10-08-2015 Daily somokal-ar pachall-a
শান্তি নাইরে পাগলা!
স্বামীর অনেক বিষয় নিয়েই বউদের আপত্তি থাকে, কোনো কিছু থাকলেও যেমন তাদের সমস্যা আবার কোনো কিছু না থাকলেও সমস্যা! কেমন সেই সমস্যাগুলো সেটাই জানাচ্ছেন বউয়ের হাতে নির্যাতিত স্বামী সোহানুর রহমান অনন্ত
হতাড়াতাড়ি আসলে : স্বামী অফিস থেকে তাড়াতাড়ি আসলে বউয়ের অভিযোগ, কাজ ফাঁকি দিয়ে এত তাড়াতাড়ি বাসায় আস কেন? টাকাটা তো অন্তত হালাল করে আনতে পার। তোমাকে যে কোন গাধা চাকরি দিয়েছে! এত ফাঁকি দাও তাও কিছু বলে না।
হদেরি করে আসলে : এত কাজের অজুহাত দেখাচ্ছ কেন? সোজা কথা বললেই তো পার তোমার পাশে সুন্দরী কলিগ জয়েন করেছে। তাকে ছেড়ে আসতে ইচ্ছা করে না। মনে করছ_ আমি কিছুই বুঝি না। আগে তো সন্ধ্যা না হতেই বাসায় চলে আসতা আর এখন ১০টা বাজলেও খবর থাকে না। আমার প্রতি যে তোমার মহব্বত কমতাছে, এটাই তার বড় প্রমাণ।
বি.দ্র : এরপর যদি কোনো চুলটুল শার্টে পাওয়া যায় তাহলে কী হতে পারে সেটা চিন্তা করে লিখতে গেলে হার্ট অ্যাটাক করার সম্ভাবনা আছে!
হঅন্য দিকে না তাকালে : তুমি আজকাল চোখ আসমানে নিয়া চলাফেরা কর নাকি! এই যে পাশের বাড়ির ভাবি কত্ত সুন্দর সুন্দর শাড়ি পরে আর তুমি বলছ তুমি দেখই না। এত্ত কিপ্টা তুমি কেমতে হইতে পারলা। মানুষের বউরা কত্ত কিছু কিনে আর আমি কিছুই পাই না। মনডা চায় ইঁদুরের ওষুধ খাইয়া সুইসাইড করি।
হকোনো দিকে তাকালে : কী বললা তুমি! পাশের বাড়ির ভাবি তোমারে দেইখা হাসছে! তুমি দেখলা ক্যামনে! তার মানে তুমি তাকাইছ! এই জন্যই তো কই তোমার চোখ আজকাল টেরা লাগে কেন। এক চোখ দিয়ে আমারে দেখ অন্য চোখ দিয়ে দেখ অন্য মাইয়া মানুষরে। আসলে তোমার চরিত্র পাতিলের তলার চেয়েও কালো। আর যদি কোনো মাইয়ার দিকে তাকাইছ তোমার চোখ কিন্তু জায়গায় থাকব না।
হদাম দিয়ে কিছু কিনলে : বেকুবের বেকুব! এই এত দাম দিয়ে কেউ বেগুন কেনে! তোমার মতো গাধা স্বামী আমি আর দেখি নাই। মানুষ সস্তা জিনিস খোঁজে সেভিং করে আর তুমি কি-না...। আসলেই তোমার বুদ্ধি হাঁটুর নিচে। কেমতে যে তোমার লগে সংসার করুম!
হকম দামি কিনলে : তোমার যে পুঁটি মাছের আত্মা সেটা আবারও প্রমাণ করলা। একটা শাড়িই তো কিনছ। বেশি দাম দিয়ে বড় মার্কেট থেকে কিনলে কী হতো? শেষ পর্যন্ত কি-না গুলিস্তানের কাপড় কিনা আনলা : আমার বাবার বাড়িতে কখনও কম দামি জিনিস পরি নাই। তোমার সংসারে এসে এসব পরতে হইতাছে। আমার কপালডাই খারাপ!
হফেসবুক না চালালে : তুমি আসলেই আপডেড হইতে পারলা না। এখন কারও আবার ফেসবুক আইডি না থাকে! তুমি তো দেখতাছি মানুষের সামনে এই কথা বইলা ইজ্জত পাংচার করবা। আজকেই একটা আইডি খুলবা। দরকার হইলে আমার কাছ থেইক্কা ট্রেনিং নিবা কেমতে চালাইতে হয়।
হআইডি থাকলে : এই কারণেই তো কই, আমারে সময় দেওয়ার সময় তোমার থাকব কই থেইক্কা! তুমি তো আছ তোমার ফেসবুক নিয়া। সারাক্ষণ অন্য মাইয়াগো লগে চ্যাটিং কর। তুমি আসলেই হনুমান একটা। আজকেই যদি আইডি ডিঅ্যাকটিভ না করছ তাইলে তোমার ঘরে ঢোকা বন্ধ।
শান্তি নাইরে পাগলা!
স্বামীর অনেক বিষয় নিয়েই বউদের আপত্তি থাকে, কোনো কিছু থাকলেও যেমন তাদের সমস্যা আবার কোনো কিছু না থাকলেও সমস্যা! কেমন সেই সমস্যাগুলো সেটাই জানাচ্ছেন বউয়ের হাতে নির্যাতিত স্বামী সোহানুর রহমান অনন্ত
হতাড়াতাড়ি আসলে : স্বামী অফিস থেকে তাড়াতাড়ি আসলে বউয়ের অভিযোগ, কাজ ফাঁকি দিয়ে এত তাড়াতাড়ি বাসায় আস কেন? টাকাটা তো অন্তত হালাল করে আনতে পার। তোমাকে যে কোন গাধা চাকরি দিয়েছে! এত ফাঁকি দাও তাও কিছু বলে না।
হদেরি করে আসলে : এত কাজের অজুহাত দেখাচ্ছ কেন? সোজা কথা বললেই তো পার তোমার পাশে সুন্দরী কলিগ জয়েন করেছে। তাকে ছেড়ে আসতে ইচ্ছা করে না। মনে করছ_ আমি কিছুই বুঝি না। আগে তো সন্ধ্যা না হতেই বাসায় চলে আসতা আর এখন ১০টা বাজলেও খবর থাকে না। আমার প্রতি যে তোমার মহব্বত কমতাছে, এটাই তার বড় প্রমাণ।
বি.দ্র : এরপর যদি কোনো চুলটুল শার্টে পাওয়া যায় তাহলে কী হতে পারে সেটা চিন্তা করে লিখতে গেলে হার্ট অ্যাটাক করার সম্ভাবনা আছে!
হঅন্য দিকে না তাকালে : তুমি আজকাল চোখ আসমানে নিয়া চলাফেরা কর নাকি! এই যে পাশের বাড়ির ভাবি কত্ত সুন্দর সুন্দর শাড়ি পরে আর তুমি বলছ তুমি দেখই না। এত্ত কিপ্টা তুমি কেমতে হইতে পারলা। মানুষের বউরা কত্ত কিছু কিনে আর আমি কিছুই পাই না। মনডা চায় ইঁদুরের ওষুধ খাইয়া সুইসাইড করি।
হকোনো দিকে তাকালে : কী বললা তুমি! পাশের বাড়ির ভাবি তোমারে দেইখা হাসছে! তুমি দেখলা ক্যামনে! তার মানে তুমি তাকাইছ! এই জন্যই তো কই তোমার চোখ আজকাল টেরা লাগে কেন। এক চোখ দিয়ে আমারে দেখ অন্য চোখ দিয়ে দেখ অন্য মাইয়া মানুষরে। আসলে তোমার চরিত্র পাতিলের তলার চেয়েও কালো। আর যদি কোনো মাইয়ার দিকে তাকাইছ তোমার চোখ কিন্তু জায়গায় থাকব না।
হদাম দিয়ে কিছু কিনলে : বেকুবের বেকুব! এই এত দাম দিয়ে কেউ বেগুন কেনে! তোমার মতো গাধা স্বামী আমি আর দেখি নাই। মানুষ সস্তা জিনিস খোঁজে সেভিং করে আর তুমি কি-না...। আসলেই তোমার বুদ্ধি হাঁটুর নিচে। কেমতে যে তোমার লগে সংসার করুম!
হকম দামি কিনলে : তোমার যে পুঁটি মাছের আত্মা সেটা আবারও প্রমাণ করলা। একটা শাড়িই তো কিনছ। বেশি দাম দিয়ে বড় মার্কেট থেকে কিনলে কী হতো? শেষ পর্যন্ত কি-না গুলিস্তানের কাপড় কিনা আনলা : আমার বাবার বাড়িতে কখনও কম দামি জিনিস পরি নাই। তোমার সংসারে এসে এসব পরতে হইতাছে। আমার কপালডাই খারাপ!
হফেসবুক না চালালে : তুমি আসলেই আপডেড হইতে পারলা না। এখন কারও আবার ফেসবুক আইডি না থাকে! তুমি তো দেখতাছি মানুষের সামনে এই কথা বইলা ইজ্জত পাংচার করবা। আজকেই একটা আইডি খুলবা। দরকার হইলে আমার কাছ থেইক্কা ট্রেনিং নিবা কেমতে চালাইতে হয়।
হআইডি থাকলে : এই কারণেই তো কই, আমারে সময় দেওয়ার সময় তোমার থাকব কই থেইক্কা! তুমি তো আছ তোমার ফেসবুক নিয়া। সারাক্ষণ অন্য মাইয়াগো লগে চ্যাটিং কর। তুমি আসলেই হনুমান একটা। আজকেই যদি আইডি ডিঅ্যাকটিভ না করছ তাইলে তোমার ঘরে ঢোকা বন্ধ।
No comments:
Post a Comment