আজ দৈনিক যুগান্তরের......যুগান্তর রঙ্গতে
ফেসবুকময় কথামালা
বর্তমান সময় ফেসবুকের। চলুন দেখা যাক, যদি ফেসবুকময় কথাবার্তা আমাদের পরিবারে চালু হয়ে যায় তাহলে কেমন হবে! লিখেছেন -সোহানুর রহমান অনন্ত |
মা : শুনলাম, তুমি নাকি পাশের বাড়ির মেয়েটিকে পোক দিয়ে বিরক্ত কর।
ছেলে : আরে দূর! সেই তো আমাকে প্রেমের চিঠি ট্যাগ করে বিরক্ত করছে।
বাবা : এই শুনছ! অফিসের টাইম হয়ে গেছে। আমি লগআউট হলাম।
মা : এখানে গ্রুপ আড্ডা হচ্ছে। তুমি জয়েন করলে ভালো হতো, যাই হোক অফিসে ইন হয়ে একটা টেক্সট দিও।
মেয়ে : গুড মর্নিং মামণি, আমি তোমাদের সঙ্গে লগইন হতে পারি?
মা : অবশ্যই পারো। তবে তোমার তো বড় বড় স্ট্যাটাস দেয়ার বাজে অভ্যাস আছে, আপাতত সেটা অফ রেখ।
মেয়ে : একটা দিন তো আমার কথায় কমান্ড করলে না। শুনলাম, ভাইয়ার ফ্রেন্ড লিস্ট নাকি অনেক বড় হয়ে গেছে! তা ভাইয়া, ফেক ফ্রেন্ড নেই তো?
ছেলে : আরে না। আমি কি বোকা নাকি! সব ভালোভাবে চেক করে অ্যাকসেপ্ট করেছি।
মা : শুনলাম, তুমি নাকি ভার্সিটিতে এক ছেলেকে হুমকি দিয়েছ। বলেছ, ওর বাড়ির ওয়াল তামাতামা করে দেবে।
মেয়ে : ঠিকই তো বলেছি। ও আমার ময়দা মাখা চেহারা দেখে একবার লাইক মেরে আবার ডিজলাইক করে দিয়েছে।
কাজের মেয়ে : আম্মা, আমার প্রাক্তন স্বামী আবার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। বলে, ফ্রেন্ড হয়ে সারা জীবন থাকতে চায়।
ফেসবুকময় কথামালা
বর্তমান সময় ফেসবুকের। চলুন দেখা যাক, যদি ফেসবুকময় কথাবার্তা আমাদের পরিবারে চালু হয়ে যায় তাহলে কেমন হবে! লিখেছেন -সোহানুর রহমান অনন্ত |
মা : শুনলাম, তুমি নাকি পাশের বাড়ির মেয়েটিকে পোক দিয়ে বিরক্ত কর।
ছেলে : আরে দূর! সেই তো আমাকে প্রেমের চিঠি ট্যাগ করে বিরক্ত করছে।
বাবা : এই শুনছ! অফিসের টাইম হয়ে গেছে। আমি লগআউট হলাম।
মা : এখানে গ্রুপ আড্ডা হচ্ছে। তুমি জয়েন করলে ভালো হতো, যাই হোক অফিসে ইন হয়ে একটা টেক্সট দিও।
মেয়ে : গুড মর্নিং মামণি, আমি তোমাদের সঙ্গে লগইন হতে পারি?
মা : অবশ্যই পারো। তবে তোমার তো বড় বড় স্ট্যাটাস দেয়ার বাজে অভ্যাস আছে, আপাতত সেটা অফ রেখ।
মেয়ে : একটা দিন তো আমার কথায় কমান্ড করলে না। শুনলাম, ভাইয়ার ফ্রেন্ড লিস্ট নাকি অনেক বড় হয়ে গেছে! তা ভাইয়া, ফেক ফ্রেন্ড নেই তো?
ছেলে : আরে না। আমি কি বোকা নাকি! সব ভালোভাবে চেক করে অ্যাকসেপ্ট করেছি।
মা : শুনলাম, তুমি নাকি ভার্সিটিতে এক ছেলেকে হুমকি দিয়েছ। বলেছ, ওর বাড়ির ওয়াল তামাতামা করে দেবে।
মেয়ে : ঠিকই তো বলেছি। ও আমার ময়দা মাখা চেহারা দেখে একবার লাইক মেরে আবার ডিজলাইক করে দিয়েছে।
কাজের মেয়ে : আম্মা, আমার প্রাক্তন স্বামী আবার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। বলে, ফ্রেন্ড হয়ে সারা জীবন থাকতে চায়।
No comments:
Post a Comment