join facebook page

Tuesday, 31 March 2015

Aj 16-2-2015 Daily bangladesh potidine-a amar lakha

খেলা দেখার কৌশল
বিশ্বকাপ খেলা দেখা নিয়ে আপনি হয়তো ব্যাপক টেনশনে আছেন। ভাবছেন কীভাবে টেনশনমুক্ত খেলা দেখা যায়? আপনার জন্যই আমাদের এই টিপস্গুলো লিখেছেন- সোহানুর রহমান অনন্ত

আলগা খাতির জমান-

যেহেতু খেলাগুলো দিনের বেলাতে পড়েছে তাই আপনার বাড়তি টেনশন থাকতেই পারে। সেই কারণেই আপনার উচিত নিয়মিত বসের সঙ্গে আলগা খাতির জমানো। তাকে বলুন, তাকে বিখ্যাত অমুক খেলোয়াড়ের মতো তমুক খেলোয়াড়ের মতো লাগে ইত্যাদি। আর এতে বস খুশি হয়ে শুধু আপনাকে খেলা দেখার সুযোগ করেই দেবে না নিজেও খেলা দেখতে বসে যাবে।



প্রেমে কৌশলী হোন-

খেলা দেখার সময় প্রেমিকা দুষ্টুমি করতেই পারে। যেহেতু আপনি সুপারম্যান নন, আর প্রেমিকার কথা লাইলীর কথার মতোই মূল্যবান, তাই আপনাকে ভিন্ন কৌশলে এগোতে হবে। অর্থাৎ প্রেমিকা যদি ডেটিংয়ে যেতে বলে আপনি যাবেন। কোনো রেস্টুরেন্টে যেতে বললেও যাবেন। ব্যস খাওয়া-দাওয়া করে মানিব্যাগ ফেলে এসেছেন এই টাইপের কথা বলে প্রেমিকার কাঁধে বিল ধরিয়ে দিলেই দেখবেন আপনার সাথে ডেটিংয়ে যাবে না। আর তাই আপনিও আরামে খেলা দেখতে পারবেন।

বউকে এমনি এমনি উপহার দিন-

বিবাহিত ভাইয়েরা খুব ভালোভাবেই জানেন, খেলা দেখা কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। যেহেতু বউ বিদেশি সিরিয়াল দেখতে পছন্দ করে তাই আপনার উচিত বউকে নতুন নতুন ড্রেস উপহার দেওয়া, আর এগুলো নিজে কিনতে যদি সাহস না পান তাহলে বউকে কিছু টাকা দিয়ে দিন। দেখবেন খেলা দেখার সময়, কেউ আর বিরক্ত করবে না।

নিরীহ গুজব রটিয়ে দিন-

যেহেতু খেলাটা আপনাকে ঠাণ্ডা মাথায় দেখতে হবে তাই আপনার উচিত নিরীহ গুজব রটিয়ে দেওয়া। যাতে আত্মীয়-স্বজন এসে বিরক্ত করতে না পারে। গুজব রটিয়ে দিন আপনার বাড়ির অবস্থা নড়বড়ে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ব্যস কেউ আর আপনার বাড়িতে ভুলেও আসবে না।

বিকল্প কিছু ভাবুন- আর এর কোনোটাই যদি কার্যকরী না হয়, তাহলে মাস দুয়েকের জন্য শ্বশুরবাড়িতে বেড়াতে চলে যান। জানেন তো জামাইদের আবার শ্বশুরবাড়িতে ব্যাপক কদর। পায়ের ওপর পা তুলে খেলা দেখুন, কোনো সমস্যা নেই। খাওয়া-দাওয়াও ফ্রি। তবে শালাশালী থেকে সাবধান।

আর যারা বিয়ে করেননি তাদের জন্য আমাদের গবেষণা অব্যাহত রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো টিপস্ পেলেই জানিয়ে দেওয়া হবে।


No comments:

Post a Comment