আজকের কালের কণ্ঠের ঘোড়ার ডিম-এ
খুশিতে অজ্ঞান
আইডিয়া : সোহানুর রহমান অনন্ত আঁকা : মাসুম
প্রথমজন : ভাই, উনি এমন চিৎ হয়ে পড়ে আছেন কেন? বউ কি বেশি কেনাকাটা করেছে?
দ্বিতীয়জন : আরে না! মেলার জিনিসের দাম শুনে বউ নাকি কইছে, এই বছর কিছুই কিনব না। এই খুশিতেই তিনি অজ্ঞান হয়ে পড়েছেন।
প্রথমজন : আপনি প্রতিদিনই মেলায় আসেন, কিন্তু কিছুই তো কিনতে দেখি না!
দ্বিতীয়জন : ঘটনা হইল, আমি একজন কাগজ বিক্রেতা, মেলার লিফলেট সংগ্রহ করে কেজি দরে বিক্রি করি।
- See more at: http:// www.kalerkantho.com/ feature/ghorar-dim/2016/01/ 19/ 314854#sthash.NeiLcZyZ.dpuf
খুশিতে অজ্ঞান
আইডিয়া : সোহানুর রহমান অনন্ত আঁকা : মাসুম
প্রথমজন : ভাই, উনি এমন চিৎ হয়ে পড়ে আছেন কেন? বউ কি বেশি কেনাকাটা করেছে?
দ্বিতীয়জন : আরে না! মেলার জিনিসের দাম শুনে বউ নাকি কইছে, এই বছর কিছুই কিনব না। এই খুশিতেই তিনি অজ্ঞান হয়ে পড়েছেন।
প্রথমজন : আপনি প্রতিদিনই মেলায় আসেন, কিন্তু কিছুই তো কিনতে দেখি না!
দ্বিতীয়জন : ঘটনা হইল, আমি একজন কাগজ বিক্রেতা, মেলার লিফলেট সংগ্রহ করে কেজি দরে বিক্রি করি।
- See more at: http://
No comments:
Post a Comment