আজ ২৭-১০-২০১৪ চাঁদপুর কণ্ঠ সাহিত্য পাতায় আমার কবিতা
যদি ফিরে পেতাম
সোহানুর রহমান অনন্ত
যদি ফিরে পেতাম, বারোটি বছর আগের সেই দিনগুলো
শেষ রাতের ঝাপসা আঁধারের মাঝে
জীবন স্রোতের মুখে সে সুখগুলো আজ এলোমেলো
যন্ত্রণার সুর হয়ে নিশিদিন বাজে।
যদি ফিরে পেতাম, প্রিয়ার সেই হাসিমাখা মুখ
নীরব প্রেমের ছন্দগুলো সেই
ডুকরে ওঠা মনের মাঝে আছে শুধু দুঃখ
সবি আছে, কী যেন কী নেই।
যদি ফিরে পেতাম, গল্প লেখা সেই সময়টাকে
নিশি জেগে লেখা কবিতার মিল
হারিয়ে ফেলেছি সব হারিয়ে যাওয়ার বাঁকে
শরতের সাদা মেঘ, হয়ে গেছে নীল।
যদি ফিরে পেতাম, না বলা সেই সুপ্ত অনুভব
চোখ ভরে হাজারো কল্প দেখা
অস্তরবির মতোই হারিয়ে গেছে সব
এতোটা পথ জুড়ে কেবল আমি একা।
জানি পাবো না ফিরে, হয়তো সবি মিছে আশা
হারানো দিনগুলো কেউ কি ফিরে পায়
মিছে মিছে আজ খুঁজে বেড়াই কত ভালাবাসা
বুঝি না, মনের ঘরটা অগোছানোই থেকে যায়।
যদি ফিরে পেতাম
সোহানুর রহমান অনন্ত
যদি ফিরে পেতাম, বারোটি বছর আগের সেই দিনগুলো
শেষ রাতের ঝাপসা আঁধারের মাঝে
জীবন স্রোতের মুখে সে সুখগুলো আজ এলোমেলো
যন্ত্রণার সুর হয়ে নিশিদিন বাজে।
যদি ফিরে পেতাম, প্রিয়ার সেই হাসিমাখা মুখ
নীরব প্রেমের ছন্দগুলো সেই
ডুকরে ওঠা মনের মাঝে আছে শুধু দুঃখ
সবি আছে, কী যেন কী নেই।
যদি ফিরে পেতাম, গল্প লেখা সেই সময়টাকে
নিশি জেগে লেখা কবিতার মিল
হারিয়ে ফেলেছি সব হারিয়ে যাওয়ার বাঁকে
শরতের সাদা মেঘ, হয়ে গেছে নীল।
যদি ফিরে পেতাম, না বলা সেই সুপ্ত অনুভব
চোখ ভরে হাজারো কল্প দেখা
অস্তরবির মতোই হারিয়ে গেছে সব
এতোটা পথ জুড়ে কেবল আমি একা।
জানি পাবো না ফিরে, হয়তো সবি মিছে আশা
হারানো দিনগুলো কেউ কি ফিরে পায়
মিছে মিছে আজ খুঁজে বেড়াই কত ভালাবাসা
বুঝি না, মনের ঘরটা অগোছানোই থেকে যায়।
No comments:
Post a Comment