join facebook page

Monday, 1 June 2015

18-05-2015 daily somokal-ar pachall-a

ভূমিকম্প আতঙ্ক!

নিউজ হেডলাইনের মতো ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, শোনা যাচ্ছে বড় ভূমিকম্পের ঝুঁকিতে আছে বাংলাদেশ। এসব খবরে যথারীতি আমজনতা কাঁপুনি আতঙ্কে ভুগছে। গবেষণা করেছেন সোহানুর রহমান অনন্ত
ভূমিকম্প নিয়ে বাড়িওয়ালাদের টেনশন বেশি
ভাড়াটিয়া : ভূমিকম্প হইলেও আপনার বাসায় কোনো রিক্স নাই এইডা সিউর দিয়া কেমনে কইতাছেন?
ভাড়িওয়ালা : ডরাইয়েন না, বাড়ির চারপাশের মাটিতে বড় বড় পেরেক মাইরা দিছি, ভূমিকম্প হইলেও মাটি ফাটার কোনো চান্স নাই। ভাড়া নিলে নিরাপদে থাকতে পারবেন।

ভূমিকম্প আতঙ্কে জনগণ
১ম ব্যক্তি : ভাই ভূমি...!
২য় ব্যক্তি : খাইছেরে! আবার ভূমিকম্প হইতাছে নাকি? কেবলার মতো দাঁড়ায়া না থাইক্কা আমার লগে দৌড় দেন।
১ম ব্যক্তি : দুর মিয়া, আমি তো জানতে চাইছিলাম ভূমি অফিসটা কোন দিকে। আপনি তো পুরাটা শোনার আগেই ডরাইয়া গেলেন।

ঘর ফাঁকা মানে চোরদের উৎসব
১ম চোর : কী এমন মন্ত্র শিখলি যেটা উচ্চারণ করলেই বাড়িঘর ফাঁকা হইয়া যায়! চাপা মারতাছো মনে হইতাছে।
২য় চোর : বেশি কিছু না, দরজার সামনে গিয়ে খালি চিল্লাই কবি ভূমিকম্প! ব্যস, ঘর এমনিতেই ফাঁকা হইয়া যাইবো, তারপর ইচ্ছা মতো লুট করতি পারবি।

রাজধানীবাসী টেনশনে আছে
বস : কী ব্যাপার উত্তম সাহেব, মাস শেষ না হতেই বেতন অগ্রিম চাচ্ছেন, আপনার ঘটনা কী?
২য় জন : স্যার, বেতন কি আর স্বাদে চাইতাছি। যেই হারে ভূমিকম্প হইতাছে, পরে যদি নেওয়ার আর সুযোগ না পাই


No comments:

Post a Comment