জনগণের বন্ধু!
সম্প্রীতি একজন মন্ত্রী মহোদয় বলেছেন পুলিশ জনগণের বন্ধু হতে সক্ষম হয়েছে! পুলিশ এবং জনগণের বন্ধুত্বের কিছু বিশেষ কাল্পনিক দিক নিয়ে হাজির হয়েছেন অনন্ত আকাশ (ছদ্দনাম)
বন্ধু যখন শত্রু
১ম পুলিশ : স্যার, ওই হালায় মনে হয় জন্মের কৃপণ! প্যান্টে কোনো পকেটই নাই, ইয়াবা কই রাখুম?
২য় পুলিশ : আরে বেকুব, দুইটা বাঁশডলা দিয়া মুখের মইধ্যে ঢুকাইয়া দে, বাকিটা থানায় নিয়া ব্যবস্থা করতাছি, বন্ধু হিসেবে একটা দায়িত্ব আছে না?
সবার বন্ধু
প্রেমিকা : কও কী! আমার বাপ আবার কবে থেইক্কা তোমার বন্ধু হইল? মাথাটা তো দেখছি পুরাই ঝিরঝিরা হয়ে গেছে!
প্রেমিক : হেইডা আমি কেমতে কমু। মন্ত্রীরে গিয়া জিগাও তোমার পুলিশ বাপ আমার কোন কালের বন্ধু আছিল!
এমন তো হতেই পারে
পাবলিক : স্যার, বন্ধু হইয়া বন্ধুরে সন্ত্রাসী বলে গ্রেফতার করতাছেন, আমি তো কিছুক্ষণ আগেই আপনার মোবাইলে মানি ট্রান্সফার করলাম।
পুলিশ : তাই নাকি, আমি তো তোমারে সন্ত্রাসী না সন্ন্যাসী বলতে চাইছিলাম, এত বড় চুল দেইখা কিঞ্চিৎ মিসটেক খাইছি! তুমি তো দেখতাছি পবিত্র পাবলিক।
মাইর চলছে চলবে
রাজনৈতিককর্মী : আমগোরে এমন কিলাইতাছেন কেন? সাবেক বিরোধী দলের কর্মী হলেও তো আমরা জনগণ এবং সে সূত্রে আপনাগো বন্ধু।
পুলিশ : এই জন্যই তো পিটাইতাছি! কয়েক বছর আগে এক বন্ধু আমার বউ নিয়া ভাইগা গেছে, সেই থেইক্কা বন্ধু নামটা শুনলেই...!
সবাই তো বন্ধু
স্ত্রী : তুমি নাকি পাশের বাড়ির ভাবিরে প্রত্যেক দিন বাইকে করে অফিস নিয়ে যাও, এইডা কি সত্যি কইতরের বাপ?
পুলিশ স্বামী : বেকুব মহিলা, শোনো নাই আমরা হইলাম জনগণের বন্ধু! বিরাট দায়িত্ব আমাদের, জনগণের সেবা করাই তো আমাদের কাজ!
সম্প্রীতি একজন মন্ত্রী মহোদয় বলেছেন পুলিশ জনগণের বন্ধু হতে সক্ষম হয়েছে! পুলিশ এবং জনগণের বন্ধুত্বের কিছু বিশেষ কাল্পনিক দিক নিয়ে হাজির হয়েছেন অনন্ত আকাশ (ছদ্দনাম)
বন্ধু যখন শত্রু
১ম পুলিশ : স্যার, ওই হালায় মনে হয় জন্মের কৃপণ! প্যান্টে কোনো পকেটই নাই, ইয়াবা কই রাখুম?
২য় পুলিশ : আরে বেকুব, দুইটা বাঁশডলা দিয়া মুখের মইধ্যে ঢুকাইয়া দে, বাকিটা থানায় নিয়া ব্যবস্থা করতাছি, বন্ধু হিসেবে একটা দায়িত্ব আছে না?
সবার বন্ধু
প্রেমিকা : কও কী! আমার বাপ আবার কবে থেইক্কা তোমার বন্ধু হইল? মাথাটা তো দেখছি পুরাই ঝিরঝিরা হয়ে গেছে!
প্রেমিক : হেইডা আমি কেমতে কমু। মন্ত্রীরে গিয়া জিগাও তোমার পুলিশ বাপ আমার কোন কালের বন্ধু আছিল!
এমন তো হতেই পারে
পাবলিক : স্যার, বন্ধু হইয়া বন্ধুরে সন্ত্রাসী বলে গ্রেফতার করতাছেন, আমি তো কিছুক্ষণ আগেই আপনার মোবাইলে মানি ট্রান্সফার করলাম।
পুলিশ : তাই নাকি, আমি তো তোমারে সন্ত্রাসী না সন্ন্যাসী বলতে চাইছিলাম, এত বড় চুল দেইখা কিঞ্চিৎ মিসটেক খাইছি! তুমি তো দেখতাছি পবিত্র পাবলিক।
মাইর চলছে চলবে
রাজনৈতিককর্মী : আমগোরে এমন কিলাইতাছেন কেন? সাবেক বিরোধী দলের কর্মী হলেও তো আমরা জনগণ এবং সে সূত্রে আপনাগো বন্ধু।
পুলিশ : এই জন্যই তো পিটাইতাছি! কয়েক বছর আগে এক বন্ধু আমার বউ নিয়া ভাইগা গেছে, সেই থেইক্কা বন্ধু নামটা শুনলেই...!
সবাই তো বন্ধু
স্ত্রী : তুমি নাকি পাশের বাড়ির ভাবিরে প্রত্যেক দিন বাইকে করে অফিস নিয়ে যাও, এইডা কি সত্যি কইতরের বাপ?
পুলিশ স্বামী : বেকুব মহিলা, শোনো নাই আমরা হইলাম জনগণের বন্ধু! বিরাট দায়িত্ব আমাদের, জনগণের সেবা করাই তো আমাদের কাজ!
No comments:
Post a Comment