join facebook page

Tuesday, 31 March 2015

Aj 09-02-2015 Daily bangladesh potidine-ar rokomari rommota amar lakha<<>>> tongue emoticon

বইমেলায় যা করতে পারেন
ভাবছেন বইমেলায় আপনি আবার কি করতে পারেন? জি, আপনার জন্যই আমাদের মাথাব্যথা। বইমেলায় আপনি অনেক কিছুই করতে পারেন। তারই কিছু নমুনা তুলে ধরেছে- সোহানুর রহমান অনন্ত

নাম বদলান-

অনেকেই বই বের করে চিন্তায় থাকেন তার বইটা হিট হবে কিনা। বা সেটা সেল কেমন হবে ইত্যাদি। আপনিও যদি এমন চিন্তা করে থাকেন তাহলে নিজের বইয়ের নামই বদলে ফেলুন। মানে বইয়ের নাম রাখুন বেস্ট সেলার। ব্যস সেল হোক আর না হোক, মেলায় আপনার বই অবশ্যই বেস্ট সেলার, পুরো জাতি একসঙ্গে সেটা স্বীকার করতে বাধ্য।

সুপার স্টার হয়ে যান-

নিয়মিত বইমেলায় যেতে পারেন। একদিকে যেমন ফ্রি লিফলেট, কার্ড পাবেন অন্যদিকে দেখতে পারবেন, সুন্দরীদের। ব্যস চোখাচেখি হয়ে গেলে, প্রেমও হয়ে যেতে পারে। আর প্রেম হওয়া মানে বন্ধুদের কাছে আপনার সুপার স্টার। তবে সাবধান চোখাচোখি করতে গিয়ে চোখ মারবেন না যেন, তাহলে বিপদ আসলেও আসতে পারে। সে জন্য আমরা কিন্তু দায়ী নই।

টিভিতে নিজেকে দেখান-

বইমেলা মানে ডজনে ডজনে ক্যামেরা। আর ক্যামেরা মানে, লাইভ কিছুর মুখোমুখি হতে যাচ্ছেন আপনি। এই সুযোগে নিজের হিরোসুলভ চেহারাটা টিভিতে বিনামূল্যে দেখিয়ে ফেলুন। অন্তত গার্লফ্রেন্ডের কাছে তো বুক ফুলিয়ে বলতে পারবেন যে, আপনাকে টিভিতে একদা দেখিয়েছিল।

বেশি বই কিনুন-

বই পড়ুন কিংবা না পড়ুন, মেলা থেকে বেশি বেশি বই কিনুন। তারপর সেগুলো ঘরে এনে বউয়ের হাতের কাছে রাখুন। অন্তত ঝগড়া লাগলে রিমোট ছোড়ার বদলে বই ছুড়বে। তাও ভালো, রোজ রোজ রিমোট কিনতে হবে না।

অটো অটোগ্রাফ বিলান-

আপনি যদি স্বঘোষিত কবি, লেখক হয়ে থাকেন তবে যাই হোক না কেন, মেলায় গেলে আপনার ভক্তরা আপনার কাছে অটোগ্রাফ চাইবে এটাই স্বাভাবিক। আর বেশি অটোগ্রাফ দিতে গিয়ে আপনি বিরক্ত হতেই পারেন। তাই আপনার জন্য আসল টিপসটা হলো, অনেগুলো অটোগ্রাফ দেওয়া কাগজ নিয়ে বইমেলায় প্রবেশ করা। তারপর সেগুলো উড়িয়ে মারুন আর হাঁটুন। ব্যস যার অটোগ্রাফ দরকার সে নিয়ে নেবে।

No comments:

Post a Comment