2-06-2015 daily kalar kantha-ar Gorar dim-a
সবাইকে জানাতে হলে
আপনি এ প্লাস পেয়েছেন, এ খবর পুরো জাতিকে তো জানাতেই হবে। তবে জানানো তো আর অত সহজ কাজ নয়। তার জন্য কিছু বুদ্ধি খাটাতে হবে। কী সেই বুদ্ধি, জানাচ্ছেন সোহানুর রহমান অনন্ত
টি-শার্টের মাধ্যমে
যেহেতু পাবলিককে আপনি জানাবেন আপনি এ প্লাস পেয়েছেন, সেহেতু মুখ না ব্যবহার করে টি-শার্টের সামনে-পেছনে বড় করে এ প্লাস লিখে নিতে পারেন। এমনভাবে লিখবেন, যাতে পাবলিক দেখেই বুঝতে পারে এটা আপনার রেজাল্ট। ব্যস, এবার রাস্তা দিয়ে হাঁটুন, যেদিকে পাবলিক সেখানেই আপনি এবং আপনার টি-শার্ট।
ফেসবুকের মাধ্যমে
ফেসবুকের কভার ও প্রোফাইল পিকচারে 'এ প্লাস' দিয়ে ফেলুন। এরপর সেগুলো ইচ্ছামতো ট্যাগ করুন বন্ধুদের। এভাবে একজনের থেকে হাজারজনের কাছে চলে যাবে আপনার ট্যাগ। আর সবাই জানতে পারবেন আপনি একজন বিশুদ্ধ এ প্লাস পাওয়া কৃতী ছাত্র।
স্টিকারের মাধ্যমে
নিজের ছবিযুক্ত স্টিকার বানিয়ে ফেলুন। এরপর সেটি আপনার ফ্ল্যাটের সামনে-অর্থাৎ দরজার সামনে লাগিয়ে দিন। যারা আপনার ফ্ল্যাটে আসবে অথবা আপনার ফ্ল্যাটের সামনে দিয়ে নামবে, তারা সবাই সেটি দেখতে পাবে। এবং আপনি যে এ প্লাস পেয়েছেন, সেটা জনে জনে রটে যাবে।
সবাইকে জানাতে হলে
আপনি এ প্লাস পেয়েছেন, এ খবর পুরো জাতিকে তো জানাতেই হবে। তবে জানানো তো আর অত সহজ কাজ নয়। তার জন্য কিছু বুদ্ধি খাটাতে হবে। কী সেই বুদ্ধি, জানাচ্ছেন সোহানুর রহমান অনন্ত
টি-শার্টের মাধ্যমে
যেহেতু পাবলিককে আপনি জানাবেন আপনি এ প্লাস পেয়েছেন, সেহেতু মুখ না ব্যবহার করে টি-শার্টের সামনে-পেছনে বড় করে এ প্লাস লিখে নিতে পারেন। এমনভাবে লিখবেন, যাতে পাবলিক দেখেই বুঝতে পারে এটা আপনার রেজাল্ট। ব্যস, এবার রাস্তা দিয়ে হাঁটুন, যেদিকে পাবলিক সেখানেই আপনি এবং আপনার টি-শার্ট।
ফেসবুকের মাধ্যমে
ফেসবুকের কভার ও প্রোফাইল পিকচারে 'এ প্লাস' দিয়ে ফেলুন। এরপর সেগুলো ইচ্ছামতো ট্যাগ করুন বন্ধুদের। এভাবে একজনের থেকে হাজারজনের কাছে চলে যাবে আপনার ট্যাগ। আর সবাই জানতে পারবেন আপনি একজন বিশুদ্ধ এ প্লাস পাওয়া কৃতী ছাত্র।
স্টিকারের মাধ্যমে
নিজের ছবিযুক্ত স্টিকার বানিয়ে ফেলুন। এরপর সেটি আপনার ফ্ল্যাটের সামনে-অর্থাৎ দরজার সামনে লাগিয়ে দিন। যারা আপনার ফ্ল্যাটে আসবে অথবা আপনার ফ্ল্যাটের সামনে দিয়ে নামবে, তারা সবাই সেটি দেখতে পাবে। এবং আপনি যে এ প্লাস পেয়েছেন, সেটা জনে জনে রটে যাবে।
No comments:
Post a Comment