join facebook page

Wednesday, 28 September 2016

জ দৈনিক সমকালের প্যাঁচােলে

সাগর হরিলুট
মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংক খাতে নাকি সাগর চুরি ঘটেছে। সাগর চুরির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেছেন সোহানুর রহমান অনন্ত

প্রথম ব্যক্তি : বুঝলাম না, হুট করে বাপ-দাদার পেশা চুরি-ডাকাতি ছেড়ে দিবি? তোর কি সন্ত্রাসী হওয়ার শখ জাগছে?

দ্বিতীয় ব্যক্তি : আমাগো কি আর এখন কদর আছে। ব্যাংকার আর ঋণখেলাপি মিলে গোপনে সাগর লুট করে আর আমরা সারাজীবনে একটা ডোবাও লুট করতে পারলাম না, বড়ই পরিতাপ।

প্রথম ব্যক্তি : ছেলে ব্যাংক...।

দ্বিতীয় ব্যক্তি : কী কইলেন বেয়াই মশাই, ছেলে ব্যাংকার! এমন লুটেরা জামাই-ই তো আমি খুঁজতাছি। এই বিয়াতে আমার তো দূরের কথা আমার চৌদ্দগুষ্টিরও কারও অমত নাই।

প্রথম ব্যক্তি : আসলে বেয়াই সাহেব, আমি বলতে চাইছিলাম ছেলে ব্যাংক লুট নিয়ে স্ট্যাটাস দিয়ে ফেসবুকে ব্যাপক হিট খাইছে! শত শত লাইক কুড়াইছে। সেলিব্রেটি পোলা আমার।

প্রথম ব্যক্তি : মন্ত্রী চুরির সঙ্গে সাগরের উদাহরণ দিল কেন? মরুভূমি, এভারেস্টের কথাও তো বলতে পারত?

দ্বিতীয় ব্যক্তি : আসলে আমাদের দেশ নদীমাতৃক তো, তাই মন্ত্রীর সাগরের প্রতি একটা এক্সট্রা টান আছে।

প্রথম ব্যক্তি : আপনি এভাবে বিশ্বের ম্যাপ নিয়ে বসেছেন কেন, কোনো কাজ-কাম নাই নাকি?

দ্বিতীয় ব্যক্তি : আরে মিয়া এত টেনশন লইতাছেন কেন, ব্যাংক খাতে নাকি সাগর চুরি হইছে, তাই তো ম্যাপ দেখতাছি। আচমকা কোন সাগরটা গায়েব হয়ে গেল!

No comments:

Post a Comment