join facebook page

Wednesday, 2 March 2016

ব্যাচেলরদের মনের কথা
সোহানুর রহমান অনন্ত
ভাড়া নেওয়ার সময় যা ভাবে : বাড়িতে গ্যাস, পানি থাকুক আর না থাকুক বাড়িওয়ালার একটা সুন্দরী মেয়ে থাকলেই চলবে। যদি না থাকে তাহলে বাড়িওয়ালা ভাড়া দিতে চাইলেও ভাড়া নেব না। সুন্দরী মেয়ে থাকাটা সময়ের দাবি।
ঘর ভাড়া দিতে গেলে যা ভাবে : মাসের শেষে ঘর ভাড়া দিতে গেলে ব্যাচেলররা মনে মনে ভাবে, ভাড়া দেওয়ার জন্য একটা নির্ধারিত সময় ঠিক করে নিতে হবে। দরজার আড়াল থেকে টেরা চোখে দেখতে হবে কখন বাড়িওয়ালা নিচে হাঁটতে যায়। ব্যস, এই সুযোগে ওপরে গিয়ে দরজা নক করলেই সুন্দরী মেয়েটাই খুলবে। আর ভদ্রতার খাতিরে চা খাওয়ার অফার তো দেবেই।
রাত হলে যা ভাবে : রাতে মশারি টানাতে গিয়ে বারবার চিন্তা করবে বিয়েটা সামনের মাসেই করে ফেলব। এমন ডেঙ্গু মশা মার্কা জীবন আর ভালো লাগে না। বিয়ে করে ব্যাচেলর স্ট্যাটাস পাল্টাতেই হবে।
প্রেম করার আগে যা ভাবে : দূর! প্রেম কি মানুষ করে! অহেতুক সময় নষ্ট, টাকা নষ্ট। কিন্তু বন্ধুরা যখন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে তখন কলিজাটা এমন ছলাৎ ছলাৎ করে কেন। নাহ্ প্রেম একটা করতেই হবে।
প্রেম হয়ে গেলে যা ভাবে : আমারে কোন ভূতে কিলাইছিল, প্রেম যে কেন করলাম! গতকালই সেলারিটা পেয়েছি, আজই চাইনিজ, শপিংয়ে গিয়ে ফুতুর। নাকের কসম আর জীবনে প্রেম করুম না।
বন্ধুর কাছ থেকে টাকা নেওয়ার আগে যা ভাবে : ধার তো মানুষই নেয়, নিমু আবার দিয়া দিমু কোনো ব্যাপার না। তা ছাড়া বন্ধুদের কাছ থেকে তো হেল্প আশা করতেই পারি। এইটা তো আমার নাগরিক অধিকার।
টাকা পেয়ে গেলে যা ভাবে : দূর হালায়! টেকা দেওয়ার সময় কেমন প্যানপ্যান করেছে। এই টাকা তিন বছর ঘুরিয়ে তারপর দিমু। বন্ধু হইয়া আমার লগে ফাইজলামি। এইবার দেখামু কত চাউলে কত ভাত!
ছবিতে সুন্দরী মেয়ে কমেন্ট দিলে : খাইছে! মেয়েটা এত যত্ন করে কমেন্ট দিল। একটু নক করে দেখি, যদি লাইগা যায়। বন্ধুদের তো বলতে পারব, সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম হইছে।
বল্গক খেলে যা ভাবে : দূর! এইটা মনে হয় ফেইক আইডি। আজাইরা কথা নাই বার্তা নাই বল্গক মেরে দিল। আমার স্ট্যাটাস বুঝল না, পুরাই লুল হয়ে গেলাম।

No comments:

Post a Comment