join facebook page

Wednesday, 28 September 2016

18-4-2016 Daily somokal-er Pachall-e

বাঁশ

সম্প্রতি জানা গেছে, সরকারি অফিস নির্মাণে রডের বদলে বাঁশ দেওয়া হয়েছে! চলুন জানা যাক, বাঁশ দিয়ে নতুন আর কী করা যায়। জানাচ্ছেন সোহানুর রহমান অনন্ত

১ম ব্যক্তি : দিনদুপুরে পাগল হইছেন নাকি মিয়া, আমাকে আইক্কাওয়ালা বাঁশ দেখাচ্ছেন কেন?

২য় ব্যক্তি: এই বাঁশ হেবি্ব শক্ত। শুনলাম আজকাল অফিস নাকি রডের বদলে বাঁশ দিয়ে নির্মাণ হয়, তাই বাঁশ বিক্রি করতে চলে আসলাম।

শ্বশুর : জামাই বাবাজি, তুমি বাঁশ বাগান দেখে এমন দৌড় মারতাছো কেন? আমি তো ডরানের কিছু দেখতাছি না।

জামাই : আসলে আব্বা হইছে কী, আমগো অফিস বাঁশ দিয়ে নির্মিত তো, তাই বাঁশ বাগান দেখলেই কেমন জানি অফিস অফিস মনে হয়।

১ম ব্যক্তি : ওই মিয়া, আপনার ফ্ল্যাটে তো রডের বদলে বাঁশের ব্যবহার হইছে, এই বাড়ি তো মাথার ওপর ভেঙে পড়ব।

২য় ব্যক্তি : আগেই তো বলেছি স্যার, আমরা আপনাদের প্রকৃতির মাঝে রাখব, বাঁশ তো প্রকৃতির একটা অংশ স্যার।

১ম ব্যক্তি : ভাই, রডের ব্যবসা ছেড়ে হঠাৎ করে বাঁশের ব্যবসা শুরু করলেন?

২য় জন : এটা তো সহজ বিষয়, দেশে রডের চেয়ে বাঁশের ব্যবহার ধীরে ধীরে বাড়তাছে। তাই রড আউট বাঁশ ইন।

১ম ব্যক্তি : বাঁশ বাগানে সিসি ক্যামেরা লাগাইতাছেন কোন দুঃখে, এখানে কোনো গুপ্তধন আছে নাকি?

২য় ব্যক্তি : তার চেয়েও বেশি কিছু আছে। আজকাল নাকি রডের বদলে বাঁশ দিয়া বিল্ডিং বানাইতাছে, তাই ব্যাম্বো গার্ডেনে সিকিউরিটি বাড়িয়ে দিলাম আর কি।

No comments:

Post a Comment