শীতের অভিজ্ঞতা
সোহানুর রহমান অনন্ত
তেল শুধু অন্যকে নয় বরং শীতকালে নিজের গায়েও দিতে হয়
দোকানদার : ভাই, এক নম্বর সরিষার তেল। গায়ে মাখা মাত্র শীত ভয়ে পালাইব।
ক্রেতা : শীত পালাইব কি, তেলের দাম শুইনা অলরেডি আমার শীত নিহত হইয়া গেছে।
শীতকালে ছিনতাইকারীর কবলে পড়া মানেই...
সাংবাদিক : ভাই আপনি দেখি পুরাই হটম্যান! এই শীতের মধ্যেও খালি গায়ে দৌড়াচ্ছেন?
পথচারি: দূর মিয়া, কিয়ের হটম্যান, ছিনতাইকারী একলা পাইয়া সব খুইলা রাইখা দিছে, তাই ইজ্জত সুইসাইড করার আগে দৌড়াইতাছি।
শীতকালে হাত-পাও সেন্সলেস হয়
প্রথম বন্ধু : কী রে, তোর হাত গলার সঙ্গে এমন বেঁধে রেখেছিস কেন, নিশ্চয় পিকেটিং করতে গিয়া ধরা খাইছস?
দ্বিতীয় বন্ধু : আর বলিস না বন্ধু, ঠাণ্ডায় মনে হয় আমার হাত সেন্সলেস হয়ে গেছে।
অলসদের শীত মানেই মৃগীরোগ জেগে ওঠার লক্ষণ
প্রথম বন্ধু : গোসল করতে গেলে পানি দেখলেই আমার মৃগীরোগ উঠে যায়, উপায় থাকলে কইয়া ফালা।
দ্বিতীয় বন্ধু : তুই আসলেই একটা বেকুব, কম্বল গায়ে দিয়ে গোসল কর, তাইলে আর শীত লাগব না।
গা গরম করতে বা শীতকে জয় করতে নাচতে পারেন
সাংবাদিক : ভাই আপনি এমন কাঁপতাছেন কেন? আপনার মনে হয় অনেক শীত লাগতেছে।
পাবলিক : দূর মিয়া, আপনার চোখে কি গুলমরিচ পড়ছে নাকি? কাঁপতাছি কই, আমি তো গাংনামা স্টাইলে নাচের প্রাকটিস করতাছি।
বিয়া করার সিজন মানেই শীতকাল
প্রথম বন্ধু :দোস্ত শীতকালে এত বিয়ার ধুম পড়ে কেন? ব্যাখ্যা থাকলে কইয়া ফালা।
দ্বিতীয় বন্ধু : আমার তো মনে হয় শ্বশুরবাড়ি থেকে অতিরিক্ত লেপ-কম্বল পাওয়ার আশায় শীতকালে এত বিয়ার ধুম পড়ে
সোহানুর রহমান অনন্ত
তেল শুধু অন্যকে নয় বরং শীতকালে নিজের গায়েও দিতে হয়
দোকানদার : ভাই, এক নম্বর সরিষার তেল। গায়ে মাখা মাত্র শীত ভয়ে পালাইব।
ক্রেতা : শীত পালাইব কি, তেলের দাম শুইনা অলরেডি আমার শীত নিহত হইয়া গেছে।
শীতকালে ছিনতাইকারীর কবলে পড়া মানেই...
সাংবাদিক : ভাই আপনি দেখি পুরাই হটম্যান! এই শীতের মধ্যেও খালি গায়ে দৌড়াচ্ছেন?
পথচারি: দূর মিয়া, কিয়ের হটম্যান, ছিনতাইকারী একলা পাইয়া সব খুইলা রাইখা দিছে, তাই ইজ্জত সুইসাইড করার আগে দৌড়াইতাছি।
শীতকালে হাত-পাও সেন্সলেস হয়
প্রথম বন্ধু : কী রে, তোর হাত গলার সঙ্গে এমন বেঁধে রেখেছিস কেন, নিশ্চয় পিকেটিং করতে গিয়া ধরা খাইছস?
দ্বিতীয় বন্ধু : আর বলিস না বন্ধু, ঠাণ্ডায় মনে হয় আমার হাত সেন্সলেস হয়ে গেছে।
অলসদের শীত মানেই মৃগীরোগ জেগে ওঠার লক্ষণ
প্রথম বন্ধু : গোসল করতে গেলে পানি দেখলেই আমার মৃগীরোগ উঠে যায়, উপায় থাকলে কইয়া ফালা।
দ্বিতীয় বন্ধু : তুই আসলেই একটা বেকুব, কম্বল গায়ে দিয়ে গোসল কর, তাইলে আর শীত লাগব না।
গা গরম করতে বা শীতকে জয় করতে নাচতে পারেন
সাংবাদিক : ভাই আপনি এমন কাঁপতাছেন কেন? আপনার মনে হয় অনেক শীত লাগতেছে।
পাবলিক : দূর মিয়া, আপনার চোখে কি গুলমরিচ পড়ছে নাকি? কাঁপতাছি কই, আমি তো গাংনামা স্টাইলে নাচের প্রাকটিস করতাছি।
বিয়া করার সিজন মানেই শীতকাল
প্রথম বন্ধু :দোস্ত শীতকালে এত বিয়ার ধুম পড়ে কেন? ব্যাখ্যা থাকলে কইয়া ফালা।
দ্বিতীয় বন্ধু : আমার তো মনে হয় শ্বশুরবাড়ি থেকে অতিরিক্ত লেপ-কম্বল পাওয়ার আশায় শীতকালে এত বিয়ার ধুম পড়ে
No comments:
Post a Comment