16-06-2014 daily bangladesh potidine-ar rokomari romoo-ta world cup niya amar lakha
রাতে খেলা হওয়ায় যে সুবিধাগুলো হয়েছে
মাঝরাতে খেলা হওয়ায় যে কত বড় উপকার হয়েছে সেটাই আপনাকে জানাচ্ছেন_ সোহানুর রহমান অনন্ত
ডেটিং খরচ বাঁচাতে পারবেন
ভাবছেন এটা আবার কী বলছি, হ্যাঁ ঠিকই বলছি। বেশি বেশি করে রাত জেগে খেলা দেখুন এবং দিনের বেলা ননস্টপ ঘুমান। প্রেমিকা ফোন দিলে বলুন আপনি এখন মারাত্দক ঘুমে আক্রান্ত। ডেটিং তো দূরের কথা উঠে বাথরুমে যাওয়াও সম্ভব নয়। আর ডাক্তার বলেছেন আমার ঘুম ক্লিয়ার না হলে মাথা নাকি গরম হয়ে যাবে।
কোনো ঝামেলা নেই
দিনে খেলা পড়লে, নানা রকম ঝামেলায় পড়তে হতো। অফিস, ক্লাস নয়তো বাজার আর বউয়ের সঙ্গে পিচ্চিদের চিক্কুর তো আছেই। খেলা দেখে বিন্দুমাত্র শান্তি পেতেন না। মাঝরাতে খেলা হওয়া অন্তত এই ঝামেলাগুলো নেই।
বউয়ের টেনশন নেই
যেহেতু মাঝরাতে খেলা সেহেতু তখন বিশেষ কোনো সিরিয়াল নেই তাই বউ ঘুমাবে। আর বউ ঘুমানো মানেই রিমোটের মালিক আপনি। এবার চিন্তামুক্ত খেলা দেখতে পারবেন।
চোরের হাত থেকে রেহাই
বিশেষ করে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখনি চোর চুরির সুযোগ পায়। আর তাই রাত জেগে খেলা দেখলে চোরদের আর চুরি করার চান্স নেই। খেলাও দেখা হলো, চোরও পাহারা দেওয়া হলো।
রাতে খেলা হওয়ায় যে সুবিধাগুলো হয়েছে
মাঝরাতে খেলা হওয়ায় যে কত বড় উপকার হয়েছে সেটাই আপনাকে জানাচ্ছেন_ সোহানুর রহমান অনন্ত
ডেটিং খরচ বাঁচাতে পারবেন
ভাবছেন এটা আবার কী বলছি, হ্যাঁ ঠিকই বলছি। বেশি বেশি করে রাত জেগে খেলা দেখুন এবং দিনের বেলা ননস্টপ ঘুমান। প্রেমিকা ফোন দিলে বলুন আপনি এখন মারাত্দক ঘুমে আক্রান্ত। ডেটিং তো দূরের কথা উঠে বাথরুমে যাওয়াও সম্ভব নয়। আর ডাক্তার বলেছেন আমার ঘুম ক্লিয়ার না হলে মাথা নাকি গরম হয়ে যাবে।
কোনো ঝামেলা নেই
দিনে খেলা পড়লে, নানা রকম ঝামেলায় পড়তে হতো। অফিস, ক্লাস নয়তো বাজার আর বউয়ের সঙ্গে পিচ্চিদের চিক্কুর তো আছেই। খেলা দেখে বিন্দুমাত্র শান্তি পেতেন না। মাঝরাতে খেলা হওয়া অন্তত এই ঝামেলাগুলো নেই।
বউয়ের টেনশন নেই
যেহেতু মাঝরাতে খেলা সেহেতু তখন বিশেষ কোনো সিরিয়াল নেই তাই বউ ঘুমাবে। আর বউ ঘুমানো মানেই রিমোটের মালিক আপনি। এবার চিন্তামুক্ত খেলা দেখতে পারবেন।
চোরের হাত থেকে রেহাই
বিশেষ করে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখনি চোর চুরির সুযোগ পায়। আর তাই রাত জেগে খেলা দেখলে চোরদের আর চুরি করার চান্স নেই। খেলাও দেখা হলো, চোরও পাহারা দেওয়া হলো।
No comments:
Post a Comment