৮-১২-২০১৫ দৈনিক কালের কণ্ঠের ঘোড়ার ডিম-এ
যেভাবে দৃষ্টি আকর্ষণ করবে
বিপিএলে ক্যামেরাম্যানরা গ্যালারির সুন্দরী মেয়েদেরই ক্যামেরায় ধরেন, অথচ মেয়েদের চেয়ে কয়েক গুণ বেশি হয়েও ছেলেরা ক্যামেরায় নিজেদের মুখমণ্ডল দেখাতে পারে না। এই দুরবস্থা কাটিয়ে ছেলেরা কিভাবে টিভিতে নিজেদের চেহারা দেখাবে সে পদ্ধতি জানাচ্ছেন সোহানুর রহমান অনন্ত
জন্মদিন সেলিব্রেশন
আপনার জন্মদিন হোক আর না হোক, গ্যালারিতে ঘটা করে জন্মদিন পালন করুন। চাইলে বড় সাইজের একটা কেকও নিতে পারেন। তারপর সেটা কেটে উৎসব করুন। গ্যালারিতে ঘটা এমন বিরল দৃশ্য ক্যামেরাম্যানরা না ধারণ করে পারবেনই না।
সেলিব্রিটি ভাড়া
যদি সম্ভব হয় একজন সেলিব্রিটি ভাড়া করুন মাঠে বসে খেলা দেখার জন্য। তারপর পাশাপাশি দুটো সিট নিয়ে বসে পড়ুন। দেখবেন সেলিব্রিটিকে ধারণ করতে গিয়ে আপনাকেও লাইভ টিভিতে দেখাচ্ছে।
ক্যামেরাম্যানকে ঘুষ
ক্যামেরাম্যানকে ঘুষ দিতে পারেন, কারণ আমাদের দেশে ঘুষে অনেক কিছুই হয়। দেখবেন কারণে-অকারণে আপনাকেই দেখাচ্ছে।
হারানো বিজ্ঞপ্তি
বুদ্ধি করে একটা কার্ডে লিখে ফেলুন, জয় উৎসব করতে গিয়ে আমি আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে হারিয়ে গেছি। এত লোকের ভিড়ে তাকে আর খুঁজে পাচ্ছি না, প্লিজ তাকে একটু খুঁজে বের করে দিন। ব্যস, এবার সেটাকে উঁচু করে ধরুন। আমি শিওর দিয়ে বলতে পারি, এমন দৃশ্য ক্যামেরাম্যানরা ধারণ করবেনই।
গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া
ইচ্ছা করেই গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া বাধিয়ে দিন। জানেনই তো মেয়েদের যে গলা, একবার ক্যামেরাম্যানের কান পর্যন্ত যেতে পারলে দেখবেন খেলা বাদ দিয়ে আপনাদের দেখানো শুরু করেছে। তখন আপনারাই হয়ে যাবেন টপ অব দ্য গ্যালারি।
অনেক টিকিট কেটে
একসঙ্গে অনেক টিকিট কেটে ফেলুন। যদিও খরচ একটু বেশি পড়বে, তার পরও লাভ আছে। এবার শুয়ে-বসে আরাম করে খেলা দেখুন। এমন শৌখিন দৃশ্য আশা করি কোনো ক্যামেরাম্যানই ছাড়তে চাইবেন না।
ম্যারি মি কার্ড
এত দিন ধরে মেয়েরাই কেবল খেলোয়াড়দের উদ্দেশে ‘ম্যারি মি’ কার্ড লিখে এনেছে। এবার আপনার পালা, মানে বড় করে গ্যালারির সুন্দরী মেয়েদের উদ্দেশে ‘ম্যারি মি’ কার্ড তুলে ধরুন। বুঝতেই পারছেন আপনি প্রথমবার এ কাজটি গ্যালারিতে করছেন, তাই ক্যামেরাম্যানরা তো মিস করবেনই না। ভাগ্য ভালো হলে সুন্দরী একজন পেয়েও যেতে পারেন।
যেভাবে দৃষ্টি আকর্ষণ করবে
বিপিএলে ক্যামেরাম্যানরা গ্যালারির সুন্দরী মেয়েদেরই ক্যামেরায় ধরেন, অথচ মেয়েদের চেয়ে কয়েক গুণ বেশি হয়েও ছেলেরা ক্যামেরায় নিজেদের মুখমণ্ডল দেখাতে পারে না। এই দুরবস্থা কাটিয়ে ছেলেরা কিভাবে টিভিতে নিজেদের চেহারা দেখাবে সে পদ্ধতি জানাচ্ছেন সোহানুর রহমান অনন্ত
জন্মদিন সেলিব্রেশন
আপনার জন্মদিন হোক আর না হোক, গ্যালারিতে ঘটা করে জন্মদিন পালন করুন। চাইলে বড় সাইজের একটা কেকও নিতে পারেন। তারপর সেটা কেটে উৎসব করুন। গ্যালারিতে ঘটা এমন বিরল দৃশ্য ক্যামেরাম্যানরা না ধারণ করে পারবেনই না।
সেলিব্রিটি ভাড়া
যদি সম্ভব হয় একজন সেলিব্রিটি ভাড়া করুন মাঠে বসে খেলা দেখার জন্য। তারপর পাশাপাশি দুটো সিট নিয়ে বসে পড়ুন। দেখবেন সেলিব্রিটিকে ধারণ করতে গিয়ে আপনাকেও লাইভ টিভিতে দেখাচ্ছে।
ক্যামেরাম্যানকে ঘুষ
ক্যামেরাম্যানকে ঘুষ দিতে পারেন, কারণ আমাদের দেশে ঘুষে অনেক কিছুই হয়। দেখবেন কারণে-অকারণে আপনাকেই দেখাচ্ছে।
হারানো বিজ্ঞপ্তি
বুদ্ধি করে একটা কার্ডে লিখে ফেলুন, জয় উৎসব করতে গিয়ে আমি আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে হারিয়ে গেছি। এত লোকের ভিড়ে তাকে আর খুঁজে পাচ্ছি না, প্লিজ তাকে একটু খুঁজে বের করে দিন। ব্যস, এবার সেটাকে উঁচু করে ধরুন। আমি শিওর দিয়ে বলতে পারি, এমন দৃশ্য ক্যামেরাম্যানরা ধারণ করবেনই।
গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া
ইচ্ছা করেই গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া বাধিয়ে দিন। জানেনই তো মেয়েদের যে গলা, একবার ক্যামেরাম্যানের কান পর্যন্ত যেতে পারলে দেখবেন খেলা বাদ দিয়ে আপনাদের দেখানো শুরু করেছে। তখন আপনারাই হয়ে যাবেন টপ অব দ্য গ্যালারি।
অনেক টিকিট কেটে
একসঙ্গে অনেক টিকিট কেটে ফেলুন। যদিও খরচ একটু বেশি পড়বে, তার পরও লাভ আছে। এবার শুয়ে-বসে আরাম করে খেলা দেখুন। এমন শৌখিন দৃশ্য আশা করি কোনো ক্যামেরাম্যানই ছাড়তে চাইবেন না।
ম্যারি মি কার্ড
এত দিন ধরে মেয়েরাই কেবল খেলোয়াড়দের উদ্দেশে ‘ম্যারি মি’ কার্ড লিখে এনেছে। এবার আপনার পালা, মানে বড় করে গ্যালারির সুন্দরী মেয়েদের উদ্দেশে ‘ম্যারি মি’ কার্ড তুলে ধরুন। বুঝতেই পারছেন আপনি প্রথমবার এ কাজটি গ্যালারিতে করছেন, তাই ক্যামেরাম্যানরা তো মিস করবেনই না। ভাগ্য ভালো হলে সুন্দরী একজন পেয়েও যেতে পারেন।
No comments:
Post a Comment