Therapy<<<>>>03-06-2015
গরমে তাহাদের অবদান
সোহানুর রহমান অনন্ত
গরমে কার বেশি অবদান, এমনটা নিয়ে
যদি কোনো পুরস্কার দেয়া হতো,তাহলে
তারা কী বক্তব্য দিতো, সেটাই জানাচ্ছে সোহানুর রহমান অনন্ত
ফ্রিজ : বন্ধুগণ, আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে, আমরা বারো মাসই সেবা প্রদান করে থাকি। যদিও শীতকালে আমাদের ব্যবহার কম হয়। কিন্তু গরমকালে তো আমাদের দম ফেলার টাইম নাই। আমরা আছি বলেই ঠাণ্ডা পানি খেয়ে কলিজা ঠাণ্ডা করেন। স্বস্তি পান, নইলে আপনাদের কী যে হতো।
হাতপাখা : বলদ ফ্রিজ অমন চিক্কুর পাইরা লাভ নাই। তুমি তো আছো আরেকজনের ঘাড়ের ওপর। কারেন্ট না থাকলে তো নিজেই গরমে অজ্ঞান হয়ে পড়ো। আর আমাকে দেখছো। আমি গরম বাতাসকে কনভার্ট করে ঠাণ্ডা করি। আমার জন্য কোনো কারেন্টের প্রয়োজন হয় না। অতএব এই গরমে তোমার চেয়ে আমার অবদান অনেক বেশি।
লেবুর শরবত : বললেই হলো, আমাদের শাখা যদি প্রতিটি রাস্তার পাশে না থাকত, তাহলে কী হতো একবার ভেবে দেখুন। আমাদের দাম অল্প কিন্তু আমরা প্রচণ্ড গরমে কলিজা ঠাণ্ডা করে থাকি। মানুষ আমাদের খাওয়ার জন্য লাইন দেয়। শুধু মানুষ না, মশা মাছিও লাইন মারে। এইবার চিন্তা কইরা দেখেন, আমাদের জনপ্রিয়তা কেমন। অতএব এই গরমে আমাদের অবদানই সবচেয়ে বেশি।
বিদ্যুৎ : তোমাদের কথা শুনলে হাসি, গরমে সবচেয়ে জনপ্রিয় হলাম আমি। আমি না থাকলে মানুষের মনে শান্তি থাকে না। এই গরমে আমার দেখা পাওয়া মানে, সোনার হরিণ পাওয়ার মতো। তাই গরমে সবচেয়ে বেশি অবদান আমিই রাখি।
কুল পাউডার : কথা শুনে আর কী কইতাম, বিদ্যুৎ মিয়া তুমি তো চোরের মতো পালিয়ে থাকো। তোমার অবস্থান হলো ৫ মিনিটের জন্য এসে পাঁচ ঘণ্টার জন্য হারিয়ে যাওয়া। আমার কথা সবাই জানে, আমি এক দিকে যেমন ঠাণ্ডা রাখি অন্য দিকে গরমের ঘামের গন্ধটাকেও ছড়াতে দেই না। তাই অবদানটা তো আমারই বেশি হইলো।
এসি : চুপ থাক্ চুলকাইন্না পাইডার, তোমরা চুলাচুলি করে যা ইচ্ছে তাই বলো। গরমে আমার চেয়ে বেশি অবদান কেউই রাখে না। অফিস, বাড়ি সব জায়গায় আমার জনপ্রিয়তা, আমি বন্ধ থাকলে তো মানুষের চিল্লাপাল্লা শুরু হইয়া যায়। সুতরাং চিক্কুর পাইরা কোনো লাভ নাই।
পানি : গরমে যে আমার অবদান সবচেয়ে বেশি এটা তো সবাই জানে। বেশি গরম লাগলেই সবাই আমাদের দিয়ে গোসল করে ঠাণ্ডা হয়। আমাকে পান করে শরীরের পানিশূনতা পূরণ করে। যে যত লেকচারই মারুক না কেন, আমার অবদান কইলাম সবার চাইতে বেশি।
আইসক্রিম : সবার বকবক তো শুনলাম, এইবার আমারটা শোন, আমি কি গরমে অবদানটা কম রাখি নাকি। আমি যেমন স্বাদযুক্ত তেমন ঠাণ্ডাও। গরমে ঠাণ্ডার পাশাপাশি মানুষের মনও ভালো করতে পারি। তাইলে আমার অবদানটাই বা কম কিসের।
গরমে তাহাদের অবদান
সোহানুর রহমান অনন্ত
গরমে কার বেশি অবদান, এমনটা নিয়ে
যদি কোনো পুরস্কার দেয়া হতো,তাহলে
তারা কী বক্তব্য দিতো, সেটাই জানাচ্ছে সোহানুর রহমান অনন্ত
ফ্রিজ : বন্ধুগণ, আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে, আমরা বারো মাসই সেবা প্রদান করে থাকি। যদিও শীতকালে আমাদের ব্যবহার কম হয়। কিন্তু গরমকালে তো আমাদের দম ফেলার টাইম নাই। আমরা আছি বলেই ঠাণ্ডা পানি খেয়ে কলিজা ঠাণ্ডা করেন। স্বস্তি পান, নইলে আপনাদের কী যে হতো।
হাতপাখা : বলদ ফ্রিজ অমন চিক্কুর পাইরা লাভ নাই। তুমি তো আছো আরেকজনের ঘাড়ের ওপর। কারেন্ট না থাকলে তো নিজেই গরমে অজ্ঞান হয়ে পড়ো। আর আমাকে দেখছো। আমি গরম বাতাসকে কনভার্ট করে ঠাণ্ডা করি। আমার জন্য কোনো কারেন্টের প্রয়োজন হয় না। অতএব এই গরমে তোমার চেয়ে আমার অবদান অনেক বেশি।
লেবুর শরবত : বললেই হলো, আমাদের শাখা যদি প্রতিটি রাস্তার পাশে না থাকত, তাহলে কী হতো একবার ভেবে দেখুন। আমাদের দাম অল্প কিন্তু আমরা প্রচণ্ড গরমে কলিজা ঠাণ্ডা করে থাকি। মানুষ আমাদের খাওয়ার জন্য লাইন দেয়। শুধু মানুষ না, মশা মাছিও লাইন মারে। এইবার চিন্তা কইরা দেখেন, আমাদের জনপ্রিয়তা কেমন। অতএব এই গরমে আমাদের অবদানই সবচেয়ে বেশি।
বিদ্যুৎ : তোমাদের কথা শুনলে হাসি, গরমে সবচেয়ে জনপ্রিয় হলাম আমি। আমি না থাকলে মানুষের মনে শান্তি থাকে না। এই গরমে আমার দেখা পাওয়া মানে, সোনার হরিণ পাওয়ার মতো। তাই গরমে সবচেয়ে বেশি অবদান আমিই রাখি।
কুল পাউডার : কথা শুনে আর কী কইতাম, বিদ্যুৎ মিয়া তুমি তো চোরের মতো পালিয়ে থাকো। তোমার অবস্থান হলো ৫ মিনিটের জন্য এসে পাঁচ ঘণ্টার জন্য হারিয়ে যাওয়া। আমার কথা সবাই জানে, আমি এক দিকে যেমন ঠাণ্ডা রাখি অন্য দিকে গরমের ঘামের গন্ধটাকেও ছড়াতে দেই না। তাই অবদানটা তো আমারই বেশি হইলো।
এসি : চুপ থাক্ চুলকাইন্না পাইডার, তোমরা চুলাচুলি করে যা ইচ্ছে তাই বলো। গরমে আমার চেয়ে বেশি অবদান কেউই রাখে না। অফিস, বাড়ি সব জায়গায় আমার জনপ্রিয়তা, আমি বন্ধ থাকলে তো মানুষের চিল্লাপাল্লা শুরু হইয়া যায়। সুতরাং চিক্কুর পাইরা কোনো লাভ নাই।
পানি : গরমে যে আমার অবদান সবচেয়ে বেশি এটা তো সবাই জানে। বেশি গরম লাগলেই সবাই আমাদের দিয়ে গোসল করে ঠাণ্ডা হয়। আমাকে পান করে শরীরের পানিশূনতা পূরণ করে। যে যত লেকচারই মারুক না কেন, আমার অবদান কইলাম সবার চাইতে বেশি।
আইসক্রিম : সবার বকবক তো শুনলাম, এইবার আমারটা শোন, আমি কি গরমে অবদানটা কম রাখি নাকি। আমি যেমন স্বাদযুক্ত তেমন ঠাণ্ডাও। গরমে ঠাণ্ডার পাশাপাশি মানুষের মনও ভালো করতে পারি। তাইলে আমার অবদানটাই বা কম কিসের।
No comments:
Post a Comment