মারধর করার কারণ
১ম ব্যক্তি : নেতা, হুট করে এমন মারধর শুরু করছেন; কাহিনী তো বুঝতাছি না! স্বপ্নে কিছু পাইছেন নাকি?
নেতা : প্রতিপক্ষ দলের কর্মীরা আন্দোলন না করায় বহুদিন মারধর করতে পারতাছি না, তাই মাঝে মধ্যে অন্যের ওপর একটু রিহার্সেল করে নিই।
আসলেই রিস্ক
১ম ব্যক্তি : সভায় যাইতাছেন না ক্রিকেট খেলতে যাইতাছেন! এই গরমে হেলমেট, জ্যাকেট পরে কেউ জনসভায় যায়?
২য় ব্যক্তি : আরে বেকুব, সংসদ সদস্য সাহেব যেভাবে সবাইকে মারধর শুরু করেছে তাতে নিরাপত্তা নিশ্চিত না করে সভায় গেলে ঘুষি খাওয়ার রিস্ক আছে।
ঘুষির ডর দেখিয়ে লাইক প্রাপ্তি
১ম ব্যক্তি : কী কইলি? আমার পেইজে লাইক দিবি না! তুই জানিস আমার চাচাতো বোনের দুলাভাইয়ের বন্ধু কিন্তু ঘুষি মারা সংসদ সদস্য।
২য় ব্যক্তি : ওরে বাবা, আর ডর খাওয়ায়েন না ভাই, ওনার নাম শুইনাই রগে টান খাইছে! এহনি ডাবল লাইক মারতাছি।
ঘুষি নিয়ে লুকোচুরি
উপস্থাপক : একজন দর্শক প্রশ্ন করেছে, আপনাদের দলের সংসদ সদস্যের এমন মারধর করার পেছনে কী কারণ থাকতে পারে?
নেতা : সংসদ সদস্য তো দিলদরদি মানুষ, আমগো তো মনে হইতাছে ঘুষি অন্য কেউ মারছে! ম্যারাডোনার হাতও হইতে পারে! তার তো আবার হাত দিয়ে গোল করার অভ্যাস আছে!
ঘুষির ভয় দেখিয়ে ছিনতাই
ছিনতাইকারী : কী আছে বাইর কর, নইলে ঘুষি মেরে তোর বাপের নাম ভুলাইয়া দিমু কইতাছি।
পথচারী : ভাই, আপনার ঘুষির কথা শুইনা নিজের নামই ভুলে গেছি, বাপের নাম তো দূরের কথা।
No comments:
Post a Comment