join facebook page

Wednesday, 2 March 2016

গ্যাস নাই, যা করবেন?
রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে। আপনি এখন কী করবেন? সেটা নিয়েই গবেষণা করেছেন সোহানুর রহমান অনন্ত

সঅজুহাত দেখান :গ্যাসের অজুহাত দেখিয়ে অফিস থেকে ছুটি কাটান। কীভাবে? বলছি, বসকে বলুন গ্যাসের অভাবে খাওয়া-দাওয়া বন্ধ। শরীর একেবারে শুঁটকি হয়ে গেছে, অফিসে আসার শক্তি নাই। ক্ষুধায় মাথা কেমন ভনভন করে। যে কোনো মুহূর্তে চিৎ হয়ে পড়তে পারি। এখন আপনিই বলেন এই অবস্থায় কি অফিসে আসা ঠিক?
সঅতিথি হয়ে যান : যেহেতু শীতকাল চলছে, তাই একটা ফুলকপি নিয়ে শ্বশুরবাড়ি চলে যান। যদি শ্বশুরবাড়ি গ্রামে হয় তাহলে তো কথাই নাই। গ্যাসের কোনো টেনশন নাই। আর ঢাকায় হলেও চিন্তার কারণ নাই। কারণ জামাইকে ভালো-মন্দ খাওয়ানোর জন্য ঠিকই শ্বশুরমশাই একটা ব্যবস্থা করবেন।
সলক্ষ রাখুন : শীতকালের কল্যাণে রাস্তার পাশে অনেকেই উত্তাপ নিতে আগুন জ্বালায়। চোখ-কান খোলা রাখুন। কোথাও আগুন জ্বলতে দেখলেই সেখান থেকে রান্নার কাজটা সেরে ফেলতে পারেন। গ্যাস নিয়ে কোনো টেনশন নাই।
সবিকল্প কিছু করুন : চায়নায় এক ধরনের চাল বের হয়েছে, যেটা পানিতে ভিজালেই ভাত হয়ে যায়। সুতরাং সেই চালটা কিনতে পারলে গ্যাস নিয়ে অন্তত আপনাকে মাথা খারাপ করতে হবে না।
সফলমূল খেয়ে বাঁচুন : আগের যুগের মানুষ ফলমূল খেয়ে বাঁচত। তাই আপনিও চাইলে ফলমূল খেয়ে বাঁচতে পারেন। এ ক্ষেত্রে গ্যাস দিয়ে রান্না করতে হবে না। আর বাড়তি টেনশন করে চুলও সাদা করতে হবে না।
সএই সুযোগে ডায়েট কন্টোল করুন : যেহেতু গ্যাস নেই, রান্নাও নেই_ এই সুযোগে ডায়েট কন্টোল করুন। আর চিকনরা আরও চিকন হন। অন্তত স্বাস্থ্যই সকল সুখের মূল_ এটা ভুলে চিকনই সকল সুখের মূল এটা ভাবতে শুরু করুন।

No comments:

Post a Comment