9-06-2014 daily bangladesh potidine-ar rokoromoo-ta amar world cup niya jamala mukto idea
খেলা দেখার ঝামেলামুক্ত সহজ পদ্ধতি
বিশ্বকাপ খেলা মানেই অন্যরকম উত্তেজনা। আর সেটা যদি শান্তিতে না দেখা যায় তাহলে সবারই মেজাজ খারাপ হয়ে যায়। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য ১০০% কার্যকরী কিছু টিপস নিয়ে এসেছি যা প্রয়োগ করলে একেবারে ঝামেলা মুক্ত খেলা দেখতে পারবেন। তারপরও যদি সমস্যা সৃষ্টি হয় তাহলে অবশ্য আমাদের কিছু করার নেই। বিস্তারিত জানাচ্ছেন- সোহানুর রহমান
বউয়ের কানে হেডফোন লাগিয়ে দিন : বিশ্বকাপ খেলা মানেই টানটান উত্তেজনা। যেহেতু খেলা দেখার সময় আপনি গোল বলে একটু আকটু-চিক্কুর মারবেন। আর সেই আওয়াজে বউ জেগে যাওয়া মানে বিপদ। তাই বউ-এর কানে হেডফোন লাগিয়ে দিন। যাতে সে আপনার আওয়াজের আ পর্যন্ত শুনতে না পারে। আর এতে যদি আপনি সফল হন তাহলে আপনি একেবারে পিওর ঝামেলামুক্ত খেলা দেখতে পারবেন। এতে আপনার সন্দেহ থাকলেও আমাদের কোনো প্রকার সন্দেহ নেই।
গুজব ছড়িয়ে দিন : আত্দীয়-স্বজনরা স্পেশাল সময়গুলোতেই বেশি আসে। খেলার এই এক মাস যেহেতু আপনি ঝামেলামুক্ত থাকতে চান, তাই গুজব রটিয়ে দিন। সব আত্দীয়-স্বজনকে জানিয়ে দিন আপনার বাড়িটা নড়বড়ে অবস্থা, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। দেখবেন আপনার বাড়ির ধারে-কাছেও আর আসবে না। আর আপনিও ঝামেলামুক্ত খেলা উপভোগ করতে পারবেন।
বাসে কিংবা অফিসে ঘুমিয়ে নিন : বেশি খেলা যেহেতু মাঝরাতে পড়েছে, তাই আপনাকে বাসে কিংবা অফিসের সিটে দিনের একটা অংশ ঘুমিয়ে কাটাতে হবে। নয়তো দেখা যাবে রাতে খেলা চলছে আর আপনি চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছেন। আর তাই আপনার সুবিধার জন্য দিনে ঘুমিয়ে নিন, যাতে রাতে বেয়াদব ঘুম ডিস্টার্ব না করতে পারে।
চাপা মারুন : বন্ধুদের কাছে চাপা মারুন, আপনার ছেলে বাবা-মা ছাড়া অন্য কাউকে ঘরের ভিতর দেখলে কামড় বসিয়ে দেয়। আর ওই কামড় একবার খেলে মারাত্দক জখম হয়। দেখবেন বন্ধুরা আর আপনার বাড়িতে বসে খেলা দেখার বায়না ধরবে না। আপনি ঝামেলামুক্ত খেলা দেখতে পারবেন।
উপহার দিন : বউ যদি বেশি ঝামেলা করে, তাহলে আপনাকে কিছু পাত্তি খরচ করতে হবে। মার্কেট থেকে দামি কিংবা আপনার সাধ্যমতো একখানা গিফট কিনে বউকে উপহার দিন। জানেন তো কেউ উপহার পেলে মুখের সাউন্ড মিউট করে ফেলে। হোক না অল্প কিছু খরচ, তাতে যদি আপনি ঝামেলামুক্ত খেলা দেখতে পারেন তাহলে ক্ষতি কী।
খেলা দেখার ঝামেলামুক্ত সহজ পদ্ধতি
বিশ্বকাপ খেলা মানেই অন্যরকম উত্তেজনা। আর সেটা যদি শান্তিতে না দেখা যায় তাহলে সবারই মেজাজ খারাপ হয়ে যায়। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য ১০০% কার্যকরী কিছু টিপস নিয়ে এসেছি যা প্রয়োগ করলে একেবারে ঝামেলা মুক্ত খেলা দেখতে পারবেন। তারপরও যদি সমস্যা সৃষ্টি হয় তাহলে অবশ্য আমাদের কিছু করার নেই। বিস্তারিত জানাচ্ছেন- সোহানুর রহমান
বউয়ের কানে হেডফোন লাগিয়ে দিন : বিশ্বকাপ খেলা মানেই টানটান উত্তেজনা। যেহেতু খেলা দেখার সময় আপনি গোল বলে একটু আকটু-চিক্কুর মারবেন। আর সেই আওয়াজে বউ জেগে যাওয়া মানে বিপদ। তাই বউ-এর কানে হেডফোন লাগিয়ে দিন। যাতে সে আপনার আওয়াজের আ পর্যন্ত শুনতে না পারে। আর এতে যদি আপনি সফল হন তাহলে আপনি একেবারে পিওর ঝামেলামুক্ত খেলা দেখতে পারবেন। এতে আপনার সন্দেহ থাকলেও আমাদের কোনো প্রকার সন্দেহ নেই।
গুজব ছড়িয়ে দিন : আত্দীয়-স্বজনরা স্পেশাল সময়গুলোতেই বেশি আসে। খেলার এই এক মাস যেহেতু আপনি ঝামেলামুক্ত থাকতে চান, তাই গুজব রটিয়ে দিন। সব আত্দীয়-স্বজনকে জানিয়ে দিন আপনার বাড়িটা নড়বড়ে অবস্থা, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। দেখবেন আপনার বাড়ির ধারে-কাছেও আর আসবে না। আর আপনিও ঝামেলামুক্ত খেলা উপভোগ করতে পারবেন।
বাসে কিংবা অফিসে ঘুমিয়ে নিন : বেশি খেলা যেহেতু মাঝরাতে পড়েছে, তাই আপনাকে বাসে কিংবা অফিসের সিটে দিনের একটা অংশ ঘুমিয়ে কাটাতে হবে। নয়তো দেখা যাবে রাতে খেলা চলছে আর আপনি চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছেন। আর তাই আপনার সুবিধার জন্য দিনে ঘুমিয়ে নিন, যাতে রাতে বেয়াদব ঘুম ডিস্টার্ব না করতে পারে।
চাপা মারুন : বন্ধুদের কাছে চাপা মারুন, আপনার ছেলে বাবা-মা ছাড়া অন্য কাউকে ঘরের ভিতর দেখলে কামড় বসিয়ে দেয়। আর ওই কামড় একবার খেলে মারাত্দক জখম হয়। দেখবেন বন্ধুরা আর আপনার বাড়িতে বসে খেলা দেখার বায়না ধরবে না। আপনি ঝামেলামুক্ত খেলা দেখতে পারবেন।
উপহার দিন : বউ যদি বেশি ঝামেলা করে, তাহলে আপনাকে কিছু পাত্তি খরচ করতে হবে। মার্কেট থেকে দামি কিংবা আপনার সাধ্যমতো একখানা গিফট কিনে বউকে উপহার দিন। জানেন তো কেউ উপহার পেলে মুখের সাউন্ড মিউট করে ফেলে। হোক না অল্প কিছু খরচ, তাতে যদি আপনি ঝামেলামুক্ত খেলা দেখতে পারেন তাহলে ক্ষতি কী।
No comments:
Post a Comment