্রে করার সময় ভুল কইরা ফেলছি, লইয়া যান এক দামে দুই ফলের স্বাদ পাইবেন।
কথার প্যাঁচে আটকে যেতেই পারেন
তুমি বললা লিচু একেবারে রসগোল্লার মতো মিষ্টি, এখন দেখতাছি পুরাই টক, ধান্দাবাজি শুরু করছ?
আপনি তো দেখতাছি পুরাই আবুল, রসগোল্লা কি চিনি ছাড়া মিষ্টি হয় নাকি, লিচুর সাথে চিনি মিক্স করে খাইয়া দেখেন হাছা কইছি না মিছা কইছি।
ফরমালিন যুক্ত ফল দিয়ে হতে পারে ছিনতাই
সবকিছু বাইর কর কইতাছি নইলে কিন্তু ফরমালিন দেওয়া ফল তোরে যাইত্তা খাওয়াইয়া দিমু...
ওরে বাবারে... আন্ডারওয়্যার ছাড়া সব লইয়া যান, তবুও এই ফল খাওয়াইয়েন না।
ফল আছে আরও অনেক
বুঝলে নাতি আমাদের সময় একেবারে ফ্রেশ ফরমালিনমুক্ত ফল পাওয়া যেত, আফসোস তোমাদের সময়...
আমাদের সময়ও তো ফরমালিনমুক্ত ফল পাওয়া যায়, এই যেমন ধরেন পরীক্ষার ফল।
No comments:
Post a Comment