join facebook page

Wednesday, 2 March 2016

এই ভয়ের মধ্যে থেকেও নিজ দায়িত্বে হাসুন>>> আজ ০৪-১-২০১৬ দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর রকমারি রম্যতে

একটি ভুয়া সালতামামি
গত বছরে অনেক কিছুই ঘটেছে। তার মধ্যে কিছু কাল্পনিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হলো। কাল্পনিক সালতামামি তৈরি করেছেন— সোহানুর রহমান অনন্ত

ফেসবুক ক্যাঁচাল : বেশ কিছুদিন ফেসবুক বন্ধ থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পক্ষে-বিপক্ষে নানা রকম গ্যাঞ্জামের কথা শোনা গেছে। আমাদের যার যার ঘরে থাকা প্রতিনিধিরা জানিয়েছেন। এখানে ফেসবুকের পক্ষে-বিপক্ষে দুই দলের গালিবর্ষণে এখন পর্যন্ত একজন অজ্ঞান এবং শতাধিক কানে কম শোনার খবর পাওয়া গেছে। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী এখন শান্ত থাকলেও মাঝে মাঝে হুঙ্কারের শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হচ্ছে।

কাসেমের প্রেমের অক্কা : বিপিএলে গার্লফ্রেন্ডসহ খেলা দেখতে এসে মজনু কাসেমের প্রেম অক্কা পায়। বিভিন্ন ছ্যাঁকা খাওয়া দল শোকবাণী দিয়েছে। জানা যায়, বিপিএলে লাইভ ক্যামেরা গ্যালারিতে ধরতে কাসেম এবং তার গার্লফ্রেন্ডের মুখ বিশ্ববাসী টিভিতে দেখতে পায় এবং তার একাধিক প্রেমিকার চোখেও তা ধরা পড়ে। পরবর্তীতে বিনা নোটিসে তার অন্য প্রেমিকারা তাকে বিশাল সাইজের ছ্যাঁকার সনদপত্র প্রদান করে অন্য ছেলের হাত ধরে ভেগে গেছে। ব্যাপক দুঃখের বিষয়।

বিয়ে হলো যানজটে : বিয়ে করতে গিয়ে শেষ পর্যন্ত যানজটেই বিয়ে করে বসলেন আমাদের এক ভাই-ব্রাদার। তিনি বিয়ে করার জন্য বাসা থেকে বের হলেও যানজটে পড়ে তার বিয়ের চৌদ্দটা বেজে যায়। পরবর্তীতে তার দুঃখে হৃদয়বান তরুণীরা মেরি মি কার্ড হাতে বাসের পাশে এসে দাঁড়ায় এবং লটারির মাধ্যমে একজনকে তার কনে হিসেবে নির্বাচিত করা হয়। যানজটে গায়ে হলুদ, বিয়ে, বৌভাত সম্পন্ন হয়।

ঠাণ্ডা পানিসহ তিন ছিনতাইকারী গ্রেফতার : শীতের আগমন উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাইকারীরা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। শীতের রাতে অভিযান চালিয়ে ঠাণ্ডা পানিসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়। তবে তাদের মূলহোতা ‘কোলড্রিংস মফিজ’ এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাকে খুব দ্রুতই বরফ দেওয়া পানিসহ ধরার আশা করছেন এলাকাবাসী।

পিয়াজের সঙ্গে সেলফি : সাহস করে পিয়াজের সঙ্গে সেলফি তুলে ভাগ্য বদলাল সেলফি মদনের। পিয়াজের দাম বেড়ে যাওয়ার পর কারও আর সাহস ছিল না পিয়াজের আশপাশে যাওয়ার। সেই অসাধ্য কাজটাই করেছে মদন। সে পিয়াজের সঙ্গে সেলফি তুলে বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। শেষ খবর অনুযায়ী আমার দেওয়া লাইক ছাড়াই সে আড়াই হাজার দুইশত সাড়ে নয়টা লাইক পেয়েছে। ভাবা যায়!
- See more at: http://www.bd-pratidin.com/rokomari-rommo/2016/01/04/118824#sthash.h2dLRKxe.dpuf

No comments:

Post a Comment