join facebook page

Sunday, 13 July 2014

7-06-2014 daily kalar kanther-ar gorardim-a amar lakha idea

যেভাবে সবার কাছে নিজেকে সেরা সাপোর্টার বানাবেন
সোহানুর রহমান অনন্ত

পোস্টার লাগান
আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের ওপর পোস্টারিং করা হয়, আপনি নিজের দলের খেলোয়াড় ও ফ্ল্যাগ দিয়ে পোস্টার টাঙাতে পারেন। এতে পাবলিক আপনার পোস্টার দেখবে এবং মনে মনে আপনাকে বিশুদ্ধ সাপোর্টার ভাববে।
ফ্ল্যাগ দিয়ে ভরিয়ে দিন
একটি-দুটি নয়, আপনাকে একাধিক ফ্ল্যাগ লাগাতে হবে। প্রয়োজনে ফ্ল্যাগের বন্যা বইয়ে দিন। ব্যস, আপনার বাড়ির সামনে দিয়ে ও বাড়ির ওপর দিয়ে যারা যাবে, তারা অবশ্যই আপনাকে সেরা সাপোর্টার ভাববে।
মাইক লাগান
বাড়ির ছাদে একটি মাইক লাগাতে হবে এবং নিজের দলের খেলার সময় আপনি নিজেই সেই মাইকে ধারাভাষ্য দেবেন। যেহেতু আপনি বাংলায় ধারাভাষ্য দিচ্ছেন ও গোল হলেই চিক্কুর দিয়ে নিজের আনন্দ প্রকাশ করছেন, সেহেতু দূর-দূরান্তের মানুষ আপনার কথা শুনবে ও আপনাকে একজন পিওর সাপোর্টার ভাবা শুরু করবে।
জামাকাপড় সব কিছু হবে ফ্ল্যাগে
জামাকাপড়-লুঙ্গি- সব কিছুতেই দলের ফ্ল্যাগের ছোঁয়া রাখুন। প্রয়োজন ঘরের ভেতর একাধিক স্টিকার লাগিয়ে রাখুন নিজের দলের। যে আপনার ঘরে ঢুকবে, সে যেন ঢুকেই বুঝতে পারে, আপনি আসলে সেরা সাপোর্টার।
বিশাল আয়োজন করুন
নিজের দলের খেলার দিন বিশাল আয়োজন করুন। ঘটা করে অনেক মানুষ নিয়ে খেলা দেখুন। পারলে কিছু তবারক দিন। দেখবেন, পাবলিক আপনার কথা মুখে মুখে রটিয়ে দেবে এবং আপনি যে সেরা সাপোর্টার, সেটা সবাই জানবে

No comments:

Post a Comment