Aj 01-11-2014 daily kalar kanta fun magazine gorardim-a amar lakha
সেরা সাপোর্টার প্রমাণ করবেন যেভাবে
চলছে বাংলাদেশ-জিম্বা
বুয়ে
ক্রিকেট ম্যাচ। আর এই খেলা উপলক্ষে নিজেকে যেভাবে সেরা টাইগারদের
সাপোর্টার প্রমাণ করবেন সেটাই জানাচ্ছেন সোহানুর রহমান অনন্ত এঁকেছেন মাসুম
পোস্টারিং করুন
নির্বাচন এলে আমাদের দেশের নেতারা যেমন পোস্টারিং করে, তেমনি আপনি বাংলাদেশ দলের খেলোয়াড়ের সঙ্গে নিজের ছবিযুক্ত পোস্টার দেয়ালে দেয়ালে টানিয়ে দিন। প্রয়োজনে ব্যানারও টানাতে পারেন রাস্তার মোড়ে মোড়ে। চাইলে বিশাল সাইজের বিলবোর্ড ভাড়া করেও পোস্টারিং করতে পারেন। প্রতিটি দেয়ালে আপনার ছবিযুক্ত পোস্টার যদি দেখা যায়, নিশ্চয়ই পাবলিক আপনাকে সেরা সাপোর্টার ভাবতে বাধ্য হবে।
ম্যাচিং করুন
বাইরে বের হওয়ার আগে নিজের পোশাক থেকে সব কিছু বাংলাদেশ দলের জার্সি কালারের সঙ্গে ম্যাচ করে ফেলুন। দরকার হলে গাড়ি-বাড়ি সব কিছু কালার করে ফেলুন। যাতে কেউ আপনার বাড়ির সামনে দিয়ে গেলে বা ভেতরে ঢুকলে বুঝতেই না পারে এটা বাড়ি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমার মনে হয়, এমনটা করতে পারলে অবশ্যই নিজেকে সেরা সাপোর্টার হিসেবে প্রমাণ করতে পারবেন।
উপহার দিন
যারা আপনার সঙ্গে বাংলাদেশ দলকে সাপোর্ট করবে, তাদের একটা করে স্ক্র্যাচ কার্ড দিন। যাতে বিভিন্ন রকমের পুরস্কার পাওয়া যাবে। সঙ্গে এক কাপ করে চা ফ্রি তো আছেই। এমনটা করতে পারলে সবার মুখে মুখে সেরা সাপোর্টার হিসেবে আপনার নাম রটে যাবে।
নাম চেঞ্জ করে ফেলুন
সাময়িকভাবে আকিকা ছাড়াই নিজের পছন্দের সাকিব কিংবা মাশরাফির নাম নিজের নামের জায়গায় বসিয়ে দিন এবং সবাইকে বলুন এই এক মাস আপনাকে এই নামে ডাকতে। ফেসবুকেও একই কাজ করতে পারেন। রাস্তাঘাটে সবাই যখন আপনাকে সেই নামে ডাকবে, আশপাশের পাবলিক অবশ্যই আপনাকে গ্রেট সাপোর্টার মনে করবে।
আয়োজন করুন
ফুটবল খেলার মতো ক্রিকেট খেলা দেখার জন্যও বড় মাপের আয়োজন করুন। এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করুন। জানিয়ে দিন, অমুক ভাইয়ের সৌজন্যে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যকর পরিবেশে বসার ব্যবস্থা করা আছে। দেখবেন, আপনার আয়োজনে মানুষের ঢল নেমেছে। ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছা থাকলে খেলা শেষে একটু লেকচারও মেরে দিতে পারেন।
অনেকগুলো টিকিট কিনুন
খেলা দেখতে গিয়ে একসঙ্গে অনেকগুলো টিকিট কেটে ফেলুন এবং ফাঁকা সিটগুলোর মাঝের সিটে বসে আরাম করে খেলা দেখুন। পাবলিক যখন দেখবে আপনি একাই এতগুলো টিকিট কিনে খেলা দেখছেন, তখন আপনাকে সেরা সাপোর্টার ভাববেই।
সেরা সাপোর্টার প্রমাণ করবেন যেভাবে
চলছে বাংলাদেশ-জিম্বা
পোস্টারিং করুন
নির্বাচন এলে আমাদের দেশের নেতারা যেমন পোস্টারিং করে, তেমনি আপনি বাংলাদেশ দলের খেলোয়াড়ের সঙ্গে নিজের ছবিযুক্ত পোস্টার দেয়ালে দেয়ালে টানিয়ে দিন। প্রয়োজনে ব্যানারও টানাতে পারেন রাস্তার মোড়ে মোড়ে। চাইলে বিশাল সাইজের বিলবোর্ড ভাড়া করেও পোস্টারিং করতে পারেন। প্রতিটি দেয়ালে আপনার ছবিযুক্ত পোস্টার যদি দেখা যায়, নিশ্চয়ই পাবলিক আপনাকে সেরা সাপোর্টার ভাবতে বাধ্য হবে।
ম্যাচিং করুন
বাইরে বের হওয়ার আগে নিজের পোশাক থেকে সব কিছু বাংলাদেশ দলের জার্সি কালারের সঙ্গে ম্যাচ করে ফেলুন। দরকার হলে গাড়ি-বাড়ি সব কিছু কালার করে ফেলুন। যাতে কেউ আপনার বাড়ির সামনে দিয়ে গেলে বা ভেতরে ঢুকলে বুঝতেই না পারে এটা বাড়ি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমার মনে হয়, এমনটা করতে পারলে অবশ্যই নিজেকে সেরা সাপোর্টার হিসেবে প্রমাণ করতে পারবেন।
উপহার দিন
যারা আপনার সঙ্গে বাংলাদেশ দলকে সাপোর্ট করবে, তাদের একটা করে স্ক্র্যাচ কার্ড দিন। যাতে বিভিন্ন রকমের পুরস্কার পাওয়া যাবে। সঙ্গে এক কাপ করে চা ফ্রি তো আছেই। এমনটা করতে পারলে সবার মুখে মুখে সেরা সাপোর্টার হিসেবে আপনার নাম রটে যাবে।
নাম চেঞ্জ করে ফেলুন
সাময়িকভাবে আকিকা ছাড়াই নিজের পছন্দের সাকিব কিংবা মাশরাফির নাম নিজের নামের জায়গায় বসিয়ে দিন এবং সবাইকে বলুন এই এক মাস আপনাকে এই নামে ডাকতে। ফেসবুকেও একই কাজ করতে পারেন। রাস্তাঘাটে সবাই যখন আপনাকে সেই নামে ডাকবে, আশপাশের পাবলিক অবশ্যই আপনাকে গ্রেট সাপোর্টার মনে করবে।
আয়োজন করুন
ফুটবল খেলার মতো ক্রিকেট খেলা দেখার জন্যও বড় মাপের আয়োজন করুন। এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করুন। জানিয়ে দিন, অমুক ভাইয়ের সৌজন্যে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যকর পরিবেশে বসার ব্যবস্থা করা আছে। দেখবেন, আপনার আয়োজনে মানুষের ঢল নেমেছে। ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছা থাকলে খেলা শেষে একটু লেকচারও মেরে দিতে পারেন।
অনেকগুলো টিকিট কিনুন
খেলা দেখতে গিয়ে একসঙ্গে অনেকগুলো টিকিট কেটে ফেলুন এবং ফাঁকা সিটগুলোর মাঝের সিটে বসে আরাম করে খেলা দেখুন। পাবলিক যখন দেখবে আপনি একাই এতগুলো টিকিট কিনে খেলা দেখছেন, তখন আপনাকে সেরা সাপোর্টার ভাববেই।
No comments:
Post a Comment