aj 08-12-2014 daily chandpur kantha shahitto patay amar kobita<< tnx forid hasan k
অথবা তুমি জানতে
সোহানুর রহমান অনন্ত
হাসিটা ছন্দহীন তবু মূল্যহীন নয়
কত শতবার, হয়তো হাজার বার
দৃষ্টির মায়াতে কিংবা হৃদয় নকশী কাঁথাতে
গেঁথে ছিল এই হাসিটি
তোমার মুখের হাসিটি.....
কখনো কি ভেবেছিলে, কী তুমি! কী আমি
মাঝখানে দেয়ালটাই বা কতখানি স্পষ্ট
হাত বাড়ালেই তুমি পাও অন্য কারো হাত
আমি বাড়ালেই পাই সীমাহীন কষ্ট।
অভিমান সেতো শিশিরের শেষ বিন্দু
তুমি ছুঁয়ে দিলেই ঝরে পড়বে।
ভেবেছো কি কখনো তোমার শূন্যতায়
আমার হৃদয়মন্দির কতখানি পুড়বে?
আমার ক্যানভাস বর্ণহীন তবু সুখহীন নয়
সে কথা তুমি জেনেছিলে অথবা জানতে
হেমন্ত গেলো তবু পাইনি প্রেমের ফুল
পারিনি হৃদয়টাকে হৃদয় দিয়ে টানতে।
ভয় নেই তবু, হারিয়ে যাবো না
আমি বেঁচে আছি, তোমারি মাঝে
হয়তো বা পেয়ে কিংবা সবি হারিয়ে
সুখের মাঝে নয়তো দুঃখের ভাঁজে।
আমি হতে চাই শেষ দৃশ্যের হাসি
বেলা শেষে আবার তোমার মুখে
অসমাপ্ত থেকে যাক না হয় গল্পটা
কবিতাটা ভরে উঠুক অনাবিল সুখে।
অথবা তুমি জানতে
সোহানুর রহমান অনন্ত
হাসিটা ছন্দহীন তবু মূল্যহীন নয়
কত শতবার, হয়তো হাজার বার
দৃষ্টির মায়াতে কিংবা হৃদয় নকশী কাঁথাতে
গেঁথে ছিল এই হাসিটি
তোমার মুখের হাসিটি.....
কখনো কি ভেবেছিলে, কী তুমি! কী আমি
মাঝখানে দেয়ালটাই বা কতখানি স্পষ্ট
হাত বাড়ালেই তুমি পাও অন্য কারো হাত
আমি বাড়ালেই পাই সীমাহীন কষ্ট।
অভিমান সেতো শিশিরের শেষ বিন্দু
তুমি ছুঁয়ে দিলেই ঝরে পড়বে।
ভেবেছো কি কখনো তোমার শূন্যতায়
আমার হৃদয়মন্দির কতখানি পুড়বে?
আমার ক্যানভাস বর্ণহীন তবু সুখহীন নয়
সে কথা তুমি জেনেছিলে অথবা জানতে
হেমন্ত গেলো তবু পাইনি প্রেমের ফুল
পারিনি হৃদয়টাকে হৃদয় দিয়ে টানতে।
ভয় নেই তবু, হারিয়ে যাবো না
আমি বেঁচে আছি, তোমারি মাঝে
হয়তো বা পেয়ে কিংবা সবি হারিয়ে
সুখের মাঝে নয়তো দুঃখের ভাঁজে।
আমি হতে চাই শেষ দৃশ্যের হাসি
বেলা শেষে আবার তোমার মুখে
অসমাপ্ত থেকে যাক না হয় গল্পটা
কবিতাটা ভরে উঠুক অনাবিল সুখে।
No comments:
Post a Comment