join facebook page

Wednesday, 28 September 2016

আজ ৪-৪-২০১৬ দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর রকমারি রম্যতে

খেলার সময় যে ভুলগুলো হতে পারে
সোহানুর রহমান অনন্ত

— খেলার সময় বাউন্ডারি হলেই হয়তো ক্রিকেটপ্রেমীরা চিক্কুর দিয়ে বলে উঠেন— ছক্কা আ-আ-আ। আপনি যদি ক্রিকেটঅজ্ঞ হন তাহলে এমন চিৎকার শুনে ভাবতে পারেন বাড়িতে বাড়িতে লুডু খেলার উৎসব চলছে। সুতরাং আশ-পাশে দু-একজন এমন ভুল করেই ফেলে তাহলে অবাক হওয়ার কিছু নেই।

— প্রিয় দল জিতে গেলে মিছিল হবে এটাই স্বাভাবিক। তবে এটাকে বিরোধী পক্ষের নির্বাচনী মিছিল ভেবে আপনার দৌড় মেরে ম্যানহোলে পড়ে হাত-পা ভাঙার দরকার নেই। কারণ পছন্দের টিম ম্যাচ জিতবে আর মিছিল হবে না এইটা তো হইতেই পারে না।

— সব ব্যাচেলরদের ঘরে তো আর টিভি থাকে না। তাই যাদের ঘরে টিভি নেই তারা অন্যের বাড়ির জানালা দিয়ে উঁকি মেরে খেলা দেখতেই পারে। হঠাৎ করে এমন দৃশ্য দেখে ভাববেন না যে এখানে ডুবে ডুবে বুড়িগঙ্গার জল খাওয়া হচ্ছে। সুতরাং খেলা চলা অবস্থায় এমন উঁকি-ঝুঁকির ঘটনা ঘটতে পারে।

— আপনি যতই বিশুদ্ধ বেকুব হন না কেন খেলা চলা অবস্থায় যদি দেখেন পাশের বাড়িতে স্বামী-স্ত্রী মারামারি লেগে জিনিসপত্র ভাঙচুর করছে। তাহলে সেটা প্রেমঘটিত ক্যাচাল ভেবে ভুল করবেন না। ক্যাচালটা টিভি রিমোটের দখল নেওয়া নিয়েও হতে পারে। যেহেতু টি-টোয়েন্টি খেলা বলে কথা।

— এই অবস্থায় রাস্তায় কাউকে মাঙ্কি টুপি পরে হাঁটতে দেখলে ভাববেন না শীত আবার এসে গেছে। কারণ খেলা নিয়ে অনেকেই পক্ষে-বিপক্ষে বাজি ধরে হারু পাটি হচ্ছে। সুতরাং চেহারা লুকাতে এমন দৃশ্য দেখা যাওয়াটা দোষের কিছু নয়।
- See more at: http://www.bd-pratidin.com/rokomari-rommo/2016/04/04/136615#sthash.al2dAmis.dpuf

No comments:

Post a Comment