12-10-2015 Daily somokal-er pachall-e
ফরেনাররা যেভাবে বাইরে বের হবে
দেশজুড়ে ফরেনাররা বেশ আতঙ্কে আছে, একের পর এক সফর বাতিল হচ্ছে। তবে কিছু পদ্ধতি অবলম্বন করে ফরেনাররা নিশ্চিন্তে বাংলাদেশে ঘোরাফেরা করতে পারে! আজাইরা গবেষণা করেছেন সোহানুর রহমান অনন্ত
হসিসি ক্যামেরা নিয়ে
এ পদ্ধতিতে ফরেনারদের সামনে-পেছনে একটা করে সিসি ক্যামেরা থাকবে। তারা কোথায় যাচ্ছে, কারা তাকে ফলো করছে ইত্যাদি পর্যবেক্ষণ করা হবে। ব্যস, এমনটা করতে পারলে সন্ত্রাসী দল ধরা খাওয়ার ভয়ে ভুলেও তাদের মারতে আসবে না।
হমেকআপ করে
মেকআপের ম্যাজিক বড় ম্যাজিক। ফরেনাররা বাংলা ছবির নায়িকাদের মতো মেকআপ নিয়ে বাইরে বের হতে পারে। এমনভাবে মেকআপ নেবে যাতে তাদের কেউ চিনতে না পারে। আর চিনতে না পারলে গুলি খাওয়ার কোনো চান্স আছে বলে আমরা মনে করি না।
হমাইক নিয়ে
ফরেনাররা একটা করে মাইক সঙ্গে নিয়ে বের হবে। বিপদের আলামত দেখলেই তাড়াতাড়ি মাইকিং শুরু করবে। এক্ষেত্রে তাদের হালকা-পাতলা বাংলা জানা জরুরি। ব্যস, একবার মাইকিং শুরু হলে সন্ত্রাসীরা পালিয়ে কূল পাবে না। গুলি করা তো দূরের কথা।
হসুড়ঙ্গ খুঁড়ে
ফরেনাররা সবচেয়ে নিরাপদভাবে বাইরে বের হতে পারে সুড়ঙ্গ খুঁড়ে। আমাদের দেশে সুড়ঙ্গ খুঁড়ে অনেকে নানা অকর্ম করেও ধরা পড়ে না। সেক্ষেত্রে ফরেনাররা যদি এ পথ অনুসরণ করে তাহলে মন্দ হয় না। নিরাপদ যাত্রাও হবে আবার যানজটেও পড়তে হবে না।
হসফটওয়্যার পদ্ধতি
এই পদ্ধতিতে একটা সফটওয়্যার আবিষ্কার করতে হবে। যেটাতে আপলোড এবং ডাউনলোড পদ্ধতি থাকবে। ফরেনাররা যেখানে যাবে সেই ঠিকানায় আপলোড হবে এবং ওখান থেকে তাদের ডাউনলোড করে নামিয়ে নেওয়া হবে। যেহেতু এটা অদৃশ্য ব্যাপার-স্যাপার, সেহেতু গুলি খাওয়ার কোনো চান্স নেই।
হভিন্ন চেহারার মুখোশ পরে
এই পদ্ধতিতে ভিন্ন চেহারার একটা মুখোশ তৈরি করতে হবে। ফরেনাররা যখন বাইরে বের হবে তখন তারা সেই মুখোশ পরে নেবে। ব্যস, বডি এক হলেও চেহারা তো আরেক, কেউ চিনতে পারবে বলে আমগো মনে হয় না।
হপ্যারাসুট দিয়ে উড়ে
যেহেতু ফরেনারদের এক জায়গা থেকে আরেক জায়গা ভিজিট করতে হয়, আর তখনই অঘটন ঘটার আশঙ্কা থাকে। তাই তারা প্যারাসুটে উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এতে গুলি খাওয়ারও চান্স নাই আবার ভিজিটও করতে পারবে সুন্দর করে।
ফরেনাররা যেভাবে বাইরে বের হবে
দেশজুড়ে ফরেনাররা বেশ আতঙ্কে আছে, একের পর এক সফর বাতিল হচ্ছে। তবে কিছু পদ্ধতি অবলম্বন করে ফরেনাররা নিশ্চিন্তে বাংলাদেশে ঘোরাফেরা করতে পারে! আজাইরা গবেষণা করেছেন সোহানুর রহমান অনন্ত
হসিসি ক্যামেরা নিয়ে
এ পদ্ধতিতে ফরেনারদের সামনে-পেছনে একটা করে সিসি ক্যামেরা থাকবে। তারা কোথায় যাচ্ছে, কারা তাকে ফলো করছে ইত্যাদি পর্যবেক্ষণ করা হবে। ব্যস, এমনটা করতে পারলে সন্ত্রাসী দল ধরা খাওয়ার ভয়ে ভুলেও তাদের মারতে আসবে না।
হমেকআপ করে
মেকআপের ম্যাজিক বড় ম্যাজিক। ফরেনাররা বাংলা ছবির নায়িকাদের মতো মেকআপ নিয়ে বাইরে বের হতে পারে। এমনভাবে মেকআপ নেবে যাতে তাদের কেউ চিনতে না পারে। আর চিনতে না পারলে গুলি খাওয়ার কোনো চান্স আছে বলে আমরা মনে করি না।
হমাইক নিয়ে
ফরেনাররা একটা করে মাইক সঙ্গে নিয়ে বের হবে। বিপদের আলামত দেখলেই তাড়াতাড়ি মাইকিং শুরু করবে। এক্ষেত্রে তাদের হালকা-পাতলা বাংলা জানা জরুরি। ব্যস, একবার মাইকিং শুরু হলে সন্ত্রাসীরা পালিয়ে কূল পাবে না। গুলি করা তো দূরের কথা।
হসুড়ঙ্গ খুঁড়ে
ফরেনাররা সবচেয়ে নিরাপদভাবে বাইরে বের হতে পারে সুড়ঙ্গ খুঁড়ে। আমাদের দেশে সুড়ঙ্গ খুঁড়ে অনেকে নানা অকর্ম করেও ধরা পড়ে না। সেক্ষেত্রে ফরেনাররা যদি এ পথ অনুসরণ করে তাহলে মন্দ হয় না। নিরাপদ যাত্রাও হবে আবার যানজটেও পড়তে হবে না।
হসফটওয়্যার পদ্ধতি
এই পদ্ধতিতে একটা সফটওয়্যার আবিষ্কার করতে হবে। যেটাতে আপলোড এবং ডাউনলোড পদ্ধতি থাকবে। ফরেনাররা যেখানে যাবে সেই ঠিকানায় আপলোড হবে এবং ওখান থেকে তাদের ডাউনলোড করে নামিয়ে নেওয়া হবে। যেহেতু এটা অদৃশ্য ব্যাপার-স্যাপার, সেহেতু গুলি খাওয়ার কোনো চান্স নেই।
হভিন্ন চেহারার মুখোশ পরে
এই পদ্ধতিতে ভিন্ন চেহারার একটা মুখোশ তৈরি করতে হবে। ফরেনাররা যখন বাইরে বের হবে তখন তারা সেই মুখোশ পরে নেবে। ব্যস, বডি এক হলেও চেহারা তো আরেক, কেউ চিনতে পারবে বলে আমগো মনে হয় না।
হপ্যারাসুট দিয়ে উড়ে
যেহেতু ফরেনারদের এক জায়গা থেকে আরেক জায়গা ভিজিট করতে হয়, আর তখনই অঘটন ঘটার আশঙ্কা থাকে। তাই তারা প্যারাসুটে উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এতে গুলি খাওয়ারও চান্স নাই আবার ভিজিটও করতে পারবে সুন্দর করে।
No comments:
Post a Comment