join facebook page

Saturday, 3 October 2015

আজ ২০-০৯-২০১৫ দৈনিক ইত্তেফাকের ফান ম্যাগাজিন ঠাট্টায় ঈদ নিয়ে ঠাট্টামি
ঈদ ধামাকা
লেখা সোহানুর রহমান অনন্ত
আঁকা . আলী
দোস্ত ঈদ তো চলে এলো, তা ভাবিকে নিয়ে এইবার ঈদে কোথায় যাবি বলে ঠিক করলি?
বউ যে পরিমাণে শপিং করা নিয়ে ঘ্যানর ঘ্যানর শুরু করছে, তাতে তো মনে হয় পাগল হয়ে পাগলাগারদেই যেতে হবে
ঈদ এলেই বাড়ে বউ নিয়ে শপিং ভাবনা
কস কী, ঈদে তোর ইচ্ছামতো অনুষ্ঠান দেখতে পারবি, ভাবি বাসায় থাকতে এইডা কেমতে সম্ভব?
তোর ভাবিরে ঘুষ দিয়ে এই এক সপ্তাহের জন্য সাইলেন্ট করে ফেলেছি, এইবার আর ভিনদেশি সিরিয়ালের কারণে দেশীয় অনুষ্ঠান মিস খাওয়ার সুযোগ নাই
বউকে ঘুষ দিয়ে ঈদ অনুষ্ঠান দেখতে পারেন
কন কী কাগু, খাট থাকতে খাটের নিচে ঘুমাইতে হইব, এইডা কেমন কথা!
বাড়িটা বহুকালের পুরোনো, যেকোনো মুহূর্তে ছাদ ভেঙে পড়তে পারে। এইবার চিন্তা কইরা দেখো, খাটের নিচে ঘুমাইবা না সময় থাকতে পলাইবা
বেশি আত্মীয়ের ঝামেলা থেকে বাঁচতে গুজব রটিয়ে দিন
কাগু পা ধইরা রাখতে রাখতে তো হাত ব্যথা হইয়া গেল, সালামি না দিলে কিন্তু পা ছাড়ুম না আইজকা
পা ছাড়তে কইল কে, আরও জোরে ধর, নিজেরে কেমন ভিআইপি টাইপের মানুষ মনে হইতাছে
ঈদ সালামি নিয়ে অনেকেই টেনশনে পড়ে যায়
বন্ধু মোতালেব, তোর মাথা তো চুলে ভর্তি আছিল, হঠাত্ টাক হইল কেমতে?
প্রেমিকারে এহন ঈদ শপিং কইরা দিতে হইব তাই টাক হইয়া গেলাম, টাক নাকি টাকা আনে
ঈদ এলেই বাড়ে প্রেমিকা আতঙ্ক
এত খুশি কেলা বন্ধু, নিশ্চয় বাড়ি যাওয়ার টিকেট পাইছ?
টিকেট পাই নাই, তয় লাইনে দাঁড়াইয়া থাইক্কা আরেক মাইয়ার সাথে ভাব জমাইয়া ফালাইছি, এহন তো দিল ধাক ধাক করনে লাগা
টিকেট পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়া

No comments:

Post a Comment