join facebook page

Wednesday, 16 December 2015

21-09-2015 Daily bangladesh protidine-er rokomari rommo te

কৌশলী হোন
সোহানুর রহমান অনন্ত

সালামি থেকে বাঁচতে : এ সময় সালামি দিতে হয়। যদি আপনি কৃপণ প্রকৃতির হয়ে থাকেন তাহলেও নিশ্চিন্তে থাকার জো নেই। ছেলেপেলেরা অনেক স্মার্ট হয়ে গেছে। তবু যদি কাউকে দুই টাকা দিতেও আপনার কলিজায় ভূমিকম্প হয়ে থাকে। তাহলে আপনি যেটা করবেন সেটা হলো, কয়েকটা ডলার জোগাড় করুন। সালামি চাইলে, পকেট থেকে ডলার বের করে বলুন, ওহহো এটা তো ভাঙানো হয়নি। অপেক্ষা করেন ডলারকে টাকা বানিয়ে অচিরেই পৌঁছে দেওয়া হবে। ধন্যবাদ। আবার আসবেন।

ফ্যাশন সচেতনতা : কে কার চেয়ে বেশি ড্রেস কিনবে বা পরবে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। পাবলিকের দৃষ্টিতে পড়ার জন্য আমরা কতকিছুই না করি। কিন্তু আপনি চাইলে সাধারণ পোশাকেও অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। প্রথমে মার্কেট থেকে একটা প্যান্ট কিনুন। তারপর সেটা এক পা হাঁটু পর্যন্ত কেটে ফেলুন। দেখতে যেমনই লাগুক, এটাই লেটেস্ট ফ্যাশন বলে প্রচার করে দিন।

অতিথি হয়ে যান : অতিথিদের চাপ সামলাতে না চাইলে নিজেই এবার অতিথি হয়ে যান। পারলে বউ বাচ্চা সবসহ শ্বশুরবাড়ি কিংবা আত্দীয়র বাড়িতে গিয়ে উঠে পড়ুন। ছুটি কাটিয়ে আরামে বাড়ি ফিরুন।

আরামে টিভি দেখতে : এটা খুব কষ্টের কাজরে ভাই। প্রথমে আপনাকে খুঁজতে হবে, আত্দীয়স্বজনের মধ্যে কে বেশি কথা বলে। ব্যস এমন একজন যদি পেয়ে যান তাহলেই হয়েছে। তাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসুন, তারপর আপনার বউয়ের সঙ্গে খোশ গল্পে বসিয়ে দিন। একবার যদি দুজন একসঙ্গে বসে কথা বলা শুরু করে তাহলে ঘরবাড়ি তামাতামা হয়ে গেলেও তাদের খবর থাকে না সো, আপনি আরামে টিভি দেখতে পারবেন।

No comments:

Post a Comment