19-5-2015 Daily kalerkantho- Gorar Dim-a
ভূমিকম্প থেকে বাঁচতে
সোহানুর রহমান অনন্ত
বেলুনে ভেসে থাকুন : যেহেতু ভেসে থাকলে আপনাকে আর ভূমিকম্পের কবলে পড়তে হবে না। তাই বেলুন দিয়ে ভেসে থাকুন। এবার যত মাত্রার ভূমিকম্প হোক না কেন, আপনি থাকবেন নিরাপদ। তবে সমস্যা হলো, বেলুনে ভেসে ভেসে আবার ভূমিকম্পের দেশ জাপানে চলে যাইয়েন না। তাহলে চব্বিশ ঘণ্টাই কাঁপুনির ওপর থাকতে হবে।
মুখের ওপর বালিশ দিয়ে ঘুমান : যেহেতু রাতে ভূমিকম্প হলে আপনার টের পেতে অনেক সময় লেগে যাবে। তাই মাথার নিচে নয়, মুখের ওপর বালিশ দিয়ে ঘুমাতে পারেন। দরকার হলে একটার জায়গায় দুইটা বালিশ দিতে পারেন। এতে মুখের ওপর দেয়াল ধসে পড়লেও ক্ষতি হবার চান্স থাকবে না। দরকার হলে হেলমেট পরেও ঘুমাতে পারেন।
ড্যান্স শিখুন : ভাবছেন, এর সঙ্গে আবার ড্যান্স শেখার কী সম্পর্ক। কোনো না কোনো সম্পর্ক তো আছেই। ভূমিকম্প হলেই আমাদের মাথা ঘুরানি মারে। তাই ভূমিকম্প হতে দেখলেই ড্যান্স শুরু করে দেবেন। ব্যস, কোন দিক দিয়ে ভূমিকম্প হলো নিজেই টের পাবেন না।
বড় সিন্দুক বানান : মজবুত দেখে বড় মাপের একটা সিন্দুক বানান, যার মধ্যে আপনি অনায়াশে ঢুকে থাকতে পারবেন। ব্যস, ভূমিকম্প শুরু হলেই সিন্দুকের মধ্যে ঢুকে পড়ুন। আগে থেকেই সেখানে খাওয়াদাওয়ার ব্যবস্থা রাখুন। এবার আর কোনো চিন্তা নেই।
পায়ে স্প্রিং লাগান : এ পদ্ধতিতে ভূমিকম্প শুরু হলেই বাড়ির ছাদে উঠে পড়ুন। অবস্থা খারাপ দেখলে হয়তো আপনাকে ছাদ থেকে লাফ দিতে হতে পারে। আর সাধারণভাবে লাফ দিলে মরার চান্স শতভাগ। সুতরাং পায়ে যদি স্প্রিং লাগানো থাকে তাহলে আর কোনো ভয় নেই। যেভাবে ইচ্ছা সেভাবে লাফিয়ে পড়ুন।
ভূমিকম্প থেকে বাঁচতে
সোহানুর রহমান অনন্ত
বেলুনে ভেসে থাকুন : যেহেতু ভেসে থাকলে আপনাকে আর ভূমিকম্পের কবলে পড়তে হবে না। তাই বেলুন দিয়ে ভেসে থাকুন। এবার যত মাত্রার ভূমিকম্প হোক না কেন, আপনি থাকবেন নিরাপদ। তবে সমস্যা হলো, বেলুনে ভেসে ভেসে আবার ভূমিকম্পের দেশ জাপানে চলে যাইয়েন না। তাহলে চব্বিশ ঘণ্টাই কাঁপুনির ওপর থাকতে হবে।
মুখের ওপর বালিশ দিয়ে ঘুমান : যেহেতু রাতে ভূমিকম্প হলে আপনার টের পেতে অনেক সময় লেগে যাবে। তাই মাথার নিচে নয়, মুখের ওপর বালিশ দিয়ে ঘুমাতে পারেন। দরকার হলে একটার জায়গায় দুইটা বালিশ দিতে পারেন। এতে মুখের ওপর দেয়াল ধসে পড়লেও ক্ষতি হবার চান্স থাকবে না। দরকার হলে হেলমেট পরেও ঘুমাতে পারেন।
ড্যান্স শিখুন : ভাবছেন, এর সঙ্গে আবার ড্যান্স শেখার কী সম্পর্ক। কোনো না কোনো সম্পর্ক তো আছেই। ভূমিকম্প হলেই আমাদের মাথা ঘুরানি মারে। তাই ভূমিকম্প হতে দেখলেই ড্যান্স শুরু করে দেবেন। ব্যস, কোন দিক দিয়ে ভূমিকম্প হলো নিজেই টের পাবেন না।
বড় সিন্দুক বানান : মজবুত দেখে বড় মাপের একটা সিন্দুক বানান, যার মধ্যে আপনি অনায়াশে ঢুকে থাকতে পারবেন। ব্যস, ভূমিকম্প শুরু হলেই সিন্দুকের মধ্যে ঢুকে পড়ুন। আগে থেকেই সেখানে খাওয়াদাওয়ার ব্যবস্থা রাখুন। এবার আর কোনো চিন্তা নেই।
পায়ে স্প্রিং লাগান : এ পদ্ধতিতে ভূমিকম্প শুরু হলেই বাড়ির ছাদে উঠে পড়ুন। অবস্থা খারাপ দেখলে হয়তো আপনাকে ছাদ থেকে লাফ দিতে হতে পারে। আর সাধারণভাবে লাফ দিলে মরার চান্স শতভাগ। সুতরাং পায়ে যদি স্প্রিং লাগানো থাকে তাহলে আর কোনো ভয় নেই। যেভাবে ইচ্ছা সেভাবে লাফিয়ে পড়ুন।
No comments:
Post a Comment