আজকের বাংলাদেশ প্রতিদিন রকমারি রম্যতে--
বাণিজ্যমেলায় স্টলগুলো যেভাবে ক্রেতা বাড়াতে পারে
চলছে বাণিজ্যমেলা। মেলায় বেশির ভাগ স্টল চায় তাদের এখানে ভিড় লেগে থাকুক। ব্যাপক কেনাবেচা চলবে সেটাই কাম্য। তবে ক্রেতা টানতে এখন আধুনিকায়ন করা দরকার। কীভাবে ক্রেতা টানতে পারে তারই টিপস দিয়েছেন— সোহানুর রহমান অনন্ত
সেলিব্রেটি পদ্ধতি : এই পদ্ধতিতে স্টলে একজন জনপ্রিয় হেনতেন টাইপের সেলিব্রেটি এনে দোকানে বসিয়ে দিতে হবে। ব্যস, একবার বসিয়ে দিয়ে ঘোষণা দিন যে, এই স্টল থেকে কোনো পণ্য কিনলেই সেলিব্রেটি সেই ক্রেতার সঙ্গে সেলফি তুলবেন। এমন সুযোগ আমার মনে হয় কোনো ক্রেতা হাতছাড়া করতে চাইবে না।
অনুষ্ঠান পদ্ধতি : স্টলের সামনে বড় করে লিখে দিন, এই স্টলের সব ক্রেতার মুখ ভিডিও করে রাখা হচ্ছে। মেলা শেষে বিচারকদের মাধ্যমে স্মার্ট টাইপের মুখদের দিয়ে একটি অনুষ্ঠান করা হবে যার নাম ‘তোমাকে খুঁজতে খুঁজতে অবস্থা শেষ।’ অতএব আপনারা স্টল থেকে পণ্য কিনে হয়ে যান সুপারহিট। দেখবেন ভিড় কাকে বলে।
মোবাইল হসপিটাল পদ্ধতি : মেলায় জিনিসপত্রের দাম শুনে অনেকেই মাথা ঘুরে জ্ঞান হারানোর উপক্রম হয়। কারও হাঁপানি, কাঁপুনি, জ্বর এসে যায়। তাদের কথা মাথায় রেখে আমাদের স্টলে রয়েছে মোবাইল হসপিটাল এবং বিশেষজ্ঞ ডাক্তার। আপনি দাম শুনে সেই স্কেলেই অজ্ঞান হন না কেন। সঙ্গে সঙ্গে জ্ঞান ফেরানোর দায়িত্ব আমাদের। পণ্য কিনলেই চিকিত্সা ফ্রি।
ফ্রি মেকআপ পদ্ধতি : মেলায় আসা তরুণী-মহিলাদের সংখ্যা কম নয়। তাই তাদের একটা টেনশন থাকে এত এত ক্যামেরা চারদিকে। মেকআপ যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো লাইভ টিভিতে চেহারার আসল রূপ রহস্য ফাঁস হয়ে যাবে। দোকানে লিখে দিন— টেনশন নেবেন না। আমাদের স্টলের পণ্য কিনলেই আপনি পাচ্ছেন অভিজ্ঞ মেকআপ ম্যানদের দ্বারা ফ্রি মেকআপ নেওয়ার সুবিধা।
ওয়াইফাই পদ্ধতি : যেহেতু মেলায় এসেই আপনি ফেসবুকে সেলফি, স্ট্যাটাস আপলোড দেবেন। তাই আপনাদের কথা মাথায় রেখেই আমাদের স্টলে ওয়াইফাই পদ্ধতি চালু করা হয়েছে। পণ্য কিনুন ছবি তুলুন।
- See more at: http:// www.bd-pratidin.com/ rokomari-rommo/2016/01/18/ 121600#sthash.A6e3PW1t.dpuf
বাণিজ্যমেলায় স্টলগুলো যেভাবে ক্রেতা বাড়াতে পারে
চলছে বাণিজ্যমেলা। মেলায় বেশির ভাগ স্টল চায় তাদের এখানে ভিড় লেগে থাকুক। ব্যাপক কেনাবেচা চলবে সেটাই কাম্য। তবে ক্রেতা টানতে এখন আধুনিকায়ন করা দরকার। কীভাবে ক্রেতা টানতে পারে তারই টিপস দিয়েছেন— সোহানুর রহমান অনন্ত
সেলিব্রেটি পদ্ধতি : এই পদ্ধতিতে স্টলে একজন জনপ্রিয় হেনতেন টাইপের সেলিব্রেটি এনে দোকানে বসিয়ে দিতে হবে। ব্যস, একবার বসিয়ে দিয়ে ঘোষণা দিন যে, এই স্টল থেকে কোনো পণ্য কিনলেই সেলিব্রেটি সেই ক্রেতার সঙ্গে সেলফি তুলবেন। এমন সুযোগ আমার মনে হয় কোনো ক্রেতা হাতছাড়া করতে চাইবে না।
অনুষ্ঠান পদ্ধতি : স্টলের সামনে বড় করে লিখে দিন, এই স্টলের সব ক্রেতার মুখ ভিডিও করে রাখা হচ্ছে। মেলা শেষে বিচারকদের মাধ্যমে স্মার্ট টাইপের মুখদের দিয়ে একটি অনুষ্ঠান করা হবে যার নাম ‘তোমাকে খুঁজতে খুঁজতে অবস্থা শেষ।’ অতএব আপনারা স্টল থেকে পণ্য কিনে হয়ে যান সুপারহিট। দেখবেন ভিড় কাকে বলে।
মোবাইল হসপিটাল পদ্ধতি : মেলায় জিনিসপত্রের দাম শুনে অনেকেই মাথা ঘুরে জ্ঞান হারানোর উপক্রম হয়। কারও হাঁপানি, কাঁপুনি, জ্বর এসে যায়। তাদের কথা মাথায় রেখে আমাদের স্টলে রয়েছে মোবাইল হসপিটাল এবং বিশেষজ্ঞ ডাক্তার। আপনি দাম শুনে সেই স্কেলেই অজ্ঞান হন না কেন। সঙ্গে সঙ্গে জ্ঞান ফেরানোর দায়িত্ব আমাদের। পণ্য কিনলেই চিকিত্সা ফ্রি।
ফ্রি মেকআপ পদ্ধতি : মেলায় আসা তরুণী-মহিলাদের সংখ্যা কম নয়। তাই তাদের একটা টেনশন থাকে এত এত ক্যামেরা চারদিকে। মেকআপ যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো লাইভ টিভিতে চেহারার আসল রূপ রহস্য ফাঁস হয়ে যাবে। দোকানে লিখে দিন— টেনশন নেবেন না। আমাদের স্টলের পণ্য কিনলেই আপনি পাচ্ছেন অভিজ্ঞ মেকআপ ম্যানদের দ্বারা ফ্রি মেকআপ নেওয়ার সুবিধা।
ওয়াইফাই পদ্ধতি : যেহেতু মেলায় এসেই আপনি ফেসবুকে সেলফি, স্ট্যাটাস আপলোড দেবেন। তাই আপনাদের কথা মাথায় রেখেই আমাদের স্টলে ওয়াইফাই পদ্ধতি চালু করা হয়েছে। পণ্য কিনুন ছবি তুলুন।
- See more at: http://
No comments:
Post a Comment