join facebook page

Wednesday, 2 March 2016

আজকের নয়াদিগন্তের থেরাপিতে

যেভাবে ক্রেতা বাড়াবেন

বইমেলা প্রায় শেষের দিকে, আপনি হয়তো এখনো চিন্তা করছেন কিভাবে স্টলে আদমিদের ভিড় বাড়াবেন, আপনার চিন্তা এবার আমাকে করতে দিন এবং জাস্ট টিপস্গুলো ফলো করুন, পাবলিকের সাইকোন শুরু হয়ে যাবে, সাথে আছে সোহানুর রহমান অনন্ত

খাওয়ানোর ব্যবস্থা করুন
মেলায় এমনিতেই খাওয়ার ব্যবস্থা তেমন একটা ভালো না। ব্যস দোকানের সামনে লিখে দিন একটা বই কিনলে এক বোতল ঠাণ্ডা পানি ফ্রি, সাথে হালকা-পাতলা বুটমুড়ির ব্যবস্থা তো আছেই। ব্যস বাঙালি আবার ফ্রি জিনিসের প্রতি অতি দুর্বল। দেখবেন আপনার স্টলে দল দলে পাবলিক আসতে শুরু করেছে। এমনটা করতে পারলে স্টলে ভিড় ভাড়বে বলে শতভাগ বিশ্বাস করি।

নিজস্ব ফটোগ্রাফার রাখুন
মেলায় গিয়ে অনেকেই লেখকের সাথে ছবি তুলতে পারেন না বলে আফসুস করেন। যদিও মোবাইলে তোলেন সেটা ভোটার আইডির ছবির চেয়েও খারাপ আসে। সুতরাং আপনার স্টলে যদি প্রফেশনাল একজন ফটোগ্রাফার থাকে এবং আম আদমিকে লেখকের সাথে কিন ছবি তুলে ফ্রি ডেলিভারি দেয়, তাহলে অবশ্যই আপনার স্টলে ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড় হতে বাধ্য।

এক্সকুসিভ চাপা মারুন
কোনো লেখক বই কিনতে এলেই গুজব রটিয়ে দিন ওমুক বইয়ের ফাস্ট এডিশন শেষ। বইটা বাজারে ব্যাপক হিট, এই বইটা না কিনলে লাইফে চরম মিস করবেন। ব্যস এমন চাপা মারতে পারলে, আপনার স্টলে পাবলিক আসবেই। কারণ বাঙালি চাপাকে ব্যাপক লাইক করে।

বই বহনকারী সার্ভিস
যেহেতু মেলায় এসে অনেকেই বই টানার ভয়ে কম বই কেনে। কিংবা কিনলেও এক স্টল থেকে কিনে কুইকলি কেটে পড়ে। তাই আপনি যদি বই কেনার সাথে মেলায় বইয়ের ব্যাগ টানার জন্য লোক সাথে দেন তাহলে পাবলিক স্টলের প্রতি আকর্ষিত বেশি হবে। কেননা খামোখা বইয়ের ব্যাগ না টেনে আপনার এখান থেকে বই কিনে পাবলিক দিয়ে টানাবে।

কিস্তিসে বিক্রির ব্যবস্থা
বেশির ভাগ জিনিস এখন কিস্তিতে পাওয়া গেলেও বইয়ের জন্য কিস্তির ব্যবস্থা এখনো চালু হয়নি। তাই আপনি যদি কিস্তিতে মূল্য পরিশোধ করার ব্যবস্থা করেন তাহলে যারা বেশি বই টাকার অভাবে কিনতে পারে না। তারাও কেনার সুযোগ পাবে। মানে আপনার স্টলে আমজনতার উপস্থিতি বাম্পার হবে বলে মনে কি।

লাইক টোপ দিন
বতমান ফেসবুকের যুগে সবাই লাইকের পেছনে দৌড়ায়। তাই আপনি বড় করে ঘোষণা দিন, আপনার স্টল থেকে বই কিনলে ফ্রি হিসেবে একশো লাইক দেয়া হবে।
এভাবে যত কিনবে তত লাইক। এমনটা করতে পারলে যে আপনার স্টল লাইকম্যানদের উপস্থিতিতে ভরে যাবে সেটা হলফ করে বলতে পারি।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/96550#sthash.gB6QxkzZ.dpuf

No comments:

Post a Comment