join facebook page

Saturday, 3 October 2015

Aj 21-09-2015 Daily somokal-er pachall-e

এক্সক্লুসিভ ক্যাচাল!

সোহানুর রহমান অনন্ত
হগরুর দাম বেশি তাই এমন প্রতারণার দৃশ্য দেখা যেতেই পারে

_
ক্রেতা : খাইছে! একটু আগে আপনার ছাগল ভ্যা ভ্যা করে ডাকল, এখন ঘেউ ঘেউ করতাছে কেন?
বিক্রেতা : এইবার বুঝেন আমার ছাগলের গলায় কত বৈচিত্র্য! টাইম থাকতে কিন্না ফালান নইলে হাম্বা ডাকলে কিন্তু দাম ডাবল হইয়া যাইব।
হযানজটে জীবন শেষ তবুও নাড়ির টানে বাড়ি ফেরা
_
উপস্থাপক : বেশিরভাগ রাস্তায় যানজট লেগে থাকে, আর আপনি বলছেন যানজট থাকলেই পাবলিকের জন্য ভালো! বিষয়টা ক্লিয়ার কইরা যদি বলতেন?
মন্ত্রী : এইটা তো সিম্পল, যানজট থাকলেই তো ভালো! গাড়ি আস্তে চলবে আর আস্তে চললে অ্যাক্সিডেন্ট হাওয়ার কোনো চান্স নাই! আমরা তো জনগণরে নিরাপত্তা দিতাছি।
হপথে চলছে চাঁদাবাজি। দেখার কেউ নেই।
_
১ম ব্যক্তি : স্যার, রাস্তার মোড়ে গরুর ট্রাক থামিয়ে চাঁদা নেওয়া হচ্ছে, চলেন শালাগো বাঁশঢলা দেই।
পুলিশ : দূর মিয়া, তুমি চোখে বেশি দেখ! ওরা তো ট্রাক থামাইয়া গরু বিক্রেতাদের মলম পার্টি চেনার পরামর্শ দিতাছে! চুপ যাও মিয়া।
হসব কিছুর দাম বেড়ে গেছে তাই অতিথি নিয়ে টেনশন
_
১ম ব্যক্তি : বেড়াতে আসছেন ভালো কথা। এদিকে আবার আমার বড় পোলাডা চাপাতি নিয়া রিহার্সেল করতাছে! ওর আবার কসাই হওয়ার খায়েস জাগছে, সামনে যারে পায় তারেই...!
২য় ব্যক্তি : ওরে বাবারে! আজ তাহলে যাই। আরেক সময় বেড়াতে আসুম, আমাকে আবার একটু ভূরুঙ্গামারী যেতে হবে, ভেরি আর্জেন্ট!
হসরকারি কর্মজীবী শুনলেই জিনিসের দাম ডাবল
_
ক্রেতা : ওই মিয়া, সরকারি চাকরি করি শুইনা গরুর দাম ডাবল চাইতাছ! তা তোমার গরুর শরীরে মাংস বেশি হইব তো?
বিক্রেতা : টেনশন লইতাছেন কেলা, মেডিসিন খাওয়ানো গরু_ মাংস বেশি না পাইলেও হাড্ডি যে বেশি পাইবেন একশ পার্সেন্ট শিওর



No comments:

Post a Comment