18-4-2016 Daily somokal-er Pachall-e
বাঁশ
সম্প্রতি জানা গেছে, সরকারি অফিস নির্মাণে রডের বদলে বাঁশ দেওয়া হয়েছে! চলুন জানা যাক, বাঁশ দিয়ে নতুন আর কী করা যায়। জানাচ্ছেন সোহানুর রহমান অনন্ত
১ম ব্যক্তি : দিনদুপুরে পাগল হইছেন নাকি মিয়া, আমাকে আইক্কাওয়ালা বাঁশ দেখাচ্ছেন কেন?
২য় ব্যক্তি: এই বাঁশ হেবি্ব শক্ত। শুনলাম আজকাল অফিস নাকি রডের বদলে বাঁশ দিয়ে নির্মাণ হয়, তাই বাঁশ বিক্রি করতে চলে আসলাম।
শ্বশুর : জামাই বাবাজি, তুমি বাঁশ বাগান দেখে এমন দৌড় মারতাছো কেন? আমি তো ডরানের কিছু দেখতাছি না।
জামাই : আসলে আব্বা হইছে কী, আমগো অফিস বাঁশ দিয়ে নির্মিত তো, তাই বাঁশ বাগান দেখলেই কেমন জানি অফিস অফিস মনে হয়।
১ম ব্যক্তি : ওই মিয়া, আপনার ফ্ল্যাটে তো রডের বদলে বাঁশের ব্যবহার হইছে, এই বাড়ি তো মাথার ওপর ভেঙে পড়ব।
২য় ব্যক্তি : আগেই তো বলেছি স্যার, আমরা আপনাদের প্রকৃতির মাঝে রাখব, বাঁশ তো প্রকৃতির একটা অংশ স্যার।
১ম ব্যক্তি : ভাই, রডের ব্যবসা ছেড়ে হঠাৎ করে বাঁশের ব্যবসা শুরু করলেন?
২য় জন : এটা তো সহজ বিষয়, দেশে রডের চেয়ে বাঁশের ব্যবহার ধীরে ধীরে বাড়তাছে। তাই রড আউট বাঁশ ইন।
১ম ব্যক্তি : বাঁশ বাগানে সিসি ক্যামেরা লাগাইতাছেন কোন দুঃখে, এখানে কোনো গুপ্তধন আছে নাকি?
২য় ব্যক্তি : তার চেয়েও বেশি কিছু আছে। আজকাল নাকি রডের বদলে বাঁশ দিয়া বিল্ডিং বানাইতাছে, তাই ব্যাম্বো গার্ডেনে সিকিউরিটি বাড়িয়ে দিলাম আর কি।
বাঁশ
সম্প্রতি জানা গেছে, সরকারি অফিস নির্মাণে রডের বদলে বাঁশ দেওয়া হয়েছে! চলুন জানা যাক, বাঁশ দিয়ে নতুন আর কী করা যায়। জানাচ্ছেন সোহানুর রহমান অনন্ত
১ম ব্যক্তি : দিনদুপুরে পাগল হইছেন নাকি মিয়া, আমাকে আইক্কাওয়ালা বাঁশ দেখাচ্ছেন কেন?
২য় ব্যক্তি: এই বাঁশ হেবি্ব শক্ত। শুনলাম আজকাল অফিস নাকি রডের বদলে বাঁশ দিয়ে নির্মাণ হয়, তাই বাঁশ বিক্রি করতে চলে আসলাম।
শ্বশুর : জামাই বাবাজি, তুমি বাঁশ বাগান দেখে এমন দৌড় মারতাছো কেন? আমি তো ডরানের কিছু দেখতাছি না।
জামাই : আসলে আব্বা হইছে কী, আমগো অফিস বাঁশ দিয়ে নির্মিত তো, তাই বাঁশ বাগান দেখলেই কেমন জানি অফিস অফিস মনে হয়।
১ম ব্যক্তি : ওই মিয়া, আপনার ফ্ল্যাটে তো রডের বদলে বাঁশের ব্যবহার হইছে, এই বাড়ি তো মাথার ওপর ভেঙে পড়ব।
২য় ব্যক্তি : আগেই তো বলেছি স্যার, আমরা আপনাদের প্রকৃতির মাঝে রাখব, বাঁশ তো প্রকৃতির একটা অংশ স্যার।
১ম ব্যক্তি : ভাই, রডের ব্যবসা ছেড়ে হঠাৎ করে বাঁশের ব্যবসা শুরু করলেন?
২য় জন : এটা তো সহজ বিষয়, দেশে রডের চেয়ে বাঁশের ব্যবহার ধীরে ধীরে বাড়তাছে। তাই রড আউট বাঁশ ইন।
১ম ব্যক্তি : বাঁশ বাগানে সিসি ক্যামেরা লাগাইতাছেন কোন দুঃখে, এখানে কোনো গুপ্তধন আছে নাকি?
২য় ব্যক্তি : তার চেয়েও বেশি কিছু আছে। আজকাল নাকি রডের বদলে বাঁশ দিয়া বিল্ডিং বানাইতাছে, তাই ব্যাম্বো গার্ডেনে সিকিউরিটি বাড়িয়ে দিলাম আর কি।
No comments:
Post a Comment