join facebook page

Wednesday, 16 December 2015

ধৈর্য বাড়াতে হলে
০১ নভেম্বর, ২০১৫ ইং
ধৈর্য বাড়াতে হলে
আমাদের ধৈর্য নেই বললেই চলে তাই কি করলে ধৈর্য বাড়াতে পারবেন সেটাই জানাচ্ছে সোহানুর রহমান অনন্ত

পাবলিক টয়লেটে

লাইন ধরতে হবে

পাবলিক টললেট মানেই গুরুত্বপূর্ণ জায়গা। সকালবেলা পাবলিক টয়লেটের লাইনে দাঁড়িয়ে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। লাইন যত বড় হবে ধৈর্যের ফল তত বৃদ্ধি পাবে। এতে আপনার ধৈর্য ভয়ানকভাবে বৃদ্ধি পাবে।

বিটিভি দেখতে হবে

বিটিভি মানেই আজাইরা চিল্লা-পাল্লা, সরকারি ঢোল পেটানো। অমুক জায়গায় এত উন্নতি করেছে, তমুক জায়গায় সেটা করেছে, দেশ এখন লোডশেডিংমুক্ত ইত্যাদি। আপনার যদি হাই স্কেলের ধৈর্য না থাকে তাহলে বিটিভি আপনি দেখতেই পারবেন না। তাই আপনাকে বিটিভি দেখাতে হবে।

লোকাল বাসে চড়তে হবে

লোকাল বাসে, চিল্লা-পাল্লা, পায়ে পাড়া খেয়ে দাঁড়িয়ে যেতে হবে। কোনোভাবে সিটে বসা যাবে না। প্রয়োজন বাদুরের মতো ঝুলে ঝুলে যেতে হবে। এখানেও ধৈর্যের পরিচয় পাওয়া যাবে।

প্রেমিকার সাথে শপিং করতে হবে

প্রেমিকার সাথে শপিংয়ে যাওয়া মানে বড় মাপের ধৈর্যের পরীক্ষা দেওয়া। প্রথমত কেনাকাটার ঝামেলা, দ্বিতীয়ত মানিব্যাগকে আত্মহত্যা করতে দেখা, তৃতীয়ত কেনা মালামাল আবার বহন করা। এইসব কি সম্ভব ধৈর্য না থাকলে? তাই আপনাকে শপিংয়ে গিয়ে ধৈর্যের পরীক্ষা দিতে হবে।

ফ্যান ছাড়া গরমে ঘুমাতে হবে

রাতে ঘুমাতে গেলে ফ্যান বন্ধ রেখে ঘুমাতে হবে। যত গরম পড়বে ধৈর্যের ফল তত ক্লিয়ার হবে। গরমের মধ্যে টিকে থাকতে পারলে। বুঝতে পারবেন আপনার ধৈর্যশক্তি বৃদ্ধি পাচ্ছে। সো, এটাও ধৈর্যের বড় প্রমাণ দেবে।

No comments:

Post a Comment