join facebook page

Sunday, 13 July 2014

24-05-2014 daily kalar kanther gorardima amar lakha

মশার হাত থেকে যেভাবে বাঁচবেন
সোহানুর রহমান অনন্ত

ডল কিনে আনুন

বাজারে হুবহু মানুষের মতো দেখতে ডল পাওয়া যায়, আপনাকে প্রথমে একটা ডল কিনতে হবে। তার পর সেই ডলটাকে বাসায় এনে তার শরীরের কাপড় খুলে খাটের একপাশে বসিয়ে বা শুইয়ে দিতে হবে। তার পর ঘরের দরজা বন্ধ করে বাইরে চলে যান। ব্যস, মশারা রক্ত খেতে এসে, রক্ত তো পাবেই না ওল্টো সব বিরক্ত হয়ে ঘর ত্যাগ করবে।

সাউন্ড ফায়ার পদ্ধতি

এই পদ্ধতিতে মশা দেখলেই তাকে লক্ষ্য করে ভুভুজেলা জোরে বাজাতে হবে। ভুভুজেলার সাউন্ড ফায়ারে মশার চৌদ্দগোষ্ঠী আপনার বাড়ির লোকেশন ভুলে যাবে।

মশার হাত থেকে যেভাবে বাঁচবেন

মশারির কাপড় দিয়ে জামা বানান

মশারির কাপড় দিয়ে আপনি জামা বানাতে পারেন, এতে যেমন আপনাকে মশা কামড়াতে পারবে না, অন্যদিকে গরমের হাত থেকেও বাঁচবেন। নতুন একটা স্টাইল বলেও চালিয়ে দিতে পারবেন।

মাকড়সা পালুন

ঘরের ভেতর একদিক মাকড়সার জাল তৈরি থাকলে, মশারা সেখানে আটকে যাবে, আর মাকড়সাদের শিকার হবে। তাই নিজেদের প্রাণ বাঁচাতে মশারা আপনার ঘরের আশপাশেও আসবে না।

No comments:

Post a Comment