aj 17-11-2014 daily bangladesh potidine-ar rokomari tommo-ta amar lakha idea<< nij dayetta porun<<>>><
লোকাল বাসে যেভাবে সিট পাবেন
লোকাল বাসে সিট পাওয়াটা হাতে আকাশের চাঁদ পাওয়ার মতো। পাবলিকের গুঁতাগুঁতি, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা এছাড়া পকেটমার তো সদা জাগ্রত আছেই। তো কী করলে সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে, জানাচ্ছেন- সোহানুর রহমান অনন্ত
পিঁপড়া নিয়ে উঠুন : গাড়িতে উঠার সময় কিছু পিঁপড়া নিয়ে উঠুন, তারপর সবার অগোচরে দুই একটা সিটে বসা আদমির উপর ছেড়ে দিন। দেখবেন কামড় খেয়ে ব্যাটা শুধু সিট-ই ছাড়বে না, চিল্লাপাল্লা করে বাসও ত্যাগ করবে। আর আপনি সেই সুযোগে সিটে বসে পড়বেন।
চেয়ার সঙ্গে রাখুন : সিট পাওয়াটা এত মুশকিল হলে নিজেই একটি চেয়ার সঙ্গে রাখুন। তারপর বাসে উঠে দাঁড়িয়ে না থেকে চেয়ারে বসে পড়ুন ব্যস মামলা ফিনিস।
হেলপারকে আত্মীয় বানিয়ে ফেলুন : হেলপারকে বানিয়ে বানিয়ে কথা বলে দুঃসম্পর্কের আত্মীয় হিসেবে নিজেকে পরিচয় দিন। ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারলে। সিটও পাবেন ভাড়াটাও বেচে যাবে।
লোকাল বাসে যেভাবে সিট পাবেন
লোকাল বাসে সিট পাওয়াটা হাতে আকাশের চাঁদ পাওয়ার মতো। পাবলিকের গুঁতাগুঁতি, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা এছাড়া পকেটমার তো সদা জাগ্রত আছেই। তো কী করলে সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে, জানাচ্ছেন- সোহানুর রহমান অনন্ত
পিঁপড়া নিয়ে উঠুন : গাড়িতে উঠার সময় কিছু পিঁপড়া নিয়ে উঠুন, তারপর সবার অগোচরে দুই একটা সিটে বসা আদমির উপর ছেড়ে দিন। দেখবেন কামড় খেয়ে ব্যাটা শুধু সিট-ই ছাড়বে না, চিল্লাপাল্লা করে বাসও ত্যাগ করবে। আর আপনি সেই সুযোগে সিটে বসে পড়বেন।
চেয়ার সঙ্গে রাখুন : সিট পাওয়াটা এত মুশকিল হলে নিজেই একটি চেয়ার সঙ্গে রাখুন। তারপর বাসে উঠে দাঁড়িয়ে না থেকে চেয়ারে বসে পড়ুন ব্যস মামলা ফিনিস।
হেলপারকে আত্মীয় বানিয়ে ফেলুন : হেলপারকে বানিয়ে বানিয়ে কথা বলে দুঃসম্পর্কের আত্মীয় হিসেবে নিজেকে পরিচয় দিন। ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারলে। সিটও পাবেন ভাড়াটাও বেচে যাবে।
No comments:
Post a Comment