আজ ২৫-১-২০১৬ দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর রকমারি রম্যতে
শীতে বিয়ের টিপস
চলছে শীত প্রযোজনায় বিয়ের সিজন। ফেসবুকে প্রতিদিনই বিয়ের ছবি আর খবরে মন ভাঙছে ব্যাচলরদের। তাই বিয়েতে আগ্রহ বাড়ছে তাদের। শুধুমাত্র ব্যাচলরদের জন্যই এই টিপস দিয়েছেন— সোহানুর রহমান অনন্ত
আইডি কার্ড পদ্ধতি : এই পদ্ধতির সঙ্গে বিয়ের সম্পর্ক কি? খুবই সাধারণ। কারণ বিয়ের সময় এখন বউরা এখন কড়া মেকআপ নেয়, তাকে আপনি তো দূরের কথা, বরও চিনতে পারে না। এ কারণে অন্য মেয়ের হাত ধরে পড়তে হয় বিপদে। তাই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে বউয়ের ছবিযুক্ত আইডি কার্ড তার গলায় পরিয়ে দিন। যেন কার্ড দেখে শনাক্ত করতে পারেন।
অ্যান্ড্রয়েড অ্যাপস পদ্ধতি : যেহেতু ঘটক পাত্রের পক্ষেই বেশি কথা বলে। সে এটা সেটা, হেনতেন। তাই প্রথমে এই একটি গুরুত্বপূর্ণ অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। তারপর ঘটক কথা বলার সময় তার দিকে মোবাইলের ক্যামেরা ধরে অ্যাপস চালু করুন। ব্যস, মিথ্যা বললেই বেটার দফা শেষ। ঘটকদের জারিজুরি ফাঁস করবে এই অ্যাপসটি।
নৃত্য পদ্ধতি : এই পদ্ধতিতে আপনাকে নাচ শিখতে হবে। যেহেতু বিয়ের সিজন চলছে আর আপনি যদি নাচ জেনে থাকেন তাহলে দ্বিগুণ লাভ। এক, এই শীতে নাচার কারণে আপনার শরীর গরম হবে। দুই, কিছু পয়সা কড়িও কামাতে পারবেন।
ফ্রি খাওয়া পদ্ধতি : যেহেতু আপনি বিয়ের কথা শুনলেই ফ্রি খেতে চলে যান সেহেতু আপনাকে এবার একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। কারণ একই কমিউনিটি সেন্টারে বার বার খেতে গেলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তাই ‘মাঙ্কি ক্যাপ’ পরে খেতে যান। শীতের কারণে কেউ আর আপনাকে জিজ্ঞেস করবে না এটা কেন পড়েছেন। ডু ফুর্তি। চামে খেয়ে আসুন।
সুপার গ্লু পদ্ধতি : যেহেতু শালা-শালিকারা পাত্রের জুতা, টুপি গায়েব করে ফেলে। তাই সুপার গ্লু দিয়ে জুতা আটকে রাখতে হবে যেন কেউ নিতে না পারে। সেই সঙ্গে পাত্রের যদি আলদা চুল মাথায় থাকে তাহলে মাথায়ও সুপার গ্লু লাগাতে হতে পারে।
- See more at: http:// www.bd-pratidin.com/ rokomari-rommo/2016/01/25/ 123041#sthash.SxyXZbtd.dpuf
শীতে বিয়ের টিপস
চলছে শীত প্রযোজনায় বিয়ের সিজন। ফেসবুকে প্রতিদিনই বিয়ের ছবি আর খবরে মন ভাঙছে ব্যাচলরদের। তাই বিয়েতে আগ্রহ বাড়ছে তাদের। শুধুমাত্র ব্যাচলরদের জন্যই এই টিপস দিয়েছেন— সোহানুর রহমান অনন্ত
আইডি কার্ড পদ্ধতি : এই পদ্ধতির সঙ্গে বিয়ের সম্পর্ক কি? খুবই সাধারণ। কারণ বিয়ের সময় এখন বউরা এখন কড়া মেকআপ নেয়, তাকে আপনি তো দূরের কথা, বরও চিনতে পারে না। এ কারণে অন্য মেয়ের হাত ধরে পড়তে হয় বিপদে। তাই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে বউয়ের ছবিযুক্ত আইডি কার্ড তার গলায় পরিয়ে দিন। যেন কার্ড দেখে শনাক্ত করতে পারেন।
অ্যান্ড্রয়েড অ্যাপস পদ্ধতি : যেহেতু ঘটক পাত্রের পক্ষেই বেশি কথা বলে। সে এটা সেটা, হেনতেন। তাই প্রথমে এই একটি গুরুত্বপূর্ণ অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। তারপর ঘটক কথা বলার সময় তার দিকে মোবাইলের ক্যামেরা ধরে অ্যাপস চালু করুন। ব্যস, মিথ্যা বললেই বেটার দফা শেষ। ঘটকদের জারিজুরি ফাঁস করবে এই অ্যাপসটি।
নৃত্য পদ্ধতি : এই পদ্ধতিতে আপনাকে নাচ শিখতে হবে। যেহেতু বিয়ের সিজন চলছে আর আপনি যদি নাচ জেনে থাকেন তাহলে দ্বিগুণ লাভ। এক, এই শীতে নাচার কারণে আপনার শরীর গরম হবে। দুই, কিছু পয়সা কড়িও কামাতে পারবেন।
ফ্রি খাওয়া পদ্ধতি : যেহেতু আপনি বিয়ের কথা শুনলেই ফ্রি খেতে চলে যান সেহেতু আপনাকে এবার একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। কারণ একই কমিউনিটি সেন্টারে বার বার খেতে গেলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তাই ‘মাঙ্কি ক্যাপ’ পরে খেতে যান। শীতের কারণে কেউ আর আপনাকে জিজ্ঞেস করবে না এটা কেন পড়েছেন। ডু ফুর্তি। চামে খেয়ে আসুন।
সুপার গ্লু পদ্ধতি : যেহেতু শালা-শালিকারা পাত্রের জুতা, টুপি গায়েব করে ফেলে। তাই সুপার গ্লু দিয়ে জুতা আটকে রাখতে হবে যেন কেউ নিতে না পারে। সেই সঙ্গে পাত্রের যদি আলদা চুল মাথায় থাকে তাহলে মাথায়ও সুপার গ্লু লাগাতে হতে পারে।
- See more at: http://
No comments:
Post a Comment