১৪-১২-২০১৫ দৈনিক সমকালের প্যাঁচালে
লাইফটা প্যাঁচময়!
এক বা একাধিক_ কোনটা থাকা ভালো, নাকি কিছু না থাকাই ভালো? তারই
কিঞ্চিৎ ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করেছেন সোহানুর রহমান অনন্ত
ষ গার্লফ্রেন্ড একটা থাকলে যা হয় : গার্লফ্রেন্ড যদি একটা থাকে তাহলে সারাক্ষণ ব্রেকআপ নিয়ে টেনশন। বন্ধুরা কথায় কথায় খোঁচা দিয়ে বলে, জীবনে একটারেই কেবল পটাইতে পারছস। মেয়েটা বেকুব বলেই তোর সঙ্গে প্রেম করে।
- একাধিক থাকলে : বেশি গার্লফ্রেন্ড থাকলে রিস্কের ওপর দিন কাটে। কখন কার সামনে কাকে নিয়ে ধরা খেতে হয় তার কোনো নিশ্চয়তা নেই। শেষে পাবলিক পেল্গসে চরিত্রের সনদপত্র বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই একাধিক প্রেম করলে ইজ্জত নিহত হওয়ার আশঙ্কা থেকেই যায়।
- না থাকলে : না থাকলেও ব্যাপক সমস্যা। বন্ধুরা খোঁটা দিয়ে বলবে, তুই মানুষ, না কলাগাছ? একটা মেয়েকে পটাতে পারলি না! তোরে বন্ধু কইতেও আমার ঘাড়ের রগ টান খায়!
- বউ চিল্লা-পাল্লা না করলে যা হয় : স্বামী মুখ ঝামটা মেরে বলে, 'তোমার মতো বেকুব মহিলা আমি জীবনেও দেখি নাই। পাশের বাড়ির ভাবি তোমার পোলারে কানমলা দিল আর তুমি কিছুই কইলা না। এমন ডরাইন্না মাইয়া মানুষ লইয়া সংসার করুম ক্যামতে!'
বেশি চিল্লা-পাল্লা করলে : স্বামী বলে, 'ওরে বাপরে! এইবার অন্তত গলার সাউন্ডটা কমাও। কানের তো লোডশেডিং হইয়া যাইতাছে। গলা যেন চায়না মোবাইলের স্পিকার। মেয়ে মানুষের এই এক দোষ, সারাক্ষণ চিক্কুর-বাক্কুর না দিলে ভালোই লাগে না।
-টাকা ধার না চইলে যা হয় : আরে বেটা শুধু একবার মুখ দিয়ে বলে দেখবি। টাকার বন্যা বসাইয়া দিমু। আমরা খান আলী খান বংশের পোলাপান। আগেও খান পেছনেও খান। আমগো কাছে টাকার অভাব আছে নাকি। খালি বলি না, তোরা চাপা মনে করবি_ এই কারণে।
- চাইলে যা হয় : তোর টাকা লাগব আগে বলবি না। আমি তো গতকালই সব টাকা বাপজানরে দিয়া দিলাম। তুই আসলেই একটা গাধা! সকালে বললেও তোরে টাকা দিতে পারতাম। টাকা কি আমগো কাছে কম আছে?
-ফেরত না দিলে যা হয় : তুই আমার বন্ধু হয়েও টাকাটা এমন ঘুরাইতাছস; আগে জানলে টাকা তো দূরের কথা, এক টাকার কয়েনও তোকে দিতাম না। তুই আসলেই একটা পল্টিবাজ।
- প্রশংসা করলে যা হয় : যদি বেশি প্রশংসা করেন তাহলে আপনার গার্লফ্রেন্ড বলবে, ছেলেরা এমনই হয়; বুঝছো। মেয়েদের ফাঁদে ফেলতে প্রশংসা করে। কী ভাবছো, আমি কিছু বুঝি না তাই না! এই ক্লাস বহুত আগেই পাস করে আসছি। আজাইরা প্রশংসা করা বাদ দাও।
-না করলে : তুমি মানুষ, না রোবট! এত সুন্দর করে সেজে আসলাম আর কোনো কমেন্টই করতাছো না। আসলে তোমার ভেতরে আমারে নিয়ে কোনো ফিলিংস নাই। তুমি একটা হনুমান!
- অন্য কারও করলে :তুমি আমার চেয়ে আমার বান্ধবীরে বেশি সুন্দরী বললা! এই জন্যই তো বলি, আমার বান্ধবীর সামনে গেলে তুমি এমন ট্যারা হয়ে যাও কেন! আসলে তোমার চরিত্র বলে কিছু নাই। আগে জানলে প্রেম তো দূরের কথা, তোমারে আমার বাড়ির কুত্তা দিয়া দৌড়ানি খাওয়াতাম। আজ থেইক্কা ব্রেকআপ!
লাইফটা প্যাঁচময়!
এক বা একাধিক_ কোনটা থাকা ভালো, নাকি কিছু না থাকাই ভালো? তারই
কিঞ্চিৎ ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করেছেন সোহানুর রহমান অনন্ত
ষ গার্লফ্রেন্ড একটা থাকলে যা হয় : গার্লফ্রেন্ড যদি একটা থাকে তাহলে সারাক্ষণ ব্রেকআপ নিয়ে টেনশন। বন্ধুরা কথায় কথায় খোঁচা দিয়ে বলে, জীবনে একটারেই কেবল পটাইতে পারছস। মেয়েটা বেকুব বলেই তোর সঙ্গে প্রেম করে।
- একাধিক থাকলে : বেশি গার্লফ্রেন্ড থাকলে রিস্কের ওপর দিন কাটে। কখন কার সামনে কাকে নিয়ে ধরা খেতে হয় তার কোনো নিশ্চয়তা নেই। শেষে পাবলিক পেল্গসে চরিত্রের সনদপত্র বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই একাধিক প্রেম করলে ইজ্জত নিহত হওয়ার আশঙ্কা থেকেই যায়।
- না থাকলে : না থাকলেও ব্যাপক সমস্যা। বন্ধুরা খোঁটা দিয়ে বলবে, তুই মানুষ, না কলাগাছ? একটা মেয়েকে পটাতে পারলি না! তোরে বন্ধু কইতেও আমার ঘাড়ের রগ টান খায়!
- বউ চিল্লা-পাল্লা না করলে যা হয় : স্বামী মুখ ঝামটা মেরে বলে, 'তোমার মতো বেকুব মহিলা আমি জীবনেও দেখি নাই। পাশের বাড়ির ভাবি তোমার পোলারে কানমলা দিল আর তুমি কিছুই কইলা না। এমন ডরাইন্না মাইয়া মানুষ লইয়া সংসার করুম ক্যামতে!'
বেশি চিল্লা-পাল্লা করলে : স্বামী বলে, 'ওরে বাপরে! এইবার অন্তত গলার সাউন্ডটা কমাও। কানের তো লোডশেডিং হইয়া যাইতাছে। গলা যেন চায়না মোবাইলের স্পিকার। মেয়ে মানুষের এই এক দোষ, সারাক্ষণ চিক্কুর-বাক্কুর না দিলে ভালোই লাগে না।
-টাকা ধার না চইলে যা হয় : আরে বেটা শুধু একবার মুখ দিয়ে বলে দেখবি। টাকার বন্যা বসাইয়া দিমু। আমরা খান আলী খান বংশের পোলাপান। আগেও খান পেছনেও খান। আমগো কাছে টাকার অভাব আছে নাকি। খালি বলি না, তোরা চাপা মনে করবি_ এই কারণে।
- চাইলে যা হয় : তোর টাকা লাগব আগে বলবি না। আমি তো গতকালই সব টাকা বাপজানরে দিয়া দিলাম। তুই আসলেই একটা গাধা! সকালে বললেও তোরে টাকা দিতে পারতাম। টাকা কি আমগো কাছে কম আছে?
-ফেরত না দিলে যা হয় : তুই আমার বন্ধু হয়েও টাকাটা এমন ঘুরাইতাছস; আগে জানলে টাকা তো দূরের কথা, এক টাকার কয়েনও তোকে দিতাম না। তুই আসলেই একটা পল্টিবাজ।
- প্রশংসা করলে যা হয় : যদি বেশি প্রশংসা করেন তাহলে আপনার গার্লফ্রেন্ড বলবে, ছেলেরা এমনই হয়; বুঝছো। মেয়েদের ফাঁদে ফেলতে প্রশংসা করে। কী ভাবছো, আমি কিছু বুঝি না তাই না! এই ক্লাস বহুত আগেই পাস করে আসছি। আজাইরা প্রশংসা করা বাদ দাও।
-না করলে : তুমি মানুষ, না রোবট! এত সুন্দর করে সেজে আসলাম আর কোনো কমেন্টই করতাছো না। আসলে তোমার ভেতরে আমারে নিয়ে কোনো ফিলিংস নাই। তুমি একটা হনুমান!
- অন্য কারও করলে :তুমি আমার চেয়ে আমার বান্ধবীরে বেশি সুন্দরী বললা! এই জন্যই তো বলি, আমার বান্ধবীর সামনে গেলে তুমি এমন ট্যারা হয়ে যাও কেন! আসলে তোমার চরিত্র বলে কিছু নাই। আগে জানলে প্রেম তো দূরের কথা, তোমারে আমার বাড়ির কুত্তা দিয়া দৌড়ানি খাওয়াতাম। আজ থেইক্কা ব্রেকআপ!