join facebook page

Sunday, 26 July 2015

Aj 08-06-2015 Daily bangladesh protidin-ar rokomari rommo-te

ভাব দেখে বুঝে নিন
কোনো একটা কিছু চাওয়ার আগে শিরোনামটা কেমন হতে পারে তা লক্ষণ দেখেই বোঝা যায়,
তেমনি কিছু লক্ষণ তুলে ধরেছেন- সোহানুর রহমান অনন্ত

বউ শপিংয়ে যেতে চাইলে : ইহা পৃথিবীর চির সত্য একখান গবেষণা। আপনি প্রতিদিন অফিস থেকে এসে ঠাণ্ডা পানি এবং চা পান আর না পান যেদিন আপনার বউ শপিংয়ে যাওয়ার চিন্তা করবে ঠিক তার আগের দিন রাতেই আপনি ঘরে প্রবেশ করতেই চা, ঠাণ্ডা পানি পেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনার চেহারার দিকে তাকিয়ে বলবে, কাজ করতে করতে শরীরের কী হাল করেছ। ওহ! তোমাকে নিয়ে আমার কত্ত টেনশন। যাই হোক আসল কথা বলি, পাশের বাড়ির ভাবী আজ একটা দামি শাড়ি কিনে এনেছে দাম বেশি নয় মাত্র ২০ হাজার টাকা। কাল আমরাও শপিংয়ে যাব তুমি কিন্তু না করতে পারবে না জানু পাখি।

পরিশেষ : এমন হার্ট ব্রেকফেল খাওয়া কাজ করার পর এই কথা বললে 'না' শব্দটাই আপনি ভুলে যাবেন।



প্রেমিকা চাইনিজে যেতে চাইলে : সারা জীবন আপনাকে মিসকল দিলেও সেদিন ঠিকই আপনাকে সরাসরি ফোন করবে ডেটিংয়ে আসার জন্য। তারপর মুখের অঙ্গভঙ্গি একেক রকম করে বলবে। রোজ রোজ বাদাম খেয়ে তো ডায়রিয়া হয়ে যাবে। গতকাল রাতে স্বপ্ন দেখলাম তুমি আমাকে চাইনিজ খাওয়াচ্ছ। জানো তো আমার আবার স্বপ্ন পূরণ না হলে অস্থির অস্থির লাগে। চোখে ঝিরঝির দেখি। বাবু চল চাইনিজে যাই। হো হো হো।

পরিশেষ : ভাই আমার সাধ্য নেই না করার আপনি পারলে না করেন।

বাড়িওয়ালা ভাড়া বাড়াতে চাইলে : আমার বাসায় আলো বাতাস আনলিমিটেড। দেখতাছেন না মহল্লায় পানি সংকট দেখা দিলেও আমার বাড়িতে প্রশান্ত মহাসাগরের মতো পানি টলমল করে সারাক্ষণ। কোনো প্রকার চিল্লা-পাল্লা তো নাই টিকটিকির শব্দও নাই। আমি হইলাম একেবারে শান্তিপ্রিয় একজন বাড়িওয়ালা। তা কথা হইল ভাড়াটা আগামী মাস থেকে আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় এত শান্তিতে থাকার পর আপনার কোনো আপত্তি থাকবে না।

পরিশেষ : এটা শোনার পর অশান্তি কয়দিন বিরাজ করে সেটাই দেখার বিষয়।



বন্ধু টাকা ধার চাইলে : বন্ধু আমি হইলাম তোমার ছোটবেলার ফ্রেন্ড। সবাই তোরে ঠকাইলেও আমি কিন্তু কোনো দিন ঠকাই নাই। তো বন্ধু একটা জিনিস তোরে দিতেই হইব। বেশি না মাত্র পাঁচ হাজার টাকা দিবি।

পরিশেষ : কী কমু ভাই আমি নিজেই এই রোগে আক্রান্ত।

No comments:

Post a Comment