বই মেলা শ্যাষ!
সোহানুর রহমান অনন্ত
বইমেলার মাসে বিয়ে করলে এমনটা হতেই পারে!
১ম বন্ধু : দোস্ত, তুই হুট করে ফুটপাতে বইয়ের ব্যবসা শুরু করলি! তোদের না ফার্মের মুরগির ব্যবসা ছিল?
২য় বন্ধু : হ, এই মাসে বিয়ে করে বস্তায় বস্তায় বই উপহার পাইছি, তাই মুরগি বাদ দিয়া বইয়ের ব্যবসায় নাইমা পড়ছি।
শেষ সময়ে এমন বিরল ঘটনা ঘটতেই পারে!
ক্রেতা : কী ব্যাপার ভাই, লেখক অটোগ্রাফ না দিয়া কাতলা মাছের মতো চিৎ হয়ে পড়লো ক্যান?
প্রকাশক : পুরো বইমেলায় ওনার আত্মীয় ছাড়া আর কেউ বই কিনে নাই, আপনি প্রথম আম আদমি, উনার বই কিনলেন। এই খুশিতে বেচারা সেন্সলেস হয়ে গেছে!
এমন প্রশ্ন আসতেই পারে!
১ম ব্যক্তি : মেলা তো শেষ হয়ে গেল, তা এইবার বইমেলায় আপনার কি কোনো বই ছিল?
২য় ব্যক্তি : বইমেলায় আমার বই না থাকলেও বউ ছিল, মানে আমার বউ স্টলে সেলস গার্ল হিসেবে ছিল আর কি!
সোহানুর রহমান অনন্ত
বইমেলার মাসে বিয়ে করলে এমনটা হতেই পারে!
১ম বন্ধু : দোস্ত, তুই হুট করে ফুটপাতে বইয়ের ব্যবসা শুরু করলি! তোদের না ফার্মের মুরগির ব্যবসা ছিল?
২য় বন্ধু : হ, এই মাসে বিয়ে করে বস্তায় বস্তায় বই উপহার পাইছি, তাই মুরগি বাদ দিয়া বইয়ের ব্যবসায় নাইমা পড়ছি।
শেষ সময়ে এমন বিরল ঘটনা ঘটতেই পারে!
ক্রেতা : কী ব্যাপার ভাই, লেখক অটোগ্রাফ না দিয়া কাতলা মাছের মতো চিৎ হয়ে পড়লো ক্যান?
প্রকাশক : পুরো বইমেলায় ওনার আত্মীয় ছাড়া আর কেউ বই কিনে নাই, আপনি প্রথম আম আদমি, উনার বই কিনলেন। এই খুশিতে বেচারা সেন্সলেস হয়ে গেছে!
এমন প্রশ্ন আসতেই পারে!
১ম ব্যক্তি : মেলা তো শেষ হয়ে গেল, তা এইবার বইমেলায় আপনার কি কোনো বই ছিল?
২য় ব্যক্তি : বইমেলায় আমার বই না থাকলেও বউ ছিল, মানে আমার বউ স্টলে সেলস গার্ল হিসেবে ছিল আর কি!
No comments:
Post a Comment