জ দৈনিক সমকালের প্যাঁচােলে
সাগর হরিলুট
মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংক খাতে নাকি সাগর চুরি ঘটেছে। সাগর চুরির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেছেন সোহানুর রহমান অনন্ত
প্রথম ব্যক্তি : বুঝলাম না, হুট করে বাপ-দাদার পেশা চুরি-ডাকাতি ছেড়ে দিবি? তোর কি সন্ত্রাসী হওয়ার শখ জাগছে?
দ্বিতীয় ব্যক্তি : আমাগো কি আর এখন কদর আছে। ব্যাংকার আর ঋণখেলাপি মিলে গোপনে সাগর লুট করে আর আমরা সারাজীবনে একটা ডোবাও লুট করতে পারলাম না, বড়ই পরিতাপ।
প্রথম ব্যক্তি : ছেলে ব্যাংক...।
দ্বিতীয় ব্যক্তি : কী কইলেন বেয়াই মশাই, ছেলে ব্যাংকার! এমন লুটেরা জামাই-ই তো আমি খুঁজতাছি। এই বিয়াতে আমার তো দূরের কথা আমার চৌদ্দগুষ্টিরও কারও অমত নাই।
প্রথম ব্যক্তি : আসলে বেয়াই সাহেব, আমি বলতে চাইছিলাম ছেলে ব্যাংক লুট নিয়ে স্ট্যাটাস দিয়ে ফেসবুকে ব্যাপক হিট খাইছে! শত শত লাইক কুড়াইছে। সেলিব্রেটি পোলা আমার।
প্রথম ব্যক্তি : মন্ত্রী চুরির সঙ্গে সাগরের উদাহরণ দিল কেন? মরুভূমি, এভারেস্টের কথাও তো বলতে পারত?
দ্বিতীয় ব্যক্তি : আসলে আমাদের দেশ নদীমাতৃক তো, তাই মন্ত্রীর সাগরের প্রতি একটা এক্সট্রা টান আছে।
প্রথম ব্যক্তি : আপনি এভাবে বিশ্বের ম্যাপ নিয়ে বসেছেন কেন, কোনো কাজ-কাম নাই নাকি?
দ্বিতীয় ব্যক্তি : আরে মিয়া এত টেনশন লইতাছেন কেন, ব্যাংক খাতে নাকি সাগর চুরি হইছে, তাই তো ম্যাপ দেখতাছি। আচমকা কোন সাগরটা গায়েব হয়ে গেল!
সাগর হরিলুট
মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংক খাতে নাকি সাগর চুরি ঘটেছে। সাগর চুরির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেছেন সোহানুর রহমান অনন্ত
প্রথম ব্যক্তি : বুঝলাম না, হুট করে বাপ-দাদার পেশা চুরি-ডাকাতি ছেড়ে দিবি? তোর কি সন্ত্রাসী হওয়ার শখ জাগছে?
দ্বিতীয় ব্যক্তি : আমাগো কি আর এখন কদর আছে। ব্যাংকার আর ঋণখেলাপি মিলে গোপনে সাগর লুট করে আর আমরা সারাজীবনে একটা ডোবাও লুট করতে পারলাম না, বড়ই পরিতাপ।
প্রথম ব্যক্তি : ছেলে ব্যাংক...।
দ্বিতীয় ব্যক্তি : কী কইলেন বেয়াই মশাই, ছেলে ব্যাংকার! এমন লুটেরা জামাই-ই তো আমি খুঁজতাছি। এই বিয়াতে আমার তো দূরের কথা আমার চৌদ্দগুষ্টিরও কারও অমত নাই।
প্রথম ব্যক্তি : আসলে বেয়াই সাহেব, আমি বলতে চাইছিলাম ছেলে ব্যাংক লুট নিয়ে স্ট্যাটাস দিয়ে ফেসবুকে ব্যাপক হিট খাইছে! শত শত লাইক কুড়াইছে। সেলিব্রেটি পোলা আমার।
প্রথম ব্যক্তি : মন্ত্রী চুরির সঙ্গে সাগরের উদাহরণ দিল কেন? মরুভূমি, এভারেস্টের কথাও তো বলতে পারত?
দ্বিতীয় ব্যক্তি : আসলে আমাদের দেশ নদীমাতৃক তো, তাই মন্ত্রীর সাগরের প্রতি একটা এক্সট্রা টান আছে।
প্রথম ব্যক্তি : আপনি এভাবে বিশ্বের ম্যাপ নিয়ে বসেছেন কেন, কোনো কাজ-কাম নাই নাকি?
দ্বিতীয় ব্যক্তি : আরে মিয়া এত টেনশন লইতাছেন কেন, ব্যাংক খাতে নাকি সাগর চুরি হইছে, তাই তো ম্যাপ দেখতাছি। আচমকা কোন সাগরটা গায়েব হয়ে গেল!
No comments:
Post a Comment