join facebook page

Sunday, 13 July 2014

ভোরের কাগজ : ১২/০৭/২০১৪
স্বপ্নগুলো তোমায় দিলাম
সোহানুর রহমান

বৃষ্টির জলে ভিজে যায় মনের দেয়াল, নীরবে নির্জনে একা একা। একটি মন নীরবে কেঁদে চায় তোমার জন্য। তোমার ভালোবাসা আমার কাছে ছিল জীবনের চেয়েও বেশি দামি। আমার হৃদয়ের মন্দিরে তাই করি তোমার আরাধনা। আকাশের সীমানা যেমন মাপা যায় না। তেমনি মাপা যায় না কোনো হৃদয়ের ভালোবাসা। এই ব্যস্ততম পৃথিবীতে তোমাকে নিয়ে একজন সুখী মানুষ হয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম। হয়তো আমার সেই চাওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। হলো না তোমার হাতে হাত রেখে সুখের পথগুলোতে হেঁটে যাওয়া। ফুল ধরতে গিয়ে কাঁটা ধরে ফেলেছি আমি, তাইতো রক্তাক্ত হয়েছে মনের প্রতিটি কোণ। দুদিনের অতিথি হয়ে আমার মনের দরজায় কড়া নেড়ে গেলে। আর আমি দরজা খুলে দাঁড়িয়ে রইলাম তোমার অপেক্ষায়। এতো অল্প সময় একটি মানুষকে যে এতো ভালোবাসা যায় তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। এক ফালি রোদের মতো এলে, আবার চলেও গেলে। আমি কেবল চেয়ে চেয়ে দেখলাম। জানো নীরব রাতে আকাশের তারা গুনি, ঠিক তখন হয়তো তুমি অন্য কারো বুকে মাথা রেখে ঘুমিয়ে আছো।

নিঃশব্দ বাতাস, কষ্টে কাতর আমি। একা জেগে থাকি অন্ধকারের সঙ্গে জোনাকির মতো। দুহাতে উড়িয়ে দেই ইচ্ছেগুলোকে। তিলেতিলে জ্বলেপুড়ে ছাই হই প্রদীপের মতো। কেন যেন তোমাকে অভিশাপ দিতে পারি না। যখন ভাবি তোমাকে কষ্ট দেবো, অভিশাপ দেবো ঠিক তখনি মনের আয়নায় ভেসে ওঠে তোমার মুখ। যে মুখ দেখলে পৃথিবী ভুলে যাই, ভুলে যাই সুখ-দুঃখের হিসাব। তুমিও বল মন সব সময় তোমার সুখের কথা ভাবতো, সে মন থেকে তোমার জন্য কোনো অভিশাপ আসতে পারে?। যে চোখ সারাজীবন তোমাকে হাসিখুশি দেখতে চাইতো, সে কি কখনো তোমাকে অশ্রুসিক্ত দেখতে পারে?। সত্য ভালোবাসা কখনই পাওয়ার জন্য বাসে না বরং দেয়ার জন্য বাসে। হৃদয় উজাড় করে ভালোবাসা দিয়ে যায়, শত কষ্ট তার আড়ালে রেখে। আমিও তেমনি বেঁচে আছি, দূর থেকে তোমার সুখ দেখবো বলে। আমার নিঃশ্বাসে মিশে আছো তুমি। আমি যেখানে তুমি সেখানে। মৃত্যুর আগ পর্যন্ত কেউ আলাদা করতে পারবে না। পৃথিবীর সব সুখ যেন বিধাতা তোমাকে দেয়। আমার ভালোবাসা আমার স্বপ্নগুলো সব তোমায় দিলাম। ভালো থেকো..তোমার সুখ প্রত্যাশায়।
ঢাকা ।
12/07/2014

No comments:

Post a Comment