10-06-2014 daily amader somoy-ar antivirus- amar lakha world cup niya
বিশ্বকাপ দেখার প্রস্তুতি
সোহানুর রহমান অনন্ত
তুলা রাখুন : যেহেতু খেলার সময় গোল হলেই আপনি চিৎকার মারা শুরু করবেন। আর সেই চিৎকার আপনার বউয়ের অথবা বাড়ির অন্য কারও ঘুম নষ্ট হলে আপনার খেলা দেখা বন্ধ হয়ে যাবে। তাই খেলা দেখার সময় তুলা রাখুন। এবং সেই তুলা সবার কানে গুঁজে দিন। ব্যস, এবার ননস্টপ চিৎকার মারুন কেউ আওয়াজ পাবে না।
মুখোশ রাখুন : নিজের টিমকে নিয়ে হয়তো আপনি এরই মধ্যে ব্যাপক চাপা মেরে ফেলেছেন। তাই নিজের টিমের খেলার দিন মুখোশ সঙ্গে রাখুন। যদি কোনও ক্রমে আপনার দল হেরে যায় তাহলে পরদিন আপনাকে মুখোশ পরেই বাইরে বের হতে হবে। নয়তো বুঝতেই তো পারছেন, সবাই মিলে আপনাকে...
ফেসবুক ব্যবস্থা : খেলার বিভিন্ন আপডেটসহ নিজের টিমকে নিয়ে হালি হালি স্ট্যাটাস দিতে হবে। কে লালকার্ড খেল, কে অফসাইডে দৌড় মারল, কেমতে গোল হল ইত্যাদি। নিয়মিত তা করতে পারলে পাবলিক আপনাকে সেরা সাপোর্টার ভাবা শুরু করবে। অন্যদিকে আপনার মেয়ে ফ্রেন্ডও বেড়ে যাবে বহুগুণ।
দূরবিন রাখুন : যদি একান্তই ঘরে খেলা দেখতে সমস্যা হয়। তাহলে দূরবিনের সাহায্য নিতে পারেন। বিশ্বকাপ উপলক্ষে অনেকেই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে থাকে। আপনি আপনার বারান্দা বা ছাদে বসে দূরবিনের সাহায্যে আরামে খেলা দেখতে পারবেন।
বিশ্বকাপ দেখার প্রস্তুতি
সোহানুর রহমান অনন্ত
তুলা রাখুন : যেহেতু খেলার সময় গোল হলেই আপনি চিৎকার মারা শুরু করবেন। আর সেই চিৎকার আপনার বউয়ের অথবা বাড়ির অন্য কারও ঘুম নষ্ট হলে আপনার খেলা দেখা বন্ধ হয়ে যাবে। তাই খেলা দেখার সময় তুলা রাখুন। এবং সেই তুলা সবার কানে গুঁজে দিন। ব্যস, এবার ননস্টপ চিৎকার মারুন কেউ আওয়াজ পাবে না।
মুখোশ রাখুন : নিজের টিমকে নিয়ে হয়তো আপনি এরই মধ্যে ব্যাপক চাপা মেরে ফেলেছেন। তাই নিজের টিমের খেলার দিন মুখোশ সঙ্গে রাখুন। যদি কোনও ক্রমে আপনার দল হেরে যায় তাহলে পরদিন আপনাকে মুখোশ পরেই বাইরে বের হতে হবে। নয়তো বুঝতেই তো পারছেন, সবাই মিলে আপনাকে...
ফেসবুক ব্যবস্থা : খেলার বিভিন্ন আপডেটসহ নিজের টিমকে নিয়ে হালি হালি স্ট্যাটাস দিতে হবে। কে লালকার্ড খেল, কে অফসাইডে দৌড় মারল, কেমতে গোল হল ইত্যাদি। নিয়মিত তা করতে পারলে পাবলিক আপনাকে সেরা সাপোর্টার ভাবা শুরু করবে। অন্যদিকে আপনার মেয়ে ফ্রেন্ডও বেড়ে যাবে বহুগুণ।
দূরবিন রাখুন : যদি একান্তই ঘরে খেলা দেখতে সমস্যা হয়। তাহলে দূরবিনের সাহায্য নিতে পারেন। বিশ্বকাপ উপলক্ষে অনেকেই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে থাকে। আপনি আপনার বারান্দা বা ছাদে বসে দূরবিনের সাহায্যে আরামে খেলা দেখতে পারবেন।
No comments:
Post a Comment