Wednesday, 28 September 2016

প্রতিটি সম্মাননা কেবল লেখার উৎসাহ-ই দেয় না....ভালো লেখার দায়িত্ব অনেক বাড়িয়ে দেয়....আজ থেকে ঠিক দশ বছর আগে চাঁদপুর কণ্ঠের পাঠক ফোরামে লেখা শুরু করেছিলাম....তারপর থেকে নিয়মিত প্রায় লেখার চেস্টা করছি এই বিভাগটিতে......আমাকে সম্মাননা করার জন্য ধন্যবাদ চাঁদপুর কণ্ঠ পরিবারকে...সেই সাথে স্পেশাল ধন্যবাদ প্রিয় লেখক/বন্ধু মুহাম্মদ ফরিদ হাসান কে...পাঠক ফোরামের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো

No comments:

Post a Comment