join facebook page

Wednesday, 2 March 2016


আজ ১৫-২-২০১৬ দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর রকমারি রম্য-তে.....পড়ার পর হাসি না আসলেও কান্না যে আসবে না এই ব্যপারে গ্যারান্টি দিতে পারি.....

যে বইগুলো প্রকাশ হলে হিট করবেই
লেখকরা বই বের করার সময় অনেক টেনশনে থাকে বইটি পাবলিক কীভাবে নেবে, চলবে কি না ইত্যাদি। আপনার টেনশন বাড়াতে সরি কমাতে কিছু অপ্রকাশিত বইয়ের টিপস। যেগুলো হিট করবেই। অবশ্য হিট না করলেও কিছু করার নেই। লিখেছেন— সোহানুর রহমান অনন্ত



বিউটিক্যাম যুক্ত ছবি চেনার টিপস : বর্তমানে বিউটিক্যাম মানে ব্যাচেলরদের অন্যতম সমস্যা। কারণ মেয়েদের ছবি আর বাস্তব মুখের মাঝে এতটাই পার্থক্য থাকে যে, হুট করে ছবির মেয়েটিকে বাস্তবে দেখলে ক্ষেত্র বিশেষে ভূত ভেবে জ্ঞান হারাতে পারেন। তাই লেখকগণ বাস্তব অভিজ্ঞতা থেকে বিউটিক্যাম যুক্ত ছবি চেনার উপায় নামে যদি কোনো বই বের করে। তাহলে ব্যাচেলরদের একদিকে যেমন উপকার হবে অন্যদিকে এটাই যে মেলায় হিট করবে তাতে কোনো সন্দেহ নেই।



যানজটে বসে ঘুমাবেন যেভাবে : প্রিয় যানজট। দেশে যানজট জোয়ার যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে হয়তো অদূরেই দেখা যাবে বাসের মধ্যে ফ্ল্যাট ভাড়ার ব্যবস্থা করা হচ্ছে। আসল ব্যাপারটা হলো, আপনি যানজটে বসে কী করবেন। নিশ্চয় ঘুমাবেন? কীভাবে ঘুমাবেন, ঘুম না এলে কী করবেন? সেখানে তো আর ভেড়ার ছবি নেই যে সেটা গুনে ঘুমাবেন। লেখক যদি পাবলিকের কান গুনে ঘুমানোর বুদ্ধি দেয় তাহলে তো কোনো কথাই নাই। অতএব যানজটে আপনি আরামদায়ক ঘুম দিতে এই বইটি পড়ার বিকল্প নাই। সুতরাং বইটি ভালোই বিক্রি হবে।



ফেসবুকে নিরবচ্ছিন্ন লাইক পাওয়ার টিপস : বর্তমান সময়ে ফেসুবক মানেই— ‘একটা লাইক মারো আমার জন্য’ এই টাইপের কথাবার্তা। দিন দিন সবকিছু আপডেট হচ্ছে। লাইক কীভাবে পেতে হবে, কীভাবে চাইতে হবে, সুন্দরী মেয়ে লাইক মারলে তাত্ক্ষণিক ট্যারা চোখ কীভাবে সোজা করবেন ইত্যাদি। এই বিষয়গুলো লেখা থাকবে বইটিতে। সুতরাং লাইক কীভাবে পাওয়া যায় সেটা জানার জন্য এই বইটি অনেকেই কিনবে।



বেস্ট সেলার : যেহেতু বই বিক্রি নিয়ে আপনাকে ব্যাপক টেনশনে থাকতে হয়। এমন কি বন্ধুমহলেও চাপা মারতে গেলে ভয় ভয় লাগে। তাই বুদ্ধি করে নিজের বইয়ের নামটাই রেখে দিন বেস্ট সেলার। ব্যস, এবার বিক্রি হোক বা না হোক। মেলায় আপনার বই যে বেস্ট সেলার সেটা আপনার বন্ধুমহল থেকে শুরু করে সবাই মানতে বাধ্য।



সিরিয়ালপ্রেমী বউকে বসে আনার পদ্ধতি : বউয়ের ভয়ে বাসায় হয়তো আপনাকে চুপচাপ বসে থাকতে হয়। কারণ কথা বললেই রিমোটের বাড়ি খেয়ে মাথায় বড় সাইজের আলু হয়ে যাবে। কিন্তু চুপ থাকার দিন শেষ। সিরিয়ালপ্রেমী বউকে কীভাবে বসে আনবেন। বউকে কীভাবে শপিংয়ের টাকা ঘুষ হিসেবে দেবেন। সিরিয়াল সম্পর্কে কীভাবে গুজব রটাবেন। এমন অনেক সমাধান বিষয়ক বই এটি। এটি পড়লেই সিরিয়ালপ্রেমী বউকে বশে আনা সম্ভব হবে। এমন একটা বই যদি মেলায় আসে তাহলে ব্যাপক বিক্রি না হয়ে পারে?
- See more at: http://www.bd-pratidin.com/rokomari-rommo/2016/02/15/127178#sthash.nfeVC0gf.dpuf

No comments:

Post a Comment