join facebook page

Saturday, 2 August 2014

2-08-2014 Daily prothom alo chutir din-a amr lakha (special thanks Jobayer raju)

জিনের বাদশা

মোবাইলের রিং-টোনটা বেজে উঠতেই চোখ থেকে ঘুমটা লাফিয়ে পালাল। অপরিচিত একটা নম্বর। রিসিভ করব কি করব না, এমনটা ভাবতে ভাবতেই লাইনটা কেটে গেল। পর্দার নম্বরটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এই মাঝরাতে কে ফোন করতে পারে। ঠিক এমনটা যখন ভাবছি, ফোনটা আবার বেজে উঠল। হ্যালো বললাম, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়াশব্দ নেই। বেশ কয়েকবার ‘হ্যালো’ করতেই কেমন যেন একটা খসখস শব্দ শুনলাম ওপাশে। কিন্তু কোনো কথা নেই। কী ঘটছে কিছু বুঝতে পারছি না। খসখস শব্দটা থামার পর কর্কশ একটা কণ্ঠ ওপাশ থেকে বলল, তুই পাবি, সোনার কলসটা আমি তোকেই দেব। কণ্ঠটা কেমন যেন ভাসা ভাসা। কে আপনি? বলতেই আবার ওপাশের লোকটা হাসিতে ফেটে পড়ল। বলল, আমি জিনের বাদশা। কী, আপনি জিনের বাদশা? আরও কিছু বলতে যাব, ঠিক সেই মুহূর্তে লাইনটা কেটে গেল। একটু পরে দেখি সেই নম্বর থেকে মিসড কল আসছে। বুঝলাম না, জিনের বাদশার মোবাইল ব্যালেন্স শেষ হয়ে গেল কি না যে মিসড কল দিচ্ছে। আর কয়েকটা মিসড কল আসতেই কল করলাম। ওপাশে আবার খসখস শব্দ। বললাম, জিনের বাদশা হয়ে মোবাইলে মিসড কল দিচ্ছেন। আপনি জানেন না ব্যালেন্স শেষ হয়ে গেলে ১০ টাকা অ্যাডভান্স নেওয়া যায়? ভন্ডামি রেখে আপাতত ঘুমে মনোযোগ দিন, কাজে দেবে। ওপাশে লাইন কেটে গেল। বুঝলাম জিনের বাদশা আমার কথা পছন্দ করেনি। মানুষের ভন্ডামি দেখে খুব হাসি পাচ্ছিল।
সোহানুর রহমান
শনির আখড়া, ঢাকা।

No comments:

Post a Comment